বিশ্বের দামী রত্নসমূহ
1903
বার পঠিতবিশ্বে বিভিন্ন সময়ে বিভিন্ন রত্ন সম্পর্কে কথা উঠতে দেখা যায়। সভ্যতার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রত্ন তার স্বাক্ষর রেখে গেছে। সময়ে সময়ে রত্নগুলো ইতিহাসকে পরিবর্তন করেছে। রাশিয়ার জারদের যেমন ১৯০৫ এর পর লাল পাথর পাগল করে তুলত, বিদ্রোহের ভয়ে, পান্না যেমন মানুষের পুজার সামগ্রী হয়ে থেকেছে, হীরা হয়েছে ঐতিহাসিক লুটের সামগ্রী। তাই রত্নের বিষয়ে কৌতুহল স্বাভাবিক। এখানে বিভিন্ন রত্নের প্রাপ্যতা ও তার মুল্যের অঙ্ক দেয়া হল। walgreens pharmacy technician application online
জেরেমিজেভাইট বা ইয়েরেমিয়েভাইট আবিষ্কৃত হয়েছিল রাশিয়ান ভুতাত্ত্বিক ইয়েরেমিয়েভ এর হাতে,১৮৮৩ সালে। এটি এক ধরনের ক্রিস্টাল, বেশ দুর্লভ ও। মাত্র কয়েক হাজার টুকরা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তবে এর হালকা নীল রঙের ক্রিস্তালগুলোর দামই বিশ্ববাজারে সবচেয়ে বেশি। এর দাম ক্যারেটপ্রতি ১৫০০ ডলার।
নীল গারনেট এ এক ধরনের রঙের পরিবর্তন দেখা যায়। রঙের পরিবর্তনের উপর নির্ভর করে এর দাম ঠিক করা হয়। উচ্চ মানের রঙ পরিবর্তন সাপেক্ষে এর দাম ১৫০০ ডলার ক্যারেটপ্রতি হয়। all possible side effects of prednisone
টাফাইট ও বেশ দামী পাথরগুলোর একটি।এর সাধারন রং হল লাল অথবা বেগুনী। এর ঔজ্জ্বল্য সাধারন পাথরের তুলনায় দ্বিগুন। এর দাম ২০০০ ডলার প্রতি ক্যারেটে।
কালো উপল অস্ট্রেলিয়ার খনিতে পাওয়া যায়।ওনেক দুর্লভ না হলেও এই ধরনের পাথরের দাম দেখার মত। এর চাহিদা অত্যন্ত উচ্চ্, সম্ভবত কালো হওয়া সত্তেও এর উপর সাতরঙা খেলার জন্য। অর এরকম স্বচ্ছ পাথর বেশ দুর্লভ ও বটে। এর ক্যারেটপ্রতি দাম ২০০০ডলার।
সবুজ গারনেট বা ডিমনটাইড এর ঘন সবুজ এবং তামাটে রঙের জন্য বিখ্যাত। এটিও বিখ্যাত না হলেও দামী একটি পাথর। বড় আকারে পাওয়া যায় বলে ক্যারেটপ্রতি দামে একে বিচার করা যায় না। এর ক্যারেটপ্রতি দাম ২০০০ডলার।
পোড্রেটাইট পাথরটি এর হালকা গোলাপি রং এর জন্য বিখ্যাত।১৯৮৭ সালে কানাডায় এটি প্রথম আবিষ্কৃত হয়। এর অন্যান্য জাত বার্মাতেও পাওয়া যায়। এই পাথরটি বিশ্ববাজারে আসতে শুরু করে ২০০০ সালের গোড়ার দিক থেকে। ক্যারেট প্রতি এর দাম ৩০০০ডলার।
বেনিটাইট প্রথম দেখা যায় আমেরিকার ক্যালিফর্নিয়ায়। এই রক্তাভ নীল রত্নটির নাম রাখা হয়েছে এর আবিষ্কর্তা স্যান বেনিতো কাউন্টির নামে। ১৯০৭ সালে এইরকম রত্ন প্রথম দেখা যায়। এই রত্নটি শুধু ক্যালিফোর্নিয়ার নির্দিষ্ট খনিতেই পাওয়া যায় এবং খনিতে এর প্রাপ্যতা বেশি না হওয়ায় এর দাম বেশ চড়া। ক্যারেট প্রতি এর দাম ৩০০০-৪০০০ ডলার।
নীলকান্তমনি বা স্যাফায়ারের নাম নীল হলেও একে ওনেক রুপেই পাওয়া যায়। কমলা, লাল , নীল, এমনকি কালো রং এর স্যাফায়ার এর প্রাপ্যতা দেখা গেছে সময়ে সময়ে। এর ক্যারেটপ্রতি দাম ৪০০০-৬০০০ ডলার।
zovirax vs. valtrex vs. famvir
১৯৬৭ সালে অস্ট্রেলিয়ার মাসগ্রাভ পর্বতে প্রথম এই রত্ন পাওয়া যায়। সেই থেকে তানজানিয়া ও মাদাগাস্কারসহ কিছু স্থানে অল্প পরিমান মাসগ্রাভাইট পাওয়া গেছে। এর কয়েকটি রং দেখা যায়,সবুজ ও বেগুনীটাই বেশি প্রাপ্য হলেও অত্যন্ত দুর্লভ গুলোর রং হীরার মত চকচকে হয়। আনাড়ি চোখ একে হীরা বলেও ভুল করতে পারে। তবে এর দাম ক্যারেটপ্রতি ৬০০০ডলার ওঠে সাধারনত।
সবুজ পান্নার অবস্থান এর পরেই। যদিও পান্নার চল বহু বছর থেকেই আছে, তবে একেবারে স্বচ্ছ পান্না অত্যন্ত বিরল। তাছাড়া পান্না অত্যন্ত জনপ্রিয়ও বটে। প্রাচীনকালে পান্না থেকে দেব দেবীদের চোখ তৈরির প্রচলন ছিল বলে পান্না ইতিহাসের অংশও হয়ে গেছে। বর্তমানে স্বচ্ছ পান্নার মুল্য ৮০০০ডলার প্রতি ক্যারেটে।
সবুজ পান্না পরিচিত হলেও, লাল পান্না মানুষের জন্য প্রায় অপরিচিত ও দুর্লভ রত্ন। পান্না, মরগানাইট ও একোয়ামেরিন এর সমপর্যায়ের এই পাথরটির রঙ দ্যুতি ছড়ানো লাল, যদিও লাল রুবি ও লাল পান্নার রঙে পার্থক্য আছে। এর গড় ম্যুল্য প্রায় ১০০০০ ডলার ক্যারেট প্রতি।
আলেক্সান্ড্রাইট রত্ন সবচাইতে সুন্দর রঙপরিবর্তনকারী পাথর। জাপান এবং চীনে এর প্রাপ্যতা বেশি হলেও দিনকেদিন এর জনপ্রিয়তা বাড়ছেই। এর ক্যারেটপ্রতি দাম ১০০০০ ডলার।
buy kamagra oral jelly paypal uk
পারাইবা ট্যুমালিন নামক এক ধরনের রত্ন রয়েছে, ব্রাজিলের পারাইবা শহরে প্রথম প্রাপ্যতার জন্যই এর নামে পারাইবা রয়েছে।এইধরনের ট্যুমালিন পাথরের রঙ এতই দারুন যে এইধরনের পাথরের ডাকনাম হল “নিয়ন ট্যুমালিন”। ট্যুমালিন পাথরের রঙ প্র্যায় রংধনুর সাতরঙেই পাওয়া যায়, তবে বিশেষ প্রজাতির পারাইবা ট্যুমালিনই বেশি বিখ্যাত ও দামী। এর ক্যারেটপ্রতি ক্ষেত্রবিশেষে ১২০০০ ডলার উঠে থাকে।
সকল দামী রত্নের মাঝে সম্ভবত হীরাই সবচেয়ে পরিচিত রত্ন। জ্বলজ্বলে দ্যুতি ছড়ানো এর চেহারা সবার কাছেই পছন্দ।তবে পরিচিত হলেও সবচেয়ে দামী রত্নগুলোর মাঝে র বিশেষ পরিচিতি আছে। হীরার দাম প্রতিবছরই বাড়ছে এবঙ সবার কাছে এর চাহিদাও আছে। বর্তমানে সবচেয়ে নিখুত, সঠিক পলকাটা হীরার বাজারম্যুল্য ১৫০০০ ডলার প্রতি ক্যারেটে।
রুবিস্টোনের নাম বিখ্যাত হলেই ওনেকেই যেটা জানেন না তা হল এটি আসলে এক ধরনের লাল রঙের নীলকান্তমনি বা স্যাফায়ার। কিন্তু ইতিহাসব্যাপী এটি রুবি নামেই পরিচিত হয়ে আসছে যার প্রধান কারন এর সাথে জড়ানোবিভিন্ন ইতিহাস, গল্প এবঙ এর বিপুল জনপ্রিয়তা। রুবি পাথরের দাম সাধারনত ১৫০০০ ডলার প্রতি ক্যারেট ওঠে। তবে আজ পর্যন্ত সবচেয়ে দামী রুবিটির নাম হল ” রক্ত-পায়রা রুবি”। এই পাথরটির বৈশিষ্ট্য হল এর ট্কটকে লাল রঙের সাথে সামান্য বেগুনী আভা আছে যা এটাকে খাঁটি রক্তের রঙ দিয়েছে। সাধারনত রুবি পাথরকে স্বর্নের অলঙ্কারেই ব্যবহার করা হয় কারন এর লাল রঙটি স্বর্নের হলুদ ভাবটিকে সরিয়ে লালকেই প্রাধান্য দেয়।
জাডেইট কেও সবচেয়ে ব্যায়বহুল পাথরগুলোর একটি ধরা হয়। ঘন সবুজ রঙের এই পাথরটি গলাকাটা দামেই অবশ্য বিক্রি হয়। সাধারনভাবে এর ক্যারেটপ্রতি দাম পড়ে ২০০০০ ডলার। তবে সবচেয়ে বেশি দামের জাডেইট নেকলেসটি হল “দ্বিগুন সৌভাগ্য” নামের একটি নেকলেস। এটি ১৯৯৭ সাথে ক্রিস্টিদের নিলামে প্রায় ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়। উচ্চমানের জেডাইট হিসেবেই ক্যারেট প্রতি ১৪০০০-১৬০০০ ডলার দাম পড়েছিল। আজ থেকে সতের বছর আগে এরকম দাম হলে এখন সেটা বেড়ে কোন পর্যায়ে গেছে তা ভাবা স্বাভাবিক।
গ্র্যান্ডিডায়ারেট অত্যন্ত দুর্লভ ও সুন্দর পাথরগুলোর একটি। এর রঙটিও ক্রেতাদের পছন্দের লিস্টে এক নম্বরে রয়েছে।এর মাত্র একশর কিছু বেশি টুকরো পাওয়া গেছে। তাই দামটিও উচ্চমানের। এর মুল্য ২০০০০ ডলার ক্যারেট প্রতি।
যে সকল বিরল হীরা পাওয়া যায় এর মাঝে লাল হীরা সবচাইতে বিরল। এগুলো মাত্র ২০-৩০টি ই পাওয়া গেছে আজ পর্যন্ত, স্বাভাবিকভাবে মানুষকে এগুলোই টানে বেশি। সাধারনভাবে এই হীরার দাম ধরা হয় ২০০০০ ডলার ক্যারেট প্রতি। এদের মাঝে সবচেয়ে বড় হীরাটি নিলামে উঠেছিল ২০০৭ সাথে সোথেবীর নিলামহাউসে। হীরাটির ওজন ছিল ২.২৬ ক্যারেট। এটি পাবলিক নিলামে রেকর্ড ২.৭ মিলিয়ন ডলার তোলে যার অর্থ এর প্রতি ক্যারেটের দাম পড়েছিল ১.১৮ মিলিয়ন ডলার। এটি এইরকম হীরার জন্য সর্বোচ্চ দাম এবঙ বোঝাই যাচ্ছে এর থেকে বড় লাল হীরা পাওয়া গেলে তা অগের রেকর্ড চুরমার করে দেবে।
আরো কোনো রত্নের খবর পাওয়া গেলে তথ্যসাপেক্ষে তা এখানে যুক্ত করা হবে। এই তথ্যগুলো বিভিন্ন ওয়েবসাইট ও বই থেকে জোগাড় করা হয়েছে তাই লিঙ্কগুলো দেয়া হল না। half a viagra didnt work
অংকুর বলছেনঃ
:)) :)) :-bd :-bd ^#(^ <:-P X_X :চলেন চা খাই: :প্রতীক্ষায় আছি…: :bz X_X kamagra pastillas
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
b-( :রোমহর্ষক:
তারিক লিংকন বলছেনঃ
side effects of drinking alcohol on accutane:কস কি মমিন?: :কস কি মমিন?: :কস কি মমিন?: :কস কি মমিন?: :কস কি মমিন?: :কস কি মমিন?: :শ্বেত দন্তের প্রদর্শন মুলক হাসি: :শ্বেত দন্তের প্রদর্শন মুলক হাসি: :শ্বেত দন্তের প্রদর্শন মুলক হাসি: :শ্বেত দন্তের প্রদর্শন মুলক হাসি: :শ্বেত দন্তের প্রদর্শন মুলক হাসি: :শ্বেত দন্তের প্রদর্শন মুলক হাসি:
:কাঁচা টেকা: :কাঁচা টেকা: :কাঁচা টেকা: :কাঁচা টেকা: :কাঁচা টেকা: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ:
ইলোসিয়া মৌনিন বলছেনঃ wirkung viagra oder cialis
ধন্যবাদ।
ফাতেমা জোহরা বলছেনঃ
ভালো লাগলো আপ্পি। অনেক কিছু জানলাম… :-bd :দে দে তালি: :-bd :চলেন চা খাই: :পুঁজিবাদ-পুঁজিবাদ: :পুঁজিবাদ-পুঁজিবাদ:
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
venta de cialis en lima peruধন্যবাদ
দুরন্ত জয় বলছেনঃ can levitra and viagra be taken together
ওরে রে এত দাম!!!
ইলোসিয়া মৌনিন বলছেনঃ zoloft birth defects 2013
হ। কিনবি??? :-& :স্মার্ট ইবলিশ:
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ
এর মধ্যে কোনটা ঘিফট করবেন আপি? :> :> :>
@};- @};- @};-
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
এগুলো তো আপনারাই গিফট দিবেন তার সুবিধার্থে দেয়া হয়েছে। <:-P <:-P <:-P =)) =)) ~O) ~O) ~O) **== **==
renal scan mag3 with lasix
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন) বলছেনঃ
আমি কিন্তু “গিফট”, না “ঘিফট” এর কথা বলেছি…
উদ্ভ্রান্ত পথিক বলছেনঃ doctorate of pharmacy online
দে দে দে তালি……..