সবাই পরস্পর ভাই ভাই
247
বার পঠিত zovirax vs. valtrex vs. famvirসূরা হুজুরাত -১০,
ﺇﻧﻤﺎ ﺍﻟﻤﺆﻣﻨﻮﻥ ﺇﺧﻮﺓ ﻓﺄﺻﻠﺤﻮﺍ ﺑﻴﻦ ﺃﺧﻮﻳﻜﻢ
ﻭﺍﺗﻘﻮﺍ ﺍﻟﻠﻪ ﻟﻌﻠﻜﻢ ﺗﺮﺣﻤﻮﻥ
অর্থ : মুসলমান/ মুমিনগণ পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন কর,আর আল্লাহকে ভয় কর, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়।
….আমার মনে হয়, এই তরজমাতে কোন গড়মিল আছে! কেননা,”হুজুর পাক হযরত মুহাম্মদ (সাঃ) “ওনার অনুসারী মুসলিমদের উদ্দেশ্য করে একটি বানীতে বলেছেন,
“হে মুসলিম, মানুষ কে ভালবাস, তোমার দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পায় এবং মানুষের উপকার করো, কারো অনিষ্ট /ক্ষতি করোনা”।
সুতরাং, এমন কেন নয়, “সমস্ত মানুষ পরস্পর ভাই ভাই”!!
শুধু মুসলমান মুসলমান ভাই ভাই নয়, বরং মানুষ মানুষ ভাই ভাই, এটাই আমার কাছে অঅধিকতর গ্’রহনযোগ্য, এবং এটাই হতে হবে আমাদের শ্লোগান ! তাহলেই হয়তো আমরা নিজেদেরকে প্রকৃত মানুষ বলে প্রতিষ্ঠিত করতে পারবো। নতুবা মানুষে মানুষে এই ভেদাভেদ থেকেই যাবে।
আল্লাহ”র সেরা-সৃষ্টি “মানুষ” এটাই তো ইসলাম ধর্মের বানী, তাহলে ইসলাম ধর্মের মানুষ মুসলমান ব্যাতিত ভিন্ন ধর্মে যারা আছেন তাঁরা কি মানুষ নন, তাঁরা কি আল্লাহ”র সেরা-সৃষ্টি “মানুষ” নন ? অথবা তাঁরা কি একই আল্লাহ”র সৃষ্টি “মানুষ” নন ??
যদি তা না-ই হবে তাহলে শুধু “মুসলমান মুসলমান ভাই ভাই” কেন ? কেন আমরা পৃথিবীর সমস্ত মানুষ ভাই-ভাই হতে পারি-না ? আমরা “মানুষ মানুষ ভাই ভাই” এবং এ-ই হতে হবে আমাদের পরিচয় ;…
…. ইন্ডিয়াতে একটা কথা শুনি, হিন্দুস্থান”
কেন!! ইন্ডিয়াতে কি শুধু হিন্দু ভাই-বোনেরাই আছেন? তাহলে কি ধরে নিব সেখানে কোন বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুসলিম ভাই বোন নাই!! যদি তাই না ই হবে, তাহলে কেন এই বিভেদ??…
ধর্মতো মানুষের জন্যই, ধর্ম এর অর্থ যদি জীবন বিধানই হবে, তাহলে সেটা কেন এমন মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টিতে মদদ জোগাবে !!!
#সত্তিকারের ধর্ম তো সেটাই,
যে পরশপাথর এর সংস্পর্শ পৃথিবীর সমস্ত মানবজাতিকে এক সূতোয় গাঁথবে, সব ভেদাভেদ ভুলিয়ে, যেখানে সবাই পরস্পর ভাই ভাই
দুরন্ত জয় বলছেনঃ metformin tablet
এইডা কি ছিল??
মিনহাজ শিবলী বলছেনঃ
হিন্দুস্তান শব্দের আক্ষরিক অর্থ “সিন্ধু নদের দেশ” । হিন্দুস্তান নামটি এসেছে ফার্সি শব্দ “হিন্দু” থেকে। ফার্সি ভাষায় সিন্ধু নদকে বলা হত হিন্দু নদ। তার সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় স্তান অনুসর্গটি (ফার্সি ভাষায় যার অর্থ স্থান)। আধুনিক ফার্সিতে “হিন্দ” বা “হিন্দুস্তান” বলতে ভারতকেই বোঝায়। ১১শ-১৩শ শতকে ভারত আক্রমণকারী তুর্কি-আফগান মুসলমানরা ভারতের উত্তরাঞ্চলকে হিন্দুস্তান নামে অভিহিত করে। শুধু মাত্র হিন্দু ধর্মানুসারী ঐ অঞ্চলে বেশি বলে এ নামকরণ করা হয়নি।
এইমলেস ভেনাম বলছেনঃ
একমত। একটু কষ্ট হতে পারে শুনে কিন্তু হিন্দু ধর্মের নাম নয় , সংস্কৃত হল আসল নাম। ার হিন্দুস্তান বলতে ভারত বর্ষ কে বুঝানো হয়।
মিনহাজ শিবলী বলছেনঃ metformin synthesis wikipedia
হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম। ওরা সনাতন বা সংস্কৃত ধর্ম বলে। হিন্দু পরবর্তীতে মুখে মুখে নাম হয়ে গেছে ধর্মের যেহেতু অরায় সব সিন্ধু (হিন্দুরা) ছিল ঐ ধর্মের অনুসারী