একটি কেইস স্টাডি ও কিছু প্রশ…
281
বার পঠিতসোশ্যাল হিষ্ট্রি এর উপর ক্লাস চলছে। টপিক জেন্ডার ডিশক্রিমিশন ইন পাস্ট। এই টপিকের উপর আজ দ্বিতীয় লেকচার। সিজি হ্য্যনরি আগের লেকচার-এ যা বলেছেন তা শোনার পর ছাত্রদের বিস্ময়ের যেন সীমা ছিল না। করুণ কণ্ঠে নিজ অজান্তেই বেরিয়ে এসেছিল ‘এমন বর্বর কি করে হয়, মানুষ!’
“বর্তমানে অন্যান্য অনেক ভেদাভেদ দূর হয়েছে। সকলের পরিচয় সে মানুষ। তবে নৃতাত্ত্বিক ভাবে যে সংস্কৃতি আছে তা ধরে রেখেছে সবাই। এখন আমরা যে সময়কার ঘটনা নিয়ে স্টাডি করবো তখন এমন ছিল না, ভেদা ভেদ ছিল অনেক। বিভিন্ন নামের বিভিন্ন ঢং-এর ভেদাভেদ।
আজ বিজ্ঞান পূর্ব ১৫০০০ বছর আগের একটি ঘটনা নিয়ে স্টাডি হবে। তখনকার সময়কে খ্রিষ্টাব্দ হিসেবে গণণা করা হত। ২০১৫ খ্রীষ্টাব্দ ছিল। বাংলাদেশ নামক ভুখন্ডের নৃতাত্ত্বিক এক উৎসব নববর্ষের দিনকার এক ঘটনা আজকের আলোচনার বিষয়। বিশ্ব বিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রতিবারের মত সেবারও নেমেছিল গণ মানুষের ঢল। এ ভিড়ের মাঝে কিছু মানুষরুপী পশুও মিশে ছিল। তারাই ইতিহাসের এই লজ্জাজনক নিন্দনীয় ঘটনার জন্মদিয়েছিল”। doctus viagra
সিজি হ্যনরি ক্লাসে বলে যাচ্ছেন। পিন পতন নিরবতা। সবাই আগ্রহের সাথে মনোযোগ দিয়ে শুনছে…
“যেহেতু লিঙ্গ ভেদ নিয়ে আলোচনা হচ্ছে, এখানে একটি কথা না বললেই নয়- তখন কমন জেন্ডার বা সিজিদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়া হলেও, ‘মানুষ’ হিসেবে খুব কম লোকেই মেনে নিয়েছিল এদের। কেউ ঈশ্বরের আশীর্বাদ কেউ আবার অভিশাপ হিসেবে দেখতো সিজিদের। লিঙ্গ বৈশম্যের মর্মান্তিক স্বীকার এরা। শুধু এরাই নয় লিঙ্গ বৈশম্যের আরেক স্বীকার হল নারী। পুরুষেরাই সর্বেসর্বা ছিল। মুখে অনেক পুরুষই নারী বন্দনা করলেও মনে মনে নারীদের চাইতো দাস হিসেবে। বিভিন্ন বিধি নিষেধের নামে তাদের বন্দি করে রাখা হত, বাধা হত অদৃশ্য শেকলে”
সিজি হ্যনরি কিছুক্ষন থামলেন, শিক্ষার্থীদের একজন বলে উঠলেন- “ছিঃ! ওরা এমন ছিল! বিজ্ঞান পূর্ব এই মানুষেরা না নিজেদের সভ্য বলে দাবী করতো, এই কি সভ্য এর নমুনা?”
তিনি এ নিয়ে কিছু বললেন না, তার লেকচার এগিয়ে গেলেন-
“আমরা আজ ঠিক যে ঘটনাটি নিয়ে স্টাডি করব তা নিয়ে একটি উদ্ধৃতি দিচ্ছি ‘আমরা মুখে বলি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আর আমরা এই মায়েদের(নারীদের) সর্বোচ্চ সম্মান দেই তাদের বিবস্ত করে’
সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো কি ঘটেছিল সেদিন। হ্যাঁ, মানুষরূপী কিছু পশু সেদিন দলবদ্ধ ভাবে কয়েক দলে ভাগ হয়ে বিবস্ত্র করেছিল জন কয়েক নারীকে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল এ ঘটনার পর কিছু লোক বলেছিল এর জন্য নাকি দায়ী ছিল সেই বিবস্ত্র হওয়া নারী গুলোই! তাদের তথা কথিত অশালীন পোষাকই নাকি এর জন্য দায়ী! যেহেতু তখনকার পশ্চাৎপদ সমাজ নানা গোড়ামিতে পূর্ন ছিল লাঞ্চনার স্বীকার হওয়া কোন নারীই আর পরে প্রতিবাদ করতে আসে নি। ধারণা করা হয় অনেকেই হয়তো আত্মহত্যাই করেছিল” একটা দির্ঘশ্বাসের পর আবার শুরু করলেন- “কারো কোন প্রশ্ন আছে এ পর্যন্ত?”
একজন ছাত্র প্রশ্ন করলো – “অশালীন পোষাক বলতে কি বোঝানো হয়েছে?”
“তখনকার সময়ে বিশেষ করে নারীদের পোষাক পরার স্বাধীণতা ছিল না। তাদের শরীরের সব অঙ্গ ঢেকে রাখার বিধান ছিল। শুধু চোখ খোলা থাকবে আর কিছুই না। এর ব্যতিক্রম হলেই অশালীন বলতো। কিন্তু বাস্তবিক অর্থ পুরুষ শাসিত তখনের সমাজে নারীর সব কিছুতেই দোষ খোজা হত তাই ঠিক কি অশালীন তার সঙ্গা দেয়া কঠিন” zovirax vs. valtrex vs. famvir
সিজি হ্যানরির উত্তর শুনে সবাই যেন আতকে উঠলো, ছাত্রটি আবার প্রশ্ন করলো “এমন বাধা দেয়া হত কেন?
“তখন পুরুষেরা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারত না, তারা যে কারো সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হত”
ক্লাস টাইম শেষ উত্তর দিয়ে তিনি বেরিয়ে গিয়েছেন।
আরও একজন ছাত্রের মনে একটি প্রশ্ন জেগেছে- “ পুরুষেরা তো নিজেদের উপর নিয়ন্ত্রণ করতে না পেরে নারীর উপর সব চাপিয়ে দিয়েছে, এ কেমন যৌক্তিক কাজ! কুকুর যদি পাগল হয় তবে সমাধান তো কুকুরের গলায় দড়ি পরানো, মানুষই যদি কুকুরের জন্য বের হওয়া বন্ধ করে তবে কি কোন সমাধান হল!”
শেষ সময়ে অনেকেই প্রশ্ন করতে চেয়েছিল, পারে নি তারাও বাচিয়ে রেখেছে প্রশ্ন গুলো। আগামী ক্লাসেই করবে…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
about cialis tabletsবানানগুলোর দিকে একটু মনোযোগ দিলে পারফেক্ট হত জয় সাহেব… আর লেখাটা তাড়াহুড়ার উপর লিখেছেন নাকি? অসমাপ্ত মনে হল… thuoc viagra cho nam
দুরন্ত জয় বলছেনঃ
nolvadex and clomid pricesহুম তাড়াহুড়ো বলা চলে… আর না লিখতে লিখতে অবস্থা খারাপ…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কিরন শেখর বলছেনঃ
ভাবনা টা ভালো। তবে আরো কাজ করার সুযোগ আছে। ভ্যবিষতের প্রযুক্তি পারিপার্শ্বিকতা এসব। তবে আমার ভাল লেগেছে। বিষেষ সোশ্যাল হিস্ট্রি টার্ম টা। গুড। ক্যরি অন।
দুরন্ত জয় বলছেনঃ missed several doses of synthroid
will i gain or lose weight on zoloftহাতে জং ধরে গেছে দাদা…
কিরন শেখর বলছেনঃ
can levitra and viagra be taken togetherচালিয়ে যাও। জং ধরলে এটা লেখা সম্ভব ছিল না। capital coast resort and spa hotel cipro