অমানুষই রয়ে গেলাম
বার পঠিত will metformin help me lose weight fastআমি সেই নটরাজ বিদ্রোহী কাল পুরুষ
যে মাতৃগর্ভ থেকে পতিত হয়েছিল সেদিন
চিৎকার করে জানান দিয়েছিল তোমাদের
শুধু মাত্র একজন পরিপূর্ন মানুষ হবো বলে।। achat viagra cialis france
আমার চিৎকারে উৎফুল্ল হয়েছিলে তোমরা
সাদরে গ্রহন করেছিলে বুকে টেনে নিয়ে
আজ আবার তোমরাই ফেলে দিচ্ছ হিংস্রতায়
আহঃ মানবতা !! বাহঃ মানবতা !!
অস্তিত খুঁজে বেড়াই চির নীরবতায়।।
বেড়ে উঠেছি হাজারো গন্ডি পেড়িয়ে
পায়ে পড়েছি তোমাদের শিকল
তবুও দিয়েছি সবটুকু ভালোবাসা
নিজেকে করেছি ব্যাবচ্ছেদ
শুধু মাত্র তোমাদের হিংস্রতায়।।
আমি চুপ করে থাকিতে চাহিয়াও
চুপ করাতে পারি নাই আমাকে
শুধু একটি বার মানুষ হবো বলে
চিৎকার করে কাঁদিতে চাই আরো একবার।।
নিষ্ঠুর প্রকৃতি আমায় করেছে লালন
পুড়ে রেখেছে সমাজের নিষ্ঠুর অন্ধতায়
কেড়ে নিয়েছে বাক স্বাধীনতা
হনন করেছে আমার আমিত্বকে
আহঃ মানবতা !! বাহঃ মানবতা !!
অস্তিত খুঁজে বেড়াই চির নীরবতায়।।
আরো একটি বার চিৎকার করে বলিতে চাই আমি
মানুষ হবার নামে চিরটাকাল অমানুষই রয়ে গেলাম।। can your doctor prescribe accutane
মিনহাজ শিবলী বলছেনঃ half a viagra didnt work
zovirax vs. valtrex vs. famvirআহঃ মানবতা! বাহঃ মানবতা!
বিজয় বলছেনঃ