রোদ বৃষ্টির কাব্য
483
বার পঠিত#১
একলা শালিক মেঘ পেরিয়ে ওই ঠোঁটে তুই এক ফোঁটা রোদ নিস;
রাজকন্যের চোখের কোণে শিশির মুছে রোদটুকু রাখিস।
#২
ইলশেগুড়ির আবছা পরশ যখন আসে আকাশ ধুয়ে,
চায়ের ধোঁয়ায় থাকবি মিশে, উষ্ণ আমার দু’ঠোঁট ছুঁয়ে?
#৩
যখন আমি খুব একাকী খুব ধোঁয়াশায় ক্লান্ত ভবঘুরে,
মেঘ হয়ে যাও, বৃষ্টি নামাও। নীল হয়ে এসো উড়ে। missed several doses of synthroid
#৪
খুব বোশেখের প্রবল রোদে শেষ বিকেলের মেঘ হবি তুই?
যেমন আমি কালবোশেখি সন্ধ্যে হয়ে সিক্ত চোখের পাঁপড়িটা ছুঁই।
অনেক অনেক অনেক উঁড়ে আমার ঝড়ে মিলিয়ে যাবি?
আমার ছায়া হবি কি তুই? বৃষ্টি হয়ে দু’ঠোট ছুঁবি?
#৫ buy kamagra oral jelly paypal uk
যখন তুমি মিষ্টি আঁচে রৌদ্র স্নানে থাকো,
তখন না হয় উষ্ণতাটা এই ঠোঁটেও রাখো।
#৬
যখন তুমি খুব কুয়াশায় একলা শিশির মাখো,
একটু না হয় তখন তুমি হাতটি ধরে রাখো। viagra en uk
#৭
চায়ের কাপের একটা পাশে দু’তিন ফোঁটা শ্রাবণ থাকিস।
আরেক পাশে আর্দ্র ছোঁয়ায় মেঘলা ঠোঁটের স্পর্শ রাখিস।
মিনহাজ শিবলী বলছেনঃ tome cytotec y solo sangro cuando orino
এইমলেস ভেনাম বলছেনঃ
সুন্দর হয়েছে।
পারভেজ এম রবিন বলছেনঃ can your doctor prescribe accutane
zithromax azithromycin 250 mgধন্যবাদ আপনাকে।
এইমলেস ভেনাম বলছেনঃ walgreens pharmacy technician application online
আপনকেও।
তারিক লিংকন বলছেনঃ
কোমল এবং মিষ্টি…
কিন্তু এতো অল্প কেন? metformin gliclazide sitagliptin
পারভেজ এম রবিন বলছেনঃ
কিছু যে লিখেছি, এই অনেক। শোকর করেন মিয়া!
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
ভাই তো পুরা ভিজায় দিলেন……
সুন্দর হয়েছে, চালিয়ে যান।
পারভেজ এম রবিন বলছেনঃ clomid over the counter
শব্দগুলোর কালচে জলে একটু না হয় ভিজুন তবে।
না জানি ফের কবেই আসে। কখন আবার বৃষ্টি হবে!
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ zoloft birth defects 2013
কবির মনে বৃষ্টিধারা ঝড়তেই থাকে…
দুরন্ত জয় বলছেনঃ
আরে ঠোট আহ! আহ! আহ!
বাসায় জানে
৪ নং টা ভাল লেগেছে
পারভেজ এম রবিন বলছেনঃ
ইয়ে মানে, সবকিছু বাসায় জানানোর কী দরকার?