চলো অপঘাতে মরি
426
বার পঠিতচলো আমরা অপঘাতে মরি,
চারদিকে যে আজ খুনিরা ঘুরে বেড়ায়।
চলো আমরা রাজপথে, চুমু খাই জ্যোৎস্নায়;
শুনেছি সেখানেও একদিন মানুষের কোলাহল ছিল,
তবে এখন শুধু খুনিরা ঘুরে বেড়ায়।
রাত রূপালী হলে সহজেই তোমার ঠোঁট ছুঁয়ে দেব,
তারপর কোমর ছুঁয়ে দিতেই যে নেমে আসবে আদিম প্রেম,
ভেবো না জ্ঞানের আশির্বাদ গান গেয়ে উঠবে আমাদের পাশে।
যে আগুন চেয়েছিলাম তা এসে দিয়ে দেবে যৌনতার আদিম পরশ। viagra lowest price
ভেবো না,
হাসপাতালের বার্ণ ইউনিটে আর আসন খালি নেই।
আমাদের নিয়ে তেমন টানাহেঁচড়া হবে না,
শকুনগুলোতে গুম করে দেবে। pastilla generica del viagra
একবার যে তুমি বলেছিলে, চলো গুম হয়ে যাই!
তখন সেই স্বপ্নও পূরণ হবে।
ভেবো না
আমাদের প্রেম, দেহের যৌনতা পৃথিবীর রক্তখেলায় বিলীন হয়ে যাবে।
তুমি যে একবার বলেছিলে, চলো বিলীন হয়ে যাই!
১৬১১৫, ঢাকা।
পারভেজ এম রবিন বলছেনঃ
অ-সা-ধা-র-ন cialis online australia
শ্যাম পুলক বলছেনঃ
অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
ফাতেমা জোহরা বলছেনঃ pills like viagra in stores
খুবই ভালো লাগলো, আমি দুইবার পড়ার পরেও আবারো পড়তে ইচ্ছে হচ্ছে। চমৎকার, চমৎকার…
শ্যাম পুলক বলছেনঃ
যতবার ইচ্ছে পড়তে পারেন। এর জন্মই হয়েছে পড়ার জন্য। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
দুরন্ত জয় বলছেনঃ
অসাধারণ… নির্বাচিত করার আবেদন জানাচ্ছি…
শ্যাম পুলক বলছেনঃ
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
cialis 20 mg prix pharmacieঅসাধারণ
acquistare viagra online consigli
শ্যাম পুলক বলছেনঃ
মিনহাজ শিবলী বলছেনঃ
ভাল লাগল
তারিক লিংকন বলছেনঃ
আসলেই… অনবদ্য! অনেকগুলো লাইনই বাঁধিয়ে রাখবার মত…
বিজয় নিশান বলছেনঃ
ভেবো না
আমাদের প্রেম দেহের যৌনতা পৃথিবীর রক্ত খেলায় বিলীন হয়ে যাবে
তুমি যে একবার বলেছিলে বিলীন হয়ে যায়।