বাংলা আন্তর্জালের যোদ্ধাদের বাকস্বাধীনতা ও সামগ্রিক অর্থে চিন্তার স্বাধীনতা এবং পারস্পরিক চিন্তার বিকাশের সংযোগ তৈরি করার লক্ষ্যে সভ্যতা ব্লগের যাত্রা যা বাংলা ভাষাভাষী তথা গোটা বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, তথ্য, তত্ত্ব এবং যুক্তির আরও অবারিত এবং অবিরাম তথ্য অধিকার নিশ্চিত করে। সবচেয়ে বড় বিষয় অবাধ তথ্য প্রবাহকে আরও স্বচ্ছ এবং অবারিত করতেই ‘সভ্যতা’ ব্লগের নির্মাণ যা সভ্যতার বিনির্মাণে আগামীর পথ চলাকে আরও মসৃণ এবং নিষ্কণ্টক করে। ‘সভ্যতা ব্লগ’ ব্যক্তির মতামত এবং চিন্তার বিচরণ ও অপরের সাথে সংযুক্ত হওয়ার অধিক শক্তি দিয়ে অকপটতা এবং স্বচ্ছতা প্রচার করে এবং নির্দিষ্ট নীতির এই লক্ষ্য অনুগমন মধ্যে সভ্যতার সংবিধান ।
এই নীতির অর্জন হচ্ছে শুধুমাত্র প্রচলিত আইন, তথ্য-প্রযুক্তি এবং সামাজিক নিয়ম তার নব্য খামতির দ্বারা মানুষের চিন্তার জগতকে অপ্রতিভ না করা। সুতরাং, সভ্যতার সংবিধান পরিসেবার মধ্যে যাদের অধিকার ও দায়িত্ব ভিত্তি হিসেবে এইসব সংবিধান প্রতিষ্ঠা:
১) ব্লগার বিষয়ক বিধি:
বাংলা আন্তর্জালের যোদ্ধাদের বাকস্বাধীনতা, সামগ্রিক অর্থে চিন্তার স্বাধীনতা এবং পারস্পরিক চিন্তার বিকাশের সংযোগ তৈরি করার লক্ষ্যে সভ্যতা ব্লগের যাত্রা। তাই-
১.১) বাংলা ভাষাভাষী যে কেউ মত প্রকাশের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে ‘সভ্যতা ব্লগ’-এ পোস্ট লিখতে পারেন।
১.২) সভ্য অর্থাৎ ব্লগারের ব্লগের ব্যবহারিক নাম (নিক) হতে হবে বাংলায়। এমনকি ইংরেজি শব্দের বাংলা বানানে ব্যক্তির পরিচয়জ্ঞাপক ব্লগার নিককেও কর্তৃপক্ষ নিরুৎসাহিত করে।
১.৩) ব্লগার বা সভ্যবৃন্দকে সাথে সাংবিধানিক মৌলিক মানবাধিকারের* চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতাকে মাথায় রেখে ব্লগ কর্তৃপক্ষকে ব্লগ পরিচালনায় সাহায্য করতে পরামর্শ দেয়া হল।
২) ব্লগ পোস্ট বিষয়ক বিধি:
আমাদের কাছে ‘সভ্যতা’ হচ্ছে শাশ্বত এবং ক্রম অগ্রসরমান মূল্যবোধ। এই আগামীর পথের ধাবমান মূল্যবোধকে মানবকল্যাণকর করতেই আমাদের কলম ধরা এবং মুক্তজ্ঞান চর্চায় ব্যক্তির চিন্তাকে ব্যাপক জনসংযোগের মাধ্যমে মানবতার কাতারে আনা।
২.১) যেহেতু সভ্যতা ব্লগ সামগ্রিক অর্থেই চিন্তার স্বাধীনতায় আস্থা রাখে তাই ব্লগারগন বা সভ্যবৃন্দ “সভ্য যে কোন বিষয়” নিয়ে তার পোস্ট লিখতে পারেন। will metformin help me lose weight fast
২.২) লেখকের পোস্টের আকার সাধারণত তার নির্বাচিত বিষয়বস্তুর উপর নির্ভর করবে। তবুও সভ্যতা ছোট আকারের কিংবা ফেসবুক স্ট্যাটাস আকারের ক্ষণিকের আবেগপ্রসূত পোস্ট দিতে নিরুৎসাহিত করে।
২.৩) মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, বর্ণবাদী, লিঙ্গবৈষম্য বা বিদ্বেষমূলক, মত ও নীতি প্ৰচারের জন্য সকল ক্ৰিয়াকলাপ এবং পরিকল্পনামূলক (প্রোপ্যাগান্ডামূলক), এমএলএম ব্যবসা কিংবা পিরামিড স্কিম প্রচারক, অযৌক্তিক ধর্মীয় বিদ্বেষমূলক, মৌলবাদী এবং প্রতিক্রিয়াশীল কোন লিখা সভ্যতায় প্রকাশ করা যাবে না। সহজ কথায় মানবকল্যাণে অগ্রসরমান সভ্যতার বাধা স্বরূপ কোন ব্লগ পোস্ট প্রকাশে ব্লগারগণ তথা সভ্যবৃন্দদের নিরুৎসাহিত করা হচ্ছে। অনুরূপ লিখা প্রকাশের পর কর্তৃপক্ষের গোচরীভূত হাওয়ার সাথে সাথে কিংবা অন্য সভ্যদের অভিযোগের প্রেক্ষিত ব্লগ থেকে অপসারণ করা হবে।
২.৪) পোস্ট এবং মন্তব্যের ভাষা হতে হবে বাংলা। উদ্ধৃতি ব্যতিরেকে কোন বিশেষ ক্ষেত্রে ইংরেজি লিখতে বাধ্য হলে মন্তব্যকারীকে তা মন্তব্যের শেষে কারণ দর্শাতে অনুরোধ করছে ‘সভ্যতা ব্লগ।’ বাংলায় লেখার জন্য অভ্র বাংলা কিবোর্ড , বিজয়, বর্ণসফট বা যে কোন বাংলা টাইপিং সফটওয়ার ব্যবহার করতে বলা হচ্ছে কিংবা অন্য পুরনো বাংলা থেকে আপনার লেখা ইউনিকোডে কনভার্টের জন্য অনলাইন লেখনী ও কনভার্টার ব্যবহার করতে পারেন।
২.৫) ব্লগার এবং পাঠকদের সক্রিয় অংশগ্রহণ এবং সভ্যতার কথনীয়ার বিবেচনার ভিত্তিতে পাণ্ডুলিপি স্টিকি করা হবে।
২.৬) সভ্যতা ব্লগকে কোনভাবেই কোনরূপ ধর্মীয় প্রচারণার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যাবে না।
৩) মন্তব্য বিষয়ক বিধি:
৩.১) সভ্যতা ব্লগ মনে করে, একটি ব্লগ পোস্ট বা পাণ্ডুলিপির জন্য যৌক্তিক বিশ্লেষণ, তথ্যসূত্র সমৃদ্ধতা যতটা প্রয়োজন, ঠিক ততটাই প্রয়োজন মন্তব্যে সকলের সক্রিয় অংশগ্রহণ। একটি নির্দিষ্ট চিন্তাধারা থেকে লেখা পাণ্ডুলিপি বহুমাত্রিকতায় সমৃদ্ধ হয় যখন সভ্যগণ সকলের দৃষ্টিভঙ্গি থেকে এর আলোচনা সমালোচনা করে থাকেন।
৩.২) সমালোচনার নামে ব্যক্তিগত অথবা দলবদ্ধ আক্রমণে সভ্যতা ব্লগ কখনো প্রত্যয়ী না। একই সাথে ইচ্ছাকৃত ও সচেতনভাবে কোন ব্লগারের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য, তাকে অহেতুক বিব্রতকর বা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে এমন মন্তব্য করার ব্যপারে সভ্যতা ব্লগ নিরুৎসাহিত করে। viagra in india medical stores
৩.৩) গঠনমূলক, বিশ্লেষণধর্মী, যৌক্তিক, স্বতঃস্ফূর্ত এবং প্রেরণাদায়ক সমালোচনাই তাই সভ্যতা ব্লগের কাম্য।
৪) মৌলিক সমতা এবং সততা বিষয়ক বিধি:
৪.১) প্রত্যেক ব্লগার, সভ্য কিংবা মন্তব্যকর্তা অথবা অতিথি আলোচক সকলের মাঝে চিন্তার জগতের সংযোগ স্থাপন এবং তাদের সাথে তথ্য ভাগ করার এই অবাধ পরিসেবা ব্যবহার করতে সক্ষম হওয়া উচিত। মানুষের চিন্তার জগতের সংযোগ এই মৌলিক সমতা বিধানই সভ্যতার লক্ষ্য।
৪.২) প্রত্যেক ব্লগার, সভ্য কিংবা মন্তব্যকর্তা অথবা অতিথি আলোচক বা অন্যান্য সত্তা নির্বিশেষে সকল ব্যক্তি এর প্রধান কার্যকলাপ, উপস্থাপনা ও সর্বোপরি ব্লগ পরিসেবার মধ্যে বণ্টন এবং তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। ব্লগ পরিসেবা ব্যবহার করার ক্ষেত্রে সমস্ত লোকের জন্য নির্দিষ্ট নিয়ম, নীতি বা বিধিমালা অথবা দিকনির্দেশনা থাকা উচিৎ। আর সভ্যতার ক্ষেত্রে সেই বিশেষ চেতনা হচ্ছে ‘মানবকল্যাণ’। এইটাই সভ্যতা ব্লগ পরিসেবার সাম্যের মৌলিকতা।
৪.৩) সভ্যতা ব্লগের প্রত্যেক ব্লগার বা সভ্য তার মত প্রকাশ এবং চিন্তার সততা নিশ্চিত করবে। সততা বিধি হচ্ছে এই কোন ব্লগার বা সভ্য অন্যের পোস্ট কিংবা লিখা অথবা দার্শনিক ধ্যান ধারণা বা কোন প্রকাশিত গ্রন্থের আংশিক কিংবা সম্পূর্ণ নিজের বলে চালিয়ে দিতে পারবেন না।
৪.৪) ব্লগারগণ এবং সভ্যবৃন্দ অবশ্যই অবশ্যই যেকোন আদর্শ বা দর্শনের গঠনমূলক, বিশ্লেষণধর্মী, যৌক্তিক বিশ্লেষণ করতে পারবেন কিন্তু তার অর্থ এইনা যে কোন জনকল্যাণকর আদর্শ বা দর্শনের বিরুদ্ধে অপপ্রচারমূলক প্রচারণা। এইরূপ কোন অপ্রীতিকর পরিস্থিতি কখনই কাম্য না।
৫) সামাজিক এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতা বিষয়ক বিধি:
৫.১) সভ্যতা ব্লগ সর্বদাই আস্থা রাখে বাক ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতায়। তবে, তা কখনই যেন বিশ্বের প্রতিষ্ঠিত এবং যথাযথ মূল্যবোধসম্পন্ন কোন সভ্যতার সাথে সাংঘর্ষিক না হয়।
৫.২) বাংলা ভাষাভাষীদের জন্য প্রতিষ্ঠিত ব্লগ সভ্যতা, কখনই বাংলা ভাষা, এর সংস্কৃতি-ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ’৬৯ এবং ’৯০ এর গণঅভ্যুত্থানসহ স্বাধীনতা ও গণতন্ত্রকামী জনগণের সকল আন্দোলনের প্রতি কোনরূপ কটাক্ষ, কটুক্তি, বিদ্রূপ, অশ্লীল বা উগ্র মন্তব্য সহ্য করবে না। কেবলমাত্র এই একটি ক্ষেত্রেই সভ্যতা ব্লগ ন্যূনতম সহনশীলতা বা সহিষ্ণুতা অথবা “জিরো টলারেন্স” প্রদর্শন করবে।
৫.৩) সভ্যতা ব্লগ রাষ্ট্রের এবং সমাজের যেকোনো অযৌক্তিক সিদ্ধান্ত অথবা প্রথার “যৌক্তিক সমালোচনা”র ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে। তবে তা কখনই উগ্র প্রতিক্রিয়াশীল অথবা বহিঃশক্তির জন্য সুবিধাজনক যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করা হল। side effects of quitting prednisone cold turkey
৬) নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ বিধি:
৬.১) যদি কোন সভ্যের পাণ্ডুলিপি সভ্যতা ব্লগের বিধিমালার আওতায় না পড়ে তবে অপরাপর সভ্যের দৃষ্টি আকর্ষণ সাপেক্ষে ‘সভ্যতার কথনীয়া’ বা ব্লগ মডারেটর তা সরিয়ে নেবেন।
৬.২) উপরে বর্ণিত সভ্যতার সংবিধানের কোনরূপ রীতি লঙ্ঘিত হলে ‘সভ্যতার কথনীয়া’ সংশ্লিষ্ট সভ্যকে সতর্ক করবেন। তা সত্ত্বেও যদি সংশ্লিষ্ট সভ্যের মাঝে গুণগত এবং আচরণগত পরিবর্তন না দেখা যায়, তবে ‘আদি সভ্য’ বা ‘সভ্যতা ব্লগ এডমিন’ তাকে নির্দিষ্ট বা অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা (ব্যান) আরোপের অধিকার সংরক্ষণ করেন।
৬.৩) ‘সভ্যতা ব্লগ’ উক্ত সংবিধানের ৫.২ ধারার পরিপন্থী মন্তব্য সহ্য করবে না। এক্ষেত্রে কর্তৃপক্ষ কোনরূপ পূর্বঘোষণা ছাড়াই অভিযুক্ত সভ্য বা ব্লগারকে নিষেধাজ্ঞা কিংবা সাময়িক স্থগিতাদেশ আরোপের অধিকার সংরক্ষণ করেন। ‘সভ্যতা ব্লগ’ প্রকাশ করেছে তার উদ্দেশ্য, পরিকল্পনা, নীতি এবং ক্রিয়াকলাপ। সভ্যতা ব্লগে নোটিশ করার একটি প্রক্রিয়া আছে।স্বচ্ছতা প্রদান এবং এইসব মূলনীতি বা অধিকার ও দায়িত্ববোধ থেকে সকলকে উৎসাহিত করে তাই পঞ্চায়েত মন্তব্য করা উচিত।
পরিভাষা
সভ্যতায় পদচারণার শুরুতেই সভ্যতা ব্লগের কিছু পরিভাষার সাথে পরিচিত হয়ে নিলে আপনার ব্লগিং সুবিধাজনক হবে। clomid over the counter
সভ্য: | সভ্যতা ব্লগের ব্লগারগণকে সভ্য নামে আখ্যায়িত করা হয়। |
আদি সভ্য: | সভ্যতা ব্লগের প্রধান অ্যাডমিন / পরিচালককে আদি সভ্য হিসেবে বিবেচনা করা হয়। |
সভ্যতার কথনীয়া: achat viagra cialis france | সভ্যতা ব্লগের মডারেটর / সঞ্চালকদের সভ্যতাদের কথনীয়া বলা হয়। puedo quedar embarazada despues de un aborto con cytotec |
পাণ্ডুলিপি: | সভ্যতা ব্লগে প্রকাশিত ব্লগপোস্টসমূহকে পাণ্ডুলিপি বলা হয়। |
ইতিবৃত্ত: | ইতিবৃত্ত পাতায় সভ্যতা ব্লগ সৃষ্টির প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। metformin synthesis wikipedia |
সংবিধান: ovulate twice on clomid | সংবিধান পাতায় সভ্যতা ব্লগ পরিচালনার মূলনীতি আলোচিত হয়েছে। |
পাঠশালা: | পাঠশালা পাতায় নব্য সভ্য তথা নতুন ব্লগারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। |
সভ্যতার উঠান: | সভ্যতার উঠান সভ্যতা ব্লগের মূলপাতা। এখানে সভ্যদের লেখা সাম্প্রতিক পাণ্ডুলিপি সমূহ প্রদর্শিত হয়। half a viagra didnt work |
পঞ্চায়েত: | সভ্যতায় পদচারণার ক্ষেত্রে সভ্যগণ যদি কোন সমস্যার মুখোমুখি হন, তবে পঞ্চায়েত পাতায় সরাসরি সভ্যতার কথনীয়ার সাথে যোগাযোগ করতে পারেন। সভ্যতার কথনীয়া যত দ্রুত সম্ভব সভ্যের সমস্যার সমাধানে তৎপর থাকবেন। |
সংরক্ষণশালা: | সংরক্ষণশালা পাতায় সভ্যতায় প্রকাশিত সকল পাণ্ডুলিপি সংরক্ষিত থাকবে। |
আর্কাইভ: accutane prices | আর্কাইভ পাতায় বিশেষ গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি, বই, আর্টিকল ইত্যাদি সংরক্ষিত থাকবে। |
সভ্যতা ব্লগ পরিসেবা ভৌগলিক ও জাতীয় গণ্ডি অতিক্রম করে বিশ্বের সকল বাংলা ভাষাভাষীর জন্য উপলব্ধ হওয়া উচিত। কারণ ‘সভ্যতা ব্লগ’ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামীর পথে এগিয়ে যাবার স্লোগানে: বিনির্মাণে আগামীর পথে…
সাংবিধানিক মৌলিক মানবাধিকার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার will i gain or lose weight on zoloftঅনুচ্ছেদ ৩৮: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধের সাপেক্ষে- private dermatologist london accutane
(ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং para que sirve el amoxil pediatrico
(খ) সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার, নিশ্চয়তা দান করা হইল। zithromax azithromycin 250 mg
কোলাহল
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas
Ask2ans @ যুদ্ধ সাংবাদিকতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ABU RAYHAN @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা