প্রথম বিশ্বযুদ্ধ -১
545
বার পঠিতসারবিয়ান রাজধানী বেলগ্রেড। রাজধানীর অদুরেই অবস্থিত ক্রুশিনিয়াক পার্ক। মে ১৯১৪ সাল, ১৯ বছরের বসনিয়ান স্টুডেন্ট গ্যাভরিল প্রিনসেপ একটা ব্রাউনিয়া পিস্তল নিয়ে এই পার্কে আসেন টার্গেট প্র্যাকটিস করতে। অন্য ছাত্রদের তুলনায় তার টার্গেট খুব বেশী একটা ভালো না থাকলেও লক্ষ্য ছিল সুদূর প্রসারী। বেশীর ভাগ সময় তিনি টার্গেটে না মেরে গাছের উপরই গুলি চালাতেন।
২৫ শে জুলাই ১৮৯৪ সালের বসনিয়ার অবলজাজ গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহন করা গ্যাভরিল প্রিনসেপ ছিলেন একজন যুগস্লাভ জাতীয়তাবাদী। কে জানতো এই যুবকই একদিন ৯ কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? তিনি ছিলেন মুলত ম্লাদা বসনার (Mlada Bosna or Young Movement) একজন সক্রিয় সদস্য। ম্লাদা বসনা মুলত বসনিয়া, সার্বিয়ান ও ক্রয়েশিয়ানদের নিয়ে গঠিত একটি উগ্র জাতীয়তাবাদী সংগঠন। যা প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সক্রিয় ছিল। irbesartan hydrochlorothiazide 150 mg
প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগেই ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে পরে। এক পক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরী ও ইটালি, অন্য দিকে ছিল রাশিয়া ও ফ্রান্স। যদিও প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি পক্ষ পরিবর্তন করে রাশিয়া ও ফ্রান্সের সাথে যোগ দেয়। বুলগেরিয়া ও অটোম্যান সম্রাজ্য যোগ দেয় জার্মানির সাথে।
সারবিয়ায় দুইটা প্রতিদ্বন্দ্বী ডাইন্যাসটি ছিল, যারা এই দেশকে নানা সময়ে নানা ভাবে শাসন করেছে। কারাদরদেভিক ডাইন্যাসটি ও অব্রেনভিক ডাইন্যাসটির মধ্যে প্রথমরা ছিল রাশিয়া ফ্রান্সের অনুসারী, আর দ্বিতীয়রা ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরির অনুসারী। ১৯০৩ সালে সারবিয়ান আর্মি ক্যাপ্টেন ড্রাগটিন দ্রিমিত্রেজিভের নেতৃতে খুন করা হয় রাজা আলেকজান্দ্রার অব্রেনেভিক ও রানী দ্রাগাকে। প্রধানমন্ত্রীও খুন হয় সে রাতে। ফলে ক্ষমতা চলে যায় কারাদরদেভিক ডাইন্যাসটির হাতে। সার্বিয়া অস্ট্রিয়া-হাঙ্গেরী বলয় থেকে বের হয়ে রাশিয়া ও ফ্রান্স বলয়ে যোগ দেয়। can you tan after accutane
ড্রাগটিন দ্রিমিত্রেজিভ পরবর্ততিত প্রমোশন পেয়ে কর্নেল নিযুক্ত হন এবং ব্ল্যাক হ্যান্ড নামের এক গুপ্ত খুনি বাহিনীর প্রধান হন, যাদের কাজ ছিল শুধু সার্বিয়ায় জার্মানপন্থী বা অস্ট্রিয়া-হাঙ্গেরী পন্থীদের খুন করা এবং সার্বদের নিয়ে আলাদা রাষ্ট্র তৈরি করা। ১৯১১ সালে তারি ধারাবাহিকতায় অস্ট্রিয়া-হাঙ্গেরির রাজা ফ্রান্স জোসেফকে খুন করার সর্বচ্চ চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। থেমে থাকে না তার মিশন, তিনি দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেন সামনের দিকে।
চলবে-
acne doxycycline dosage
নীহারিকা বলছেনঃ
চলুক…
অংকুর বলছেনঃ
ভালো লিখেছেন দাদা । এই বিষয়ে জানার ইচ্ছা ছিল । ধন্যবাদ :-bd :-bd metformin gliclazide sitagliptin