সভ্যতা ব্লগে আপনাকে স্বাগতম।
১. পরিভাষা
সভ্যতায় পদচারণার শুরুতেই সভ্যতা ব্লগের কিছু পরিভাষার সাথে পরিচিত হয়ে নিলে আপনার ব্লগিং সুবিধাজনক হবে।
সভ্য: | সভ্যতা ব্লগের ব্লগারগণকে সভ্য নামে আখ্যায়িত করা হয়। |
আদি সভ্য: can you tan after accutane | সভ্যতা ব্লগের প্রধান অ্যাডমিন / পরিচালককে আদি সভ্য হিসেবে বিবেচনা করা হয়। |
সভ্যতার কথনীয়া: | সভ্যতা ব্লগের মডারেটর / সঞ্চালকদের সভ্যতাদের কথনীয়া বলা হয়। |
পাণ্ডুলিপি: | সভ্যতা ব্লগে প্রকাশিত ব্লগপোস্টসমূহকে পাণ্ডুলিপি বলা হয়। ovulate twice on clomid |
ইতিবৃত্ত: | ইতিবৃত্ত পাতায় সভ্যতা ব্লগ সৃষ্টির প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। |
সংবিধান: viagra in india medical stores | সংবিধান পাতায় সভ্যতা ব্লগ পরিচালনার মূলনীতি আলোচিত হয়েছে। |
পাঠশালা: | পাঠশালা পাতায় নব্য সভ্য তথা নতুন ব্লগারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। zithromax azithromycin 250 mg |
সভ্যতার উঠান: | সভ্যতার উঠান সভ্যতা ব্লগের মূলপাতা। এখানে সভ্যদের লেখা সাম্প্রতিক পাণ্ডুলিপি সমূহ প্রদর্শিত হয়। |
পঞ্চায়েত: | সভ্যতায় পদচারণার ক্ষেত্রে সভ্যগণ যদি কোন সমস্যার মুখোমুখি হন, তবে পঞ্চায়েত পাতায় সরাসরি সভ্যতার কথনীয়ার সাথে যোগাযোগ করতে পারেন। সভ্যতার কথনীয়া যত দ্রুত সম্ভব সভ্যের সমস্যার সমাধানে তৎপর থাকবেন। accutane prices |
সংরক্ষণশালা: | সংরক্ষণশালা পাতায় সভ্যতায় প্রকাশিত সকল পাণ্ডুলিপি সংরক্ষিত থাকবে। |
আর্কাইভ: | আর্কাইভ পাতায় বিশেষ গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি, বই, আর্টিকল ইত্যাদি সংরক্ষিত থাকবে। |
২. সভ্য হতে চাইলে:
সভ্যতা ব্লগের বাম পাশে সবার ওপরে সভ্যতার দেউড়ি তথা সভ্যতায় প্রবেশের দরজা রয়েছে। সেখানে ক্লিক করে আপনি সভ্যতায় নিবন্ধন করার পাতায় যেতে পারেন।

নতুন আইডি খোলা irbesartan hydrochlorothiazide 150 mg
অথবা আপনি এখানে ক্লিক করে নিবন্ধন করার পাতায় যেতে পারেন। উক্ত পাতায় যথাযথ তথ্য প্রদান এবং সভ্যতা ব্লগের মূলনীতির সাথে একমত পোষণ পূর্বক আপনি সভ্য হতে পারেন। venta de cialis en lima peru
৩. সভ্যতায় লিখতে চাইলে:
সভ্যতা ব্লগের ব্লগপোস্টসমূহকে পাণ্ডুলিপি বলা হয়। নতুন পাণ্ডুলিপি লিখতে চাইলে সভ্যতায় প্রবেশ করার পর বামে সবার উপরে “পাণ্ডুলিপি তৈরি করুন“ শীর্ষক একটি অপশন পাওয়া যাবে। এখানে ক্লিক করলে নতুন পাণ্ডুলিপি লেখার পাতায় যাওয়া যাবে। thuoc viagra cho nam
৩.১. লিখন পদ্ধতি:
সভ্যতায় পাণ্ডুলিপি লেখার দু’টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে দৃশ্যমান পদ্ধতি। অপরটি হচ্ছে Text পদ্ধতি। সভ্যগণ চাইলে যে কোন পদ্ধতি ব্যবহার করতে পারেন।
৩.১.১. দৃশ্যমান পদ্ধতি:
এই পদ্ধতিতে পাণ্ডুলিপি লিখন অনেকাংশে সাধারণ ওয়ার্ড প্রসেসর (MS Word বা Open Office Org ইত্যাদি) এর ন্যায়। এখানে যে কোন ধরণের ফরম্যাটিং এর কাজ করলে তা সরাসরি সেভাবেই দেখায়। যেমন: কেউ যদি লেখার কোন অংশ সিলেক্ট করে Bold বাটন চাপেন, তবে লেখা সরাসরি বোল্ড হয়ে যাবে।
৩.১.২. Text পদ্ধতি:
এই পদ্ধতি মূলত HTML এ অভিজ্ঞদের জন্য। এখানে সকল লেখা সাধারণভাবে থাকবে এবং কোন ফরম্যাটিং দৃশ্যমান হবে না। সকল ফরম্যাটিং লেখার সাথে Element, Tag বা Attribute হিসেবে সংযুক্ত থাকবে এবং পাণ্ডুলিপি প্রকাশ করলে দৃশ্যমান হবে। যেমন: কেউ যদি লেখার কোন অংশ (Text) সিলেক্ট করে b-quote বাটন চাপে তবে তা <blockquote> Text </blockquote>
ট্যাগ আকারে প্রদর্শিত হবে। কিন্তু, পাণ্ডুলিপি প্রকাশিত হলে, তা কোটেশন আকারেই প্রদর্শিত হবে।
৩.২. লিংক সংযোগ:
পাণ্ডুলিপিতে কোন লিংক সংযোগ করতে চাইলে দৃশ্যমান মোড এ শিকল চিহ্নিত বাটনে অথবা Text মোড এ link বাটনে ক্লিক করুন। নতুন যেই পপআপ উইন্ডো (Popup Window) আসবে সেখানে লিংকটি লিখে লিংক সংযোগ বাটনে ক্লিক করুন।
দৃশ্যমান মোড এ ভাঙ্গা শিকল তথা আনলিংক বাটনে ক্লিক করে লিংকটি সরিয়ে দিতে পারেন।
৩.৩. চিত্র/চলচ্চিত্র সংযোগ:
পাণ্ডুলিপির শিরোনামের নিচেই Add Media নামে একটি অপশন রয়েছে। এখানে গিয়ে আপনি চাইলে চিত্র/চলচ্চিত্র যোগ করতে পারেন।
আপনি চিত্র আপলোড বা লিংক সংযোগ — যে কোন পদ্ধতিতেই ছবি যোগ করতে পারেন।
৩.৩.১. চিত্র আপলোডের মাধ্যমে:
Add Media অপশনে ক্লিক করলে আপনি ওপরের দিকে Upload Files এবং Media Library নামে দু’টি অপশন দেখতে পাবেন। Upload Files অপশন থেকে আপনি আপনার ডিভাইস (কম্পিউটার, মোবাইল বা স্মার্টফোন) থেকে যেকোনো চিত্র Media Library তে যোগ করতে পারেন। এরপর এক বা একাধিক চিত্র নির্বাচন করে Insert Into Post বাটনে ক্লিক করে পাণ্ডুলিপিতে চিত্র যোগ করতে পারেন।
৩.৩.২. লিংক সংযোগের মাধ্যমে:
Add Media অপশনে ক্লিক করলে আপনি বামে নিচের দিকে Insert From URL নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনি সরাসরি কোন URL লিখুন বা প্রতিলেপন (Paste) করুন। এরপর Insert Into Post বাটনে ক্লিক করে পাণ্ডুলিপিতে চিত্র যোগ করতে পারেন।
৩.৪. ক্যাটাগরি নির্বাচন:
নতুন পাণ্ডুলিপি লেখার পাতার ডান পাশে নিচের দিকে ক্যাটাগরি ট্যাব রয়েছে। এখান থেকে পাণ্ডুলিপির বিষয়বস্তু অনুসারে এক বা একাধিক ক্যাটাগরি সিলেক্ট করুন।
৩.৫. শিডিউলড পোস্ট:
যদি কোন পোস্ট এক সময় লিখে তা অন্য কোন সময়ে পোস্ট করতে চান, তবে Publish Immediately এর পাশে সম্পাদনা বাটনে ক্লিক করুন। আপনার পাণ্ডুলিপি প্রকাশিত হবার দিন ও তারিখ নির্বাচন করে তথাস্তু বাটন চাপুন।
৩.৬. লেখা সারিবদ্ধকরণ (Alignment):
দৃশ্যমান মোডের ফরম্যাটিং ট্যাবে বাম, মধ্য, ডান এবং জাস্টিফাই (Left, Middle, Right and Justify) অনুসারে লেখা সারিবদ্ধ (Align) করা যায়। Text মোড এ প্রয়োজনীয় Attribute এর সাহায্যে এটি করা যায়।
৩.৭. স্মাইলি/ইমোটিকন সংযোগ:
ফরম্যাটিং ট্যাব থেকে স্মাইলি বাটনে ক্লিক করলে পপআপ উইন্ডো হিসেবে সকল ইমোটিকন প্রদর্শিত হবে। সেখান থেকে সভ্য তার প্রয়োজনীয় ইমোটিকন পাণ্ডুলিপিতে সংযোগ করতে পারেন। will metformin help me lose weight fast
৩.৮. প্রাকদর্শন:
ডান দিকে থাকা Preview বাটনে ক্লিক করে সভ্য তার পাণ্ডুলিপি প্রকাশের পূর্বে তার প্রাকদর্শন দেখে নিতে পারেন।
৩.৯. প্রকাশ:
পূর্ণরূপে পাণ্ডুলিপি লেখা শেষ হলে সভ্য প্রকাশ বা আপডেট বাটনে ক্লিক করে তার পাণ্ডুলিপি প্রকাশ করতে পারেন।
৪. পাণ্ডুলিপিতে মন্তব্য করা:
সভ্যতার সংবিধান এর ৩ নং ধারায় উল্লেখিত মন্তব্য সংক্রান্ত বিধিমালার আলোকে যে কোন সভ্য যে কোন পাণ্ডুলিপিতে তার মনোভাব, প্রতিক্রিয়া বা বিশ্লেষণমূলক মন্তব্য করার অধিকার সংরক্ষণ করেন। buy kamagra oral jelly paypal uk
৫. মন্তব্যের নোটিফিকেশন:
সভ্য কোন পাণ্ডুলিপিতে মন্তব্য করলে স্বয়ংক্রিয়ভাবে সভ্যের ইমেইল ঠিকানায় সভ্যের মন্তব্যের প্রতিমন্তব্য সংক্রান্ত ইমেইল চলে যাবে। মন্তব্যের নিচে থাকা ড্রপ ডাউন মেনু থেকে সভ্য চাইলে পাণ্ডুলিপির সকল মন্তব্যের জন্য নোটিফিকেশন বা নোটিফিকেশনের অপশন বন্ধ করতে পারেন। capital coast resort and spa hotel cipro
৬. কোন অসুবিধার সম্মুখীন হলে:
সভ্যতায় পদচারণার কোন মুহূর্তে কোনরূপ অসুবিধার সম্মুখীন হলে পঞ্চায়েত পাতায় সরাসরি সভ্যতার কথনীয়ার সাথে যোগাযোগ করতে পারেন। সভ্যতার কথনীয়া যত দ্রুত সম্ভব সভ্যের সমস্যার সমাধানে তৎপর থাকবেন।
কোলাহল
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas
Ask2ans @ যুদ্ধ সাংবাদিকতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ABU RAYHAN @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
ABU RAYHAN @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা