চলো অপঘাতে মরি
426
বার পঠিতচলো আমরা অপঘাতে মরি,
চারদিকে যে আজ খুনিরা ঘুরে বেড়ায়।
চলো আমরা রাজপথে, চুমু খাই জ্যোৎস্নায়;
শুনেছি সেখানেও একদিন মানুষের কোলাহল ছিল,
তবে এখন শুধু খুনিরা ঘুরে বেড়ায়।
রাত রূপালী হলে সহজেই তোমার ঠোঁট ছুঁয়ে দেব,
তারপর কোমর ছুঁয়ে দিতেই যে নেমে আসবে আদিম প্রেম,
ভেবো না জ্ঞানের আশির্বাদ গান গেয়ে উঠবে আমাদের পাশে।
যে আগুন চেয়েছিলাম তা এসে দিয়ে দেবে যৌনতার আদিম পরশ।
ভেবো না,
হাসপাতালের বার্ণ ইউনিটে আর আসন খালি নেই।
আমাদের নিয়ে তেমন টানাহেঁচড়া হবে না,
শকুনগুলোতে গুম করে দেবে।
একবার যে তুমি বলেছিলে, চলো গুম হয়ে যাই!
তখন সেই স্বপ্নও পূরণ হবে।
ভেবো না
আমাদের প্রেম, দেহের যৌনতা পৃথিবীর রক্তখেলায় বিলীন হয়ে যাবে।
তুমি যে একবার বলেছিলে, চলো বিলীন হয়ে যাই!
১৬১১৫, ঢাকা। aborto cytotec 9 semanas
পারভেজ এম রবিন বলছেনঃ acheter cialis 20mg pas cher
অ-সা-ধা-র-ন
শ্যাম পুলক বলছেনঃ
অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো। ventolin evohaler online
ফাতেমা জোহরা বলছেনঃ
খুবই ভালো লাগলো, আমি দুইবার পড়ার পরেও আবারো পড়তে ইচ্ছে হচ্ছে। চমৎকার, চমৎকার…
শ্যাম পুলক বলছেনঃ online pharmacy in perth australia
যতবার ইচ্ছে পড়তে পারেন। এর জন্মই হয়েছে পড়ার জন্য। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
দুরন্ত জয় বলছেনঃ
doxycycline monohydrate mechanism of actionঅসাধারণ… নির্বাচিত করার আবেদন জানাচ্ছি… lasix tabletten
শ্যাম পুলক বলছেনঃ
free sample of generic viagraলাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
অসাধারণ
ampicillin working concentration e coli
শ্যাম পুলক বলছেনঃ
মিনহাজ শিবলী বলছেনঃ cialis 20 mg prix pharmacie
ভাল লাগল
sito sicuro per comprare cialis generico
তারিক লিংকন বলছেনঃ
আসলেই… অনবদ্য! অনেকগুলো লাইনই বাঁধিয়ে রাখবার মত…
বিজয় নিশান বলছেনঃ
ভেবো না
female viagra tablets online
আমাদের প্রেম দেহের যৌনতা পৃথিবীর রক্ত খেলায় বিলীন হয়ে যাবে
তুমি যে একবার বলেছিলে বিলীন হয়ে যায়।