জংগি হামলা,জিম্মি, দেশ আর আমরা
195
বার পঠিতদেশ কোন পথে এগিয়ে যাচ্ছে তা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে । দিনের শুরুতেই শুনতে হয় কেউ না কেউ মারা যাচ্ছে আবার শেষ ও হচ্ছে সেই মৃত্যু দিয়ে । মনে হচ্ছে আমি বাংলাদেশ না কোন মৃত্যুপুরী তে আছি । এখন ঘরের বাইরে বের হতেও ভয় আবার ঘরে থাকলে ও বিপদ । কারন ঘরে এসে মেরে যাবে তাও আমরা কিছুই করতে পারব না । এটাই হয়ে আসছে ।
গতকাল জংগিরা হামলা চালিয়েছে রেস্টুরেন্ট এ । তার আগে মন্দিরের সেবায়েত কে কুপিয়ে মেরেছে । আবার জানি কোথায় মন্দিরের পুরিহিত সম্ভবত তাকে হত্যার চেষ্টা করেছে কিন্তু তা পারেনি কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছেন । এসব কি কেন কারা এত কিছু আমি বুঝি না ।
যারা এসব করে বেরাচ্ছে তারা ধর্মকে ব্যবহার করছে । আচ্ছা বাইরে থেকে আপনি কিভাবে বুঝবেন কে হিন্দু কে মুসলমান । আচ্ছা বাদ দিন জংগিরা “” আল্লাহু আকবর “” বলে চিৎকার দিয়ে হামলা করেছে । আইএস, আল কায়দা এর স্বীকার করেছে । কিন্তু আমেরিকার জন কেবরি বলছেন এতে নাকি আইএস জড়িত না । কিন্তু উনি কিভাবে জানলেন আমার প্রশ্ন ।
এরপর কিছু লোক আবার বলছে এত লোক মারা গেছে সঠিক সময়ে পদক্ষেপ নিলে এমন হোত না । ভাইরে বলতে পারেন তারা ঢুকেই যে মেরে ফেলেনি বা পালানোর পথ না পেয়ে মেরে ফেলেছে । আচ্ছা অপারেশন থান্ডার বোল্ট এর নেতৃত্ব কি আপনি দিয়েছেন? আমার মনে হয় কামান দাগিয়ে পুরো বিডিং উড়িয়ে দিলে ভাল হত । এখন প্রশ্ন করবেন তাহলে যে নিরীহ মানুষ গুলোর কি হত । আচ্ছা যে আত্মঘাতীরা নিজেদের জীবনের পরোয়া না করে এত গুলো লোকের প্রান নিতে পারে আপনি কেন নিজের জীবন টা বাজি ধরতে পারবেন না ।
যারা ভারত কে দোষ দিচ্ছেন আবার বলছেন যে তারা এত খবর কই পেল তাদের জন্য সমবেদনা । শুধু মাত্র বাংলাদেশ ই হলুদ সাংবাদিক আছে আর কোথাও নেই । তাদের খবর কতটুকু অথেনটিক মনে হয় ।
২৮ জন মারা গিয়েছে কিন্তু যারা বেচে ফিরেছে সেটা যৌথ বাহিনীর অভিযানেই সম্ভব হয়েছে । এমন অপারেশন এ আরো লোক এর মৃত্যু হতে পারত । কিন্তু তাদের প্রশংসা করার বদলে আপনারা তাদের দিকে আঙুল তুলছেন । বলি নিজের ঘরে বসে স্মার্টফোন আর ল্যাপটপ নিয়ে পরিস্থিতির বিবেচনা করবেন না । যার যার কাজ সে জানে তাকে কি করতে হবে ।
আমি কোন বড় কেউ না । সাধারণ মানুষ, তবুও আমার বিশ্বাস যদি কোন দিন দেশ আমাকে চায় তবে আমি প্রস্তুত । venta de cialis en lima peru
সবশেষে বলতে চাই এই হামলা আমাদের জন্য একটা সংকেত । সামনে বড় কিছু আসছে । সবাই সাবধান হোন । private dermatologist london accutane
সচেতন থাকুন,নিরাপদে থাকুন ।
কোলাহল

যখন বলেছেনঃ মে ৩১, ২০২২ thuoc viagra cho nam 
যখন বলেছেনঃ এপ্রি ২৯, ২০২২ acquistare viagra in internet 
যখন বলেছেনঃ ফেব্রু ২৪, ২০২২ 
যখন বলেছেনঃ জানু ২৫, ২০২২ 
যখন বলেছেনঃ জানু ১৬, ২০২২ para que sirve el amoxil pediatrico capital coast resort and spa hotel cipro
যখন বলেছেনঃ ডিসে ১৯, ২০২১ 
যখন বলেছেনঃ ডিসে ১৯, ২০২১ 
যখন বলেছেনঃ নভে ২৩, ২০২১
zithromax azithromycin 250 mgMkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas
Ask2ans @ যুদ্ধ সাংবাদিকতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ABU RAYHAN @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা