মৃত্যু কি অনিকেত প্রান্তর???
1719
বার পঠিতপোস্ট শিরোনামঃ মৃত্যু কি অনিকেত প্রান্তর? amiloride hydrochlorothiazide effets secondaires
আসলেই কি মৃত্যুই আমাদের অনিকেত প্রান্তর?
একটু আর্টসেলের অনিকেত প্রান্তরের গানের কথা তারপর আমার কিছু কথা বলব আপনাদের।
অনিকেত প্রান্তর – আর্টসেল
“তবুও এই দেয়ালের শরীরে-
যত ছেঁড়া রঙ, ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা,
তোমার চেতনার যত উদ্ভাসিত আলো-
রঙ আকাশের মতন অকস্মাৎ নীল,
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ,
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে…
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে,
বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ…
তবুও এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়,
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়।
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস,
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে…
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ…
তবুও এই দুটি কাঁটাতার এ শহরের মত করে ভিড়ে ভরে গেছে,
ঘুম আমার অচেতন কখন বেওয়ারিশ মাটির কাছে এসে
সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে…
তবুও এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে,
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙে না দুটো দেশে।
মেঘের দূরপথ ভেঙে
বুকের গভীর অন্ধকারে আলোর নির্বাসন,
স্মৃতির মতন অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে।
এখানে সরণির লেখা নেই নাম কোন শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর,
জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা এখানের নির্জন অনিকেত প্রান্তর..
তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর-
ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা,
মানুষের দেয়ালে দেয়ালে বেঁড়ে ওঠে কাঁটাতার
এখানে এ মহান মানচিত্রের ভাগাড়।
তোমার শূন্যঘরে ভরা স্মৃতি,
জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী।
জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ,
বিঁধে আছি সময়ের কাঁটাতারে,
বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি..
তোমার স্বপ্নের দলা পাকানো বাসি কবিতা নষ্ট করে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ তবুও অনিকেত এই প্রান্তরে..
এখানে এখনও শরতের প্রচুর বাতাসে,
সবুজের ঘ্রানে ভরে আছে অন্ধকার এ ঘর
তোমার দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত…
তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন
ঘুমের মত নেশাময় কত কত শিশু,
কত আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়।
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে দূরের স্বপ্নঘর,
ঝুলে আছি নির্জনতায়,
মৃত্যু কি অনিকেত প্রান্তর?”
আমার কিছু কথাঃ
অনিকেত প্রান্তর বলতে আসলে কি বুঝায়? নো ম্যানস ল্যান্ড? তাও হতে পারে। তবে এই গানে আর্টসেল যে অনিকেত প্রান্তরের কথা বলেছেন তা কি ইহজাগতিক আর মৃত্যুর পরের জীবনের সন্ধিক্ষণের কথা বুঝিয়েছেন? আমারও তাই মনে হয়। গানের শেষ লাইনেই বলে দিচ্ছে প্রশ্নের উত্তর যে লাইন কে আমি পোস্টের শিরোনাম করেছি। ‘মৃত্যুই কি অনিকেত প্রান্তর’?
এই গানে আমি এতোটাই বিমুগ্ধ যে আমি কোন সমালোচনায় যেতে চাই না মিঃ কেবল পাঠকদেরকে শেষ লাইনটুকুর উত্তর দিতে বলব।
আর মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণের এই অনিকেত প্রান্তরই মানুষকে আগামীর দিকে নিয়ে যায়। তাই অনিকেত প্রান্তরের প্রেরণায় সভ্যতার সাথে থাকবো আগামীর পথে সভ্যতার বিনির্মাণে।
আর্টসেল ভক্তদের জন্যে সুখবর। নতুন লাইন আপ নিয়ে মঞ্চে ফিরছে প্রিয় এই ব্যান্ড আর তাদের তৃতীয় এ্যালবাম আসছে শীঘ্রই। will i gain or lose weight on zoloft
চাতক পাখি বলছেনঃ
এইটা আমার জীবনের প্রথম ব্লগ পোস্ট। আমার এই ছোট্ট জীবনে কতবার এই গানটা শুনেছি তার কোন হিসেব নেই। আমি আপনাদের মত পোস্ট হয়তো লিখতে পারব না তবে যা পারব আর করব তা হচ্ছে বিশুদ্ধতার সন্ধানে অনর্গল প্রশ্ন করে যাওয়া।
আশাকরি সবাইকে সভ্যতার এগিয়ে যাওয়ার পথে আমার প্রশ্নবাণের সাথে থাকবেন
:> :> :> :> :> :> :>
দুরন্ত জয় বলছেনঃ
/// যা পারব আর করব তা হচ্ছে বিশুদ্ধতার সন্ধানে অনর্গল প্রশ্ন করে যাওয়া।///- এটা ক জন পারে। প্রশ্ন করে যান। প্রশ্ন আসলে উত্তরও এক সময় আসবে।
চাতক পাখি বলছেনঃ
:”> :”> :”> :”> :”>
:এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :ফুর্তি: :ফুর্তি: :ফুর্তি:
অংকুর বলছেনঃ
আমারও অনেক পছন্দের গান :-bd :-bd accutane prices
চাতক পাখি বলছেনঃ
ধন্য্যবাদ %%- %%- %%- %%-
কিন্তু আমার প্রশ্নের উত্তর কি পাব না?
‘মৃত্যুই কি অনিকেত প্রান্তর’?
শেহজাদ আমান বলছেনঃ
আরটসেল এই একটা গান দিয়েই আরও অনেকদিন টিকে থাকবে!
চাতক পাখি বলছেনঃ
এইটা ভুল বললেন। আর্টসেলের টিকে থাকার জন্য অনেক গান আছে। X( X( X( X( X( X( X(
এমন কি দুইটা এ্যালবাম আর বেশ কিছু মিক্সড এ্যালবামে এতো চমৎকার গান কেউ উপহার দেয় নি বাংলা সঙ্গীতকে।
দুরন্ত জয় বলছেনঃ
গানটা ভাল।
আপনাকে সভ্যতায় স্বাগতম!
চাতক বলছেনঃ
আপনাকেও %%- %%- %%- %%- %%-
ফাতেমা জোহরা বলছেনঃ
private dermatologist london accutaneসভ্যতায় স্বাগতম … :গোলাপ নিন: :চলেন চা খাই: :গোলাপ নিন: :)>- doctorate of pharmacy online
চাতক বলছেনঃ
আপনাকেও %%- %%- %%- %%- %%- %%- এবং :গোলাপ নিন: :গোলাপ নিন: :গোলাপ নিন: :গোলাপ নিন: :গোলাপ নিন: শুভেচ্ছা
তারিক লিংকন বলছেনঃ
আমি কেবল জানতাম আমাদের র্যাগেই ২০০৭ সালে আর্টসেল পুরা ১৬ মিনিট ২০ সেকেন্ড গানটি গাইছে!! এখন দেখি এইখানেও… এই দ্বিতীয় ভিডিওর লিংকটি কোন প্রোগ্রাম এর?
আপনি মানুষ ভাল না!! ভার্সিটি লাইফের কথা মনে করিয়ে দিছেন…
তবে আপনার প্রশ্নের উত্তর আসলেই আপেক্ষিক!! একেক জনের কাছে একেক উত্তর আর কেউ তা প্রকাশে ইচ্ছুক না!!! আপনার প্রশ্ন ভাল লেগেছে!
:দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি: :কুপায়ালাইছ মামা-ভিক্টরি:
অনেক সময় প্রশ্নই সবচে ভাল উত্তর দিয়ে থাকে!!
চাতক পাখি বলছেনঃ
:এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :এতো দিন কই ছিলি?: :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি: :দে দে তালি:
দ্যা ডার্ক নাইট বলছেনঃ
cialis new c 100চাতক বলছেনঃ
উত্তর কিন্তু পাইলাম না।
তবুও ধন্যবাদ %%- %%- %%-
দ্যা ডার্ক নাইট বলছেনঃ viagra in india medical stores
সবকিছুর উত্তর খুঁজতে নাই, কিছু ব্যাপার না হয় অনুভবের জন্য তোলা থাকুক