নস্টালজিয়া
154 cialis new c 100
বার পঠিতশৈশব যেন আরেকবার ফিরে আসে-
কাঁদছে মন বড় হবার ফাঁদে ফেঁসে।
অলস দুপুরে আধো তন্দ্রা ঘুম ভেঙে about cialis tablets
রৌদ্রস্নানে আমি আর গঙ্গাফড়িঙে
কাটিয়ে দিয়েছি কত বেলা,
জগত তখন কেবলই খেলা।
স্বাধীনচেতা শৈশব মন যা খুশি চায়। viagra in india medical stores
মাথায় ছিল না বোঝা, কর্তব্যের দায়।
পাপেরা আমায় ভাবত বুঝি অচ্ছুৎ।
গল্পে ছিল পরী, দৈত্যি-দানো, ভূত
হারিয়ে গেল কোন দেশে-
কৈশোর যেন আরেকবার ফিরে আসে-
কাঁদছে মন বড় হবার ফাঁদে ফেঁসে।
বৃষ্টি মানে কাদা মেখে বল নিয়ে ছোটা -
পুকুরে সাঁতার, ঝাঁপাঝাঁপি,মজা লোটা।
যুক্তিহীন সেই সময় আবেগের, viagra en uk
অর্থহীন কাজ, শুধু অপেক্ষা ডাকের। can levitra and viagra be taken together
ক্লাসের শেষে বন্ধু, আড্ডা আর হইচই-
গল্প-গানে রাত কাটানো সময়গুলো কই?
পাষাণ সময় তুমি নিষ্ঠুর বড়, doctus viagra
স্মৃতি আঁকড়ে জড়িয়ে ধর-
নস্টালজিয়ার ভেলায়; সময়স্রোতে ভেসে venta de cialis en lima peru
দিনগুলো যেন আরেকবার ফিরে আসে।
কাঁদছে মন বড় হবার ফাঁদে ফেঁসে।
-মিনহাজ উদ্দিন শিবলী
০৪/০৬/২০১৫
কোলাহল
Mohd Shahanoor Alam Bhuiyan Titu @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
shapan @ প্রসঙ্গ নারী : ধর্মীয় আর সামাজিক বর্বর আইন নারী খৎনা Female Circumcision
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas