অমানুষই রয়ে গেলাম
230
বার পঠিতআমি সেই নটরাজ বিদ্রোহী কাল পুরুষ
যে মাতৃগর্ভ থেকে পতিত হয়েছিল সেদিন
চিৎকার করে জানান দিয়েছিল তোমাদের
শুধু মাত্র একজন পরিপূর্ন মানুষ হবো বলে।।
আমার চিৎকারে উৎফুল্ল হয়েছিলে তোমরা
সাদরে গ্রহন করেছিলে বুকে টেনে নিয়ে
আজ আবার তোমরাই ফেলে দিচ্ছ হিংস্রতায়
আহঃ মানবতা !! বাহঃ মানবতা !!
অস্তিত খুঁজে বেড়াই চির নীরবতায়।। viagra in india medical stores
বেড়ে উঠেছি হাজারো গন্ডি পেড়িয়ে
পায়ে পড়েছি তোমাদের শিকল
তবুও দিয়েছি সবটুকু ভালোবাসা
নিজেকে করেছি ব্যাবচ্ছেদ
শুধু মাত্র তোমাদের হিংস্রতায়।।
আমি চুপ করে থাকিতে চাহিয়াও
চুপ করাতে পারি নাই আমাকে
শুধু একটি বার মানুষ হবো বলে
চিৎকার করে কাঁদিতে চাই আরো একবার।। wirkung viagra oder cialis
নিষ্ঠুর প্রকৃতি আমায় করেছে লালন
পুড়ে রেখেছে সমাজের নিষ্ঠুর অন্ধতায়
কেড়ে নিয়েছে বাক স্বাধীনতা
হনন করেছে আমার আমিত্বকে
আহঃ মানবতা !! বাহঃ মানবতা !!
অস্তিত খুঁজে বেড়াই চির নীরবতায়।।
আরো একটি বার চিৎকার করে বলিতে চাই আমি
মানুষ হবার নামে চিরটাকাল অমানুষই রয়ে গেলাম।।
মিনহাজ শিবলী বলছেনঃ
আহঃ মানবতা! বাহঃ মানবতা!
বিজয় বলছেনঃ