রূপকথা
218
বার পঠিতরাজকুমারী জঙ্গলেতে পথ হারিয়ে একা,
রাজকুমারের সাথে হল না তো দেখা।
পাহাড়ি ঝর্ণায় তেষ্টা মেটাল, একটুখানি থেমে। prednisolone dosing chart
আসছে কি আকাশ থেকে, মেঘপরীরা নেমে? side effects of doxycycline in kittens
“কে গো তুমি ও বালিকা? কোথায় তোমার বাড়ি?
কাঁদছ কেন একলা বসে তা কি জানতে পারি?”
“দূর পাহাড়ের ওপারেতে রাজপ্রাসাদে থাকি,
কোথায় পাব রাজকুমারকে বলতে পার তা কী?”
“তুমিই তবে রাজকুমারী, রাজকুমারের খোঁজে।
বীর রাজকুমার আসছে তোমায় রক্ষার কাজে।”
চলছে উড়ে পঙখীরাজ, চড়ছে রাজকুমার।
সফেদ দেও এর হাতে বন্দি রাজকুমারী তার।
সাত সমুদ্দুর তেরো নদী দিতে হবে পাড়ি।
সেইখানেতে দৈত্যি রাজ্যে সফেদ দেও এর বাড়ি। side effects after stopping accutane
পৌঁছে গেল রাজকুমার, হাতে নিয়ে তরবারি।
সফেদ দেও এর সাথে তার লাগল ভীষণ যুদ্ধ।
তরবারি চলল দৈত্যের বুকে, রাজকুমার ক্ষুব্ধ, cara menggugurkan kandungan 2 bulan dengan cytotec
আঘাতের পর আঘাতে হল দৈত্য ধরাশায়ী।
রাজকুমারের হাতেই এবার দৈত্যের প্রাণ যায়ই।
বধ হল সফেদ দেও, রাজকুমারী বাঁচাবার পালা।
রাজকুমার ছুটে গিয়ে দেখল খালি বন্দিশালা।
দৈত্য যখন শিকারে গেল, তার চোখের আড়ালে-
পালিয়ে গেল রাজকুমারী বুদ্ধি আর কৌশলে।
আবার উড়ল পঙ্খীরাজ, রাজকুমারীর সন্ধানে।
মেঘপরীরা উড়ে আসে রাজকুমারের পানে।
“ও পরীরা, বলতে পার, রাজকুমারী কোথায়?
খুঁজে পাইনি তারে আমি দৈত্যের বন্দিশালায়।” malaria doxycycline 100mg
“তুমি বুঝি রাজকুমার? রাজকুমারীকে চাও?
জঙ্গলের ওই পাহাড়ের ঝর্ণার ধারে যাও।”
রাজকুমারী জঙ্গল হতে উদ্ধার অবশেষে।
তারে নিয়ে ফিরল কুমার বিজয়ীর বেশে।
এসেছিল যত বাধা সব করে উপহাস
অতঃপর সুখে শান্তিতে করতে থাকল বসবাস। rx drugs online pharmacy
অনেক হল গল্প, এবার তবে ঘুমিয়ে পড়।
কালকে রাতে রূপকথার গল্প হবে আরও।
-মিনহাজ উদ্দিন শিবলী
০৬/০৫/২০১৫
এইমলেস ভেনাম বলছেনঃ
does accutane cure body acneটাইটেল কই?
মিনহাজ শিবলী বলছেনঃ prednisone side effects in dogs long term
দিতেছি
শাহরিয়ার মুরাদ বলছেনঃ
ভাল লেগেছে
মিনহাজ শিবলী বলছেনঃ
ধন্যবাদ