একজন ব্যাশ্যার আর্তনাদ
312
বার পঠিততোমরা কি জানো আমাকে অশ্লীল ভাবে সাজতে হয়?
শরির থেকে গরমে ঘামা দূর্গন্ধ দূর করতে
কমদামি সস্তা সুগন্ধি পাউডার,
আর দুই ঠোঁটে লাল টুকটুকে লিপিস্টিক দিয়ে,
উজ্জল রংয়ের শাড়ী পড়ে বাঁকা চোখে,
বুক-পেট-নাভি বের করে দাঁড়িয়ে থাকতে হয়,
তাছাড়া খরিদ্দার আমার দিকে তাকায় না যে !!
তোমরা কি জানো আমার মনের ক্ষতের কথা?
আমি আহ্লাদি আর দুষ্ট বিলাসী মেয়ে হলেও
আমার সাড়া গাঁয়ে অসংখ্য আঘাতের দাগ।
আমি সুখের সাগরে ভাসলেও অসংখ্য লাথি-গূতা,
ধমক,বকাঝকা আর দূর-ব্যাবহার পেতে হয়,
তা না হলে যে বড়ই অতৃপ্তি থাকে ওরা।।
তোমরা কি জানো আমরা সমাজের কতো সস্তা পন্য?
যদি একদিন খরিদ্দার না মিলে আমার,
আর যদি ভালো দাম না উঠে আমার
ঘরের অসুস্থ্য বাবার ওষুধ,আর ছোট বোনের
অনাহারে জল খেয়ে কষ্টে দিন কাটাতে হয়।।
তোমরা কি জানো আমার দশ বছর আগের কথা?
আমিও মধ্যবিত্ত পরিবারের চার দেয়ালে বন্দি মেয়ে,
তোমাদেরই মতই স্বাভাবিক পর্দাশীল ছিলাম,
আমিও ব্যাশাদের দুচোখ ভরে ঘৃনা করতাম,
শুধু ভাগ্যের আর অভাবের কারনে আজ আমি এখানে
অনেক উচ্চবিত্তের দাঁড়েদাঁড়ে ঘুরেছি একটু সাহায্যের আশায়
কিন্তু ওরা আমাকে সাহায্যের নাম করে ভোগ করত !!
তোমরা কি জানো আমাদের বিশ্ব আজ কতো উন্নত?
তারা আমদের ভালোবেসে এতোগুলা পদবি দিছে !
সমাজের চোখে আমরা দুষ্ট দুঃচরিত্র মেয়ে,
রাষ্ট্রের চোখে আমরা দেহ ব্যাবসায়ী,
ধর্মের চোখে আমরা বেগানা নারী,
উচ্চবিত্তের কাছে আমরা নিশি কন্যা,
আর খরিদ্দারের কাছে আমরা ব্যাশ্যা !
কিন্তু কেও আমদের নারি বলে সম্মান দেয় না
তাই আমিও ব্যাশ্যা পদবিটাকেই মনে লালন করে
তোমাদের মাঝে এখনো বেঁচে আছি।।
পারভেজ এম রবিন বলছেনঃ domperidona motilium prospecto
viagra etkisi nedirকনসেপ্ট সুন্দর। কিন্তু, বানান ভুলগুলো খুব বেশি চোখে লাগছে।