মা
228
বার পঠিতমাগো মা তুমি আমার পাগল মনের মনি-মুক্তা, achat viagra cialis france
আমি তোমার পাগল,তুমি আমার জগৎ।
দশমাস দশদিন গর্ভে ধারন করে
দেখাইছস তুই আমায় এই ত্রিভূবন।
কষ্ট করে বড় করছস,পেটে দিছস জায়গা,
এই ঋণশোধ করার নেই কোন ফায়দা।
মনে অনেক স্বপ্ন আছে আমার,
তোমার আশা পূরন করব মা।
তোমার চরনে ঠেকাই আমার মাথা,
তোমার হাত রেখ আমার মাথায়,
কইরো শুধু এই পাগলের জন্য দোয়া মা। zoloft birth defects 2013
তোমার মুখের হাসি মা,সোনার চেয়ে দামি ভুবন,
হিরা,চূন্নি,পান্না সবিতো হলো মিছা মা
তোমার অশ্রুসিক্ত নয়নে।
মাগো মা তোমায় ভালবাসি আমি,
তাই বুঝি,কাছ থেকে দূরে গেলে
তোকে হারানোর অকূতোভয় আমার মনে। about cialis tablets
বিধাতার কাছে একটাই চাওয়া তোকে নিয়ে,
সেই দিনটা যেন না আসে আমার ভুবনে।
মাগো মা মন কাঁদে শুধু তুমার আশায়,
তুমি ছাড়া কেউ নাই আমার এই দুনিয়ায়!!!
মিনহাজ শিবলী বলছেনঃ
মায়ের জন্য ভালবাসা।
অকূতোভয় শব্দটির প্রয়োগ ঠিক বোধগম্য হল না।