জংগি হামলা,জিম্মি, দেশ আর আমরা
195
বার পঠিতদেশ কোন পথে এগিয়ে যাচ্ছে তা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে । দিনের শুরুতেই শুনতে হয় কেউ না কেউ মারা যাচ্ছে আবার শেষ ও হচ্ছে সেই মৃত্যু দিয়ে । মনে হচ্ছে আমি বাংলাদেশ না কোন মৃত্যুপুরী তে আছি । এখন ঘরের বাইরে বের হতেও ভয় আবার ঘরে থাকলে ও বিপদ । কারন ঘরে এসে মেরে যাবে তাও আমরা কিছুই করতে পারব না । এটাই হয়ে আসছে ।
গতকাল জংগিরা হামলা চালিয়েছে রেস্টুরেন্ট এ । তার আগে মন্দিরের সেবায়েত কে কুপিয়ে মেরেছে । আবার জানি কোথায় মন্দিরের পুরিহিত সম্ভবত তাকে হত্যার চেষ্টা করেছে কিন্তু তা পারেনি কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছেন । এসব কি কেন কারা এত কিছু আমি বুঝি না ।
যারা এসব করে বেরাচ্ছে তারা ধর্মকে ব্যবহার করছে । আচ্ছা বাইরে থেকে আপনি কিভাবে বুঝবেন কে হিন্দু কে মুসলমান । আচ্ছা বাদ দিন জংগিরা “” আল্লাহু আকবর “” বলে চিৎকার দিয়ে হামলা করেছে । আইএস, আল কায়দা এর স্বীকার করেছে । কিন্তু আমেরিকার জন কেবরি বলছেন এতে নাকি আইএস জড়িত না । কিন্তু উনি কিভাবে জানলেন আমার প্রশ্ন ।
এরপর কিছু লোক আবার বলছে এত লোক মারা গেছে সঠিক সময়ে পদক্ষেপ নিলে এমন হোত না । ভাইরে বলতে পারেন তারা ঢুকেই যে মেরে ফেলেনি বা পালানোর পথ না পেয়ে মেরে ফেলেছে । আচ্ছা অপারেশন থান্ডার বোল্ট এর নেতৃত্ব কি আপনি দিয়েছেন? আমার মনে হয় কামান দাগিয়ে পুরো বিডিং উড়িয়ে দিলে ভাল হত । এখন প্রশ্ন করবেন তাহলে যে নিরীহ মানুষ গুলোর কি হত । আচ্ছা যে আত্মঘাতীরা নিজেদের জীবনের পরোয়া না করে এত গুলো লোকের প্রান নিতে পারে আপনি কেন নিজের জীবন টা বাজি ধরতে পারবেন না ।
যারা ভারত কে দোষ দিচ্ছেন আবার বলছেন যে তারা এত খবর কই পেল তাদের জন্য সমবেদনা । শুধু মাত্র বাংলাদেশ ই হলুদ সাংবাদিক আছে আর কোথাও নেই । তাদের খবর কতটুকু অথেনটিক মনে হয় ।
২৮ জন মারা গিয়েছে কিন্তু যারা বেচে ফিরেছে সেটা যৌথ বাহিনীর অভিযানেই সম্ভব হয়েছে । এমন অপারেশন এ আরো লোক এর মৃত্যু হতে পারত । কিন্তু তাদের প্রশংসা করার বদলে আপনারা তাদের দিকে আঙুল তুলছেন । বলি নিজের ঘরে বসে স্মার্টফোন আর ল্যাপটপ নিয়ে পরিস্থিতির বিবেচনা করবেন না । যার যার কাজ সে জানে তাকে কি করতে হবে । thuoc viagra cho nam
আমি কোন বড় কেউ না । সাধারণ মানুষ, তবুও আমার বিশ্বাস যদি কোন দিন দেশ আমাকে চায় তবে আমি প্রস্তুত । wirkung viagra oder cialis
সবশেষে বলতে চাই এই হামলা আমাদের জন্য একটা সংকেত । সামনে বড় কিছু আসছে । সবাই সাবধান হোন ।
সচেতন থাকুন,নিরাপদে থাকুন । all possible side effects of prednisone
কোলাহল
Mohd Shahanoor Alam Bhuiyan Titu @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
shapan @ প্রসঙ্গ নারী : ধর্মীয় আর সামাজিক বর্বর আইন নারী খৎনা Female Circumcision
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas