আমার ফটোগ্রাফার
365
বার পঠিতব্যাগ থেকে ক্যামেরা বের করতে সেদিন তার সময় লেগেছিল পাঁচ মিনিট। লেন্স ঠিক করে ক্যামেরা হাতে দাঁড়াতে আরও অনেকক্ষণ। তারপর একের পর এক সমস্যা। হয়তো ব্যাগ থেকে পড়ে গিয়েছে কোন লেন্স; অথবা ছবি তোলার মাঝে আমার চোখ বন্ধ। এরকম আরও অনেক কিছু। তার উপর সময় নিয়ে ছিল ওর অসীম তাড়াহুড়ো। ছবি তোলার সময় ক্যামেরার ফ্ল্যাশ নিয়ে যার সমস্যা, তার আরও অনেক সমস্যা। যে ছবিটি তুলতে চাচ্ছে তার ফ্রেমটি ঠিক করা যাচ্ছে না, হয়তো আমি একটু নড়েছিলাম; তা নিয়েও তার কপালের মাঝে স্পষ্ট বিরক্তির ছাপ। আমার অসাধারণ নদীটির একটিও ছবি তুলতে যে কোনও আগ্রহ বোধ করেনি-সেই অদ্ভুত ছেলেটি “আমার ফটোগ্রাফার”। আমার তোলা ছবি নিয়ে যে বের করে হাজার গণ্ডা ভুল- সেই মানুষটিই “আমার ফটোগ্রাফার”। দেশের জানাশোনা ফটোগ্রাফার লিস্টে হয়তো সে এখনো নেই-তবে আমার কাছে সে-”আমার ফটোগ্রাফার”। যার ফটোগ্রাফির কথা ভাবতেই আমার ছোট্ট করে মুচকি হেসে চোখ বন্ধ করতে বেশ ভালো লাগে। যার তোলা ছবির নাম দিতে হবে এই ভেবে আমি সারারাত dictionary তে চোখ রেখেছি, যার ছবির ছোট কোনও ভুল বের করে অনেক হেসেছি অথবা অদ্ভুত চোখে তাকিয়ে দেখেছি যার একের পর এক ছবি । যার তোলা বিড়ালের ছবি “Adorable Eyes” এর দিকে যতবার তাকাই ততবার আহ্লাদি হয়ে যাই অথবা যার ছবি “Man On Fire” দেখে আমি ক্লাশ ফাটিয়ে “wow” চিৎকার করে স্যারের বকা শুনেছি, যার ছবি দেখে আমি নস্টালজিক হই-সেই ফটোগ্রাফারটিই “আমার ফটোগ্রাফার।”
ছবি তোলার প্রতি তার আকর্ষণ, মনোযোগ ও ছবি তোলার পর তার আনন্দ তার অনেক লেন্সের অভাব দূর করে দেয়। ছবির প্রতি তার মায়া, ক্যামেরাটা কে বাচ্চার মত আদর করে যত্নে রাখা, ছবিতে perfection আনার জন্য তার ধৈর্য্য ও অপেক্ষা আমার কাছে এবং হয়তো আমার মতো আরও অনেকের কাছে তার ছবি আরও বেশি সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে, যার দিকে তাকালেই বুঝা যায় ফটোগ্রাফারের পরিশ্রমের কথা। আমার ফটোগ্রাফারের তোলা ছবি তাই আমার কাছে “পৃথিবী শ্রেষ্ঠ” ছবি হয় সময় সময়ে। সেগুলো দেখলে কে বলবে ছবি তোলার পেছনে তার কোনও প্রাতিষ্ঠানিক চর্চা নেই! হ্যাঁ , “Creative By Born” ফটোগ্রাফারটিই “আমার ফটোগ্রাফার”। আমার ফটোগ্রাফারের তোলা ছবিগুলো দেখার সময় ছবিটির subject দেখার সাথে সাথেই আমার কল্পনায় আসে ছবিটির ফটোগ্রাফারের কথা, তার হাতে ক্যামেরার কথা, ছবি তোলার সময় তার movement এর কথা, কপালে চিন্তা রেখার ভাঁজের কথা আর ছবি তোলার পর ছবি দেখে তার একটু খানি হাসির কথা; বিশেষত ছবি দেখার সময় শুধু ছবি নয় আমি একই সাথে দেখি ছবির ফটোগ্রাফারটিকে। তাই হয়তো সে “আমার ফটোগ্রাফার।”
রাত জেগে তার প্রতিদিন ছবি নিয়ে কাজ করা আমাকে যতটা না বিরক্ত করে, তার চেয়ে হাজার গুণ বেশি তার জন্য ভালো লাগা সৃষ্টি করে। ছবি নিয়ে ব্যস্ত সে আর আমি ব্যস্ত তার জন্য অপেক্ষা নিয়ে। এই হল- “আমার ফটোগ্রাফার”।
আমার ফটোগ্রাফার বেশ অভিমানীও বটে। ওর ছবি “Man On Fire”-ছবিটিই যে আমার সবচেয়ে পছন্দের ছবি এটি হয়তো সে এখনো বোঝে না। এরই জন্য হয়তো ওর তোলা ছবি ও ছবির ফটোগ্রাফারটিকে আমি অনেকদিন দেখি না। এসব অনেক মিস করি-ওর তোলা ছবি অনেক মিস করি, ছবির দিকে তাকিয়ে ছবির ফটোগ্রাফারের কথা ভাবা অনেক মিস করি। যেই ফটোগ্রাফারের তোলা সব ছবি আমার নিজের মনে হয়, সেই আমার ফটোগ্রাফারটিকে অনেক মিস করি।
আমার ফটোগ্রাফারের তোলা ছবি আমি অনন্তকাল ধরে দেখতে চাই, যতদিন ছবি দেখে শেষ হবে না, ততদিন রাত হবে না। আমার ফটোগ্রাফারের আমার জন্য ছবি তোলাও শেষ হবে না।
জন কার্টার বলছেনঃ
গল্পের থেকে বর্ণনা মূলক কোন কাহিনী বলে বেশি মনে হয়েছে! গল্পের ফ্লেভার টা ঠিক মতো আসে নি! শুভ কামনা পরের গল্পের জন্য!
আর সভ্যতায় স্বাগতম! …
ফারিয়া রাহমান বলছেনঃ
prednisone side effects moon faceThanks for your comment. But it wasn’t a story, rather than that we can call it an abstract memory mendor.
cialis 20 mg prix pharmacie
অপার্থিব বলছেনঃ
এটা যেহেতু বাংলা ব্লগ, মন্তব্য প্রদান করতে চাইলে সেটা অন্তত বাংলায় লেখার চেষ্টা করুন। অযাচিত উপদেশ প্রদান করায় দুঃখিত, আশা করছি কিছু মনে করবেন না …
তারিক লিংকন বলছেনঃ
বিভাগ কিন্তু প্রবন্ধ দেয়া আছে!
বিভাগ যাই হোক বর্বণাশৈলীতে স্বকীয়তা আছে।
আমার ভালই লাগলো, লিখা চালিয়ে যান…
আমাদের সমস্যা হচ্ছে কি আমরা প্রথাগত কাঠামোর বাইরে ভাবতে পারি না, নিতে পারি না। জানিনা পোস্ট কর্তা ঠিক কি বোঝাতে চেয়েছেন? ভাবটা খুব একটা স্পষ্ট না তবে একজন স্বপ্নিল ফটোগ্রাফারের প্রতি তার আকুতি এবং অবজারবেশনগুলো বেশ লক্ষণীয়। exact mechanism of action of metformin
মাশিয়াত খান বলছেনঃ
নতুন কিছুকে গ্রহন করার ক্ষেত্রে ভাল মন বিবেচনাটাই মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। আমি তেমন তাতপর্যপূর্ণ কিছু পাইনি বলে গ্রহন করিনি। প্রথাগত কাঠামো ভাঙ্গতে গিয়ে যেকোন পরিবর্তনই মেনে নেয়া যায় না।
অংকুর বলছেনঃ
ফটোগ্রাফির কিছু হবে ভেবে পড়তে এসেছিলাম। এসে দেখি, এইটা তো প্রেমের গল্প। যাইহোক,লেখার ধরণ ভাল আছে। আপনি গল্প লেখা শুরু করুন। ভাল লেখা পাব আশা করি।