প্রশ্ন?
226
বার পঠিত puedo quedar embarazada despues de un aborto con cytotecকখনো কি একটু বিবেচনা করে দেখেছেন যে আপনি বিশ্বাসী কেন? কখনো কি চিন্তা করেছেন, যে ধর্মকে আপনি বিশ্বাস করবেন বলে বেছে নিয়েছেন টা আপনি কেন বেছে নিয়েছেন? চিন্তা করেছেন কেন কার্মা অথবা পুনর্জন্মের বিশ্বাসকে বাদ দিয়ে শাশ্বত পরিত্রাণের একমাত্র অবলম্বন হিসেবে যীশু খ্রীষ্টকে বেছে নিয়েছেন? কেন আপনি গৌতম বুদ্ধের চারটি পবিত্র সত্যকে ভুল বলে মেনে নিয়ে একমাত্র আল্লাহকেই সত্য ঈশ্বর এবং মুহাম্মদ তাঁর নবী হিসেবে বিশ্বাস করেন? কেন আপনি তওরাতকে আকড়ে ধরে পড়ে থাকেন ঈশ্বরের প্রকাশীত একমাত্র কিতাব হিসেবে, এবং অস্বিকার করেন ভগবত গীতাকে? কখনও ভেবে দেখেছেন আপনার ধর্মের বর্ণনায় তুলে ধরা স্বর্গের গঠন এবং উপাদান গুলোর সাথে কেন এই পৃথিবীর এত মিল? কখনো ভেবেছে কেন আপনার ধর্ম গ্রন্থে বর্ণনা একটি নিদৃষ্ট কাল এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ? কেন আপনার দেবতাদের চেহারা আপনারই মত অথবা আপনারই আসেপাশের পশু পাখির মত? একটু সন্দেহজনক বলে মনে হয়না যে আপনি আপনার ধর্মে বিশ্বাসী ঠিক এইজন্যে নয় যে আপনার ধর্মের গুণাবলী অন্য ধর্মের থেকে বেশি, অথবা আপনার ধর্ম প্রমাণ সমর্থন কিংবা আপনার ধর্মের নৈতিক অভিব্যক্তি অতুলনীয়, নাকি আপনিও এই বাস্তব সত্যকে স্বীকার করেন যে আপনি আপনার ধর্মে আস্তিক কারণ আপনার পূর্বপুরুষও ঠিক একই ধর্মে ধার্মিক? কখনো কি মনে হয়নি যে আপনি খৃস্টান কারণ আপনার আমেরিকায় জন্ম, আপনি মুসলিম কারণ আপনার সৌদি আরবে কিংবা ইন্দোনেশিয়ায় জন্ম, আপনি বৌদ্ধ কারণ আপনার জাপান কিংবা চীনে জন্ম অথবা আপনি হিন্দু কারণ আপনার ভারতে জন্ম? আপনি কি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে আপনার জন্ম অন্য কোনো ধর্ম বিশ্বাসীর ঘরে জন্ম হলে আপনি ওই ধর্মে বিশ্বাসী হতেন না? পৃথিবীতে কি কোন শিশু ধার্মিক হয়ে জন্ম নিয়েছে, নাকি বাবা-মার চাপিয়ে দেয়া ধর্মে সে ধার্মিক হয়ে বেড়ে উঠেছে? নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন যে পৃথিবীতে এত ধর্ম থাকতেও কোন যুক্তিতে ধার্মিকেরা শুধু নিজের ধর্মকেই সঠিক বলে দাবি করে? কখনো কি মনে হয় না যে আপনি যে ঈশ্বরকে সঠিক বলে বিশ্বাস করছেন সে যদি ভুল ঈশ্বর হয়ে থাকে তবে আপনার কি হবে? কখনো মনে হয়না যে ভুল স্রষ্টাকে উপাসনা করার থেকে কোন ঈশ্বরে বিশ্বাস না করা উত্তম?
কোলাহল
Mohd Shahanoor Alam Bhuiyan Titu @ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীকদের তালিকা
shapan @ প্রসঙ্গ নারী : ধর্মীয় আর সামাজিক বর্বর আইন নারী খৎনা Female Circumcision
Mkjk @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
পারভেজ আহমেদ @ বাংলা কবিতায় ছন্দ কত প্রকার ও কি কি?
Md forid mia @ পা চাটা কুত্তার জলকেলি
Juel @ বিদ্রোহী কবি নজরুল ; একটি বুলেট কিংবা কবিতার উপাখ্যান
Juel @ জলচর মৎস্য হতে স্তন্যপায়ী মানুষ; বিবর্তনবাদের মহা নাটকীয়তার পরিণতি
Ask2ans @ The Boy In The Striped Pajamas