মধ্যরাতের বৃষ্টি ও লাল রঙ
2530
বার পঠিত১।
ওই যে বাবুই পাখির একটা বাসা না? হুম। এই শহরে বাবুই এল কোথা থেকে!! দুইটা বাবুই দেখা যাচ্ছে। এই বৃষ্টিতে ঘরের মধ্যে ওরা কি করে? সুখ দুঃখের গল্প?? ওদের কত মজা! মনের কথা বলতে মুখ খুলতে হয় না…মৌনতাই বলে। পথ পার হতে হয় না। উঁড়লেই চলে।।
আচ্ছা বৃষ্টিতে কখনো আকাশে পাখি উঁড়তে দেখেছো? আমি দেখি নি। কেন ওড়ে না?ওদের কি জলের মাঝে ডানা ডুবিয়ে দিতে মন চায় না? আমার মতোন ওরাও কি বৃষ্টি ভালবাসে না? নাকি ভয় পায় কখন মেঘের ফাঁক দিয়ে বিদ্যুত্ পরী গর্জে উঠবে আর চমকে দেবে ওদের?
আজকের বৃষ্টিটা এরকম করে ঝরছে কেন? ঝরঝর ঝরঝর। এভাবে তো পাতা পড়ে। বৃষ্টি পড়বে আরো জোরে। তুমুল বেগে। বিদ্যুত্ চমকাবে। এভাবে বর্ষণের কারণ কি এই যে এখন মাঝ রাত?এখন তো আরো জোরে বর্ষণ হওয়া উচিত। কেও জেগে নেই। সত্যিই কি কেও জেগে নেই?এই বৃষ্টি তবে উপভোগ করছে কে?হয়তোবা শুধু লাল রংটুকু মুছে ফেলতে শীতের শেষে হঠাত্ উঁড়ো চিঠি দিয়ে বৃষ্টি নেমে এসেছে।
সবকিছু এমন ঝাপসা কেন? ঝাপসা কি আমার চশমার কাঁচ নাকি মনের আঁচ?
২।
সেদিনের কথা মনে আছে? সেই প্রথম যেদিন আমার সাথে দেখা করার জন্য কত দূর থেকে তোমার আসার কথা ছিল। ফেসবুকে আর কদ্দিনই বা? আমি তোমার জন্য রাত জেগে প্রোট্রেট আঁকলাম। সকালে ক্লাস শেষে দাঁড়িয়ে ছিলাম ওটা হাতে নিয়ে। আকাশে ছিল ভরা রোদ্দুর। হঠাত্ এক চিলতে রোদের পেছনে লুকিয়ে থাকা মেঘটা একটু একটু করে নিচে নামতে লাগল ফোঁটা ফোঁটা হয়ে যার ভারী একটা রূপ নিল। জল ছড়াল আমার হাতের কাগজে। রং ছড়াল চারিদিকে। বৃষ্টির কবল থেকে প্রোট্রেটটা বাঁচানোর নিরন্তর ছেলেমানুষি প্রচেষ্টায় তুমি হাত বাড়ালে না।।
আজও তুমি আসতে না।তাই আমিই হলাম উদ্যোক্তা…
আসলে আমার ভুল হয়ে গেছে…অনেক বড় ভুল!
৩।
রাস্তায় কেও নেই!
মনে হচ্ছে বৃষ্টিতে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে।
ভালই হয়েছে কেও নেই। থাকলে আবার এই মাঝরাতে রাস্তায় আমার পদচারণা দেখে মনে করত হিমু অথবা…হা হা।
আমি অবশ্য হিমু বা অন্য কেও নই। আমি নিতান্তই সাধারণ একটা মানুষ। অন্যদের ভাষায় ‘মেয়ে মানুষ’। তোমার ভাষায় না হয় ‘আজব’…
৪।
তুমি কি আজ খেয়াল করেছিলে, আমি একটা শাড়ী পরেছিলাম? লাল রঙের।
আমি চুড়ি পরেছিলাম। লাল রঙের।
চুলের ফাঁকে একটা গোলাপ দেখেছিলে? লাল রঙের?
সেই শাড়ী যা কোনোদিনোও পরব না বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। সেই চুড়ি যা পরতে গেলেই হাত কাটে আমার। তাই কখনোই পরতাম না। ফুল- যা শুধু টবে দেখেই সন্তুষ্ট থাকতাম। এর আর কোন ব্যবহার চোখে পড়ত না।
সেই লাল রঙ যা কোনোদিনও সহ্য হত না। অসহনীয় একটা রঙ ছিল…
অথচ সেই আমি আজ পুরো লাল রঙ্গে আচ্ছাদিত! আমি!!!
আচ্ছা আমাকে কি লাল রঙ্গে ভাল লাগছিল? তুমি বললে না তো! ভাল লাগে নি, না? বুঝেছি। আমার লাল রংকে সহ্য হত না বলে লাল রঙেরও আমাকে সহ্য হয়নি! বেশ…
তুমি কিছু একটা তো বলতে পারতে! নাকি?
৫।
-আমি তোমাকে কিছু বলতে চাই।
-কি বলবি, বল।
-না, এখন না। দেখা করা যাবে না?
-আজকে তো সময় হবে না। অনেক কাজ।
-অল্প একটু সময় লাগবে।প্লিজ আসো!
-উমম…আচ্ছা ঠিক আছে। সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি যাব। তখন ওদিকে আসিস। একা একা আসতে পারবি?
-হুম। খুব পারব।
সন্ধ্যায়………
তুমি রাস্তার এক পাশে আমি আরেক পাশে। অল্প একটু দূর।
৬।
দেখেছো, তোমার প্রিয় লাল রঙও তোমাকে ছেড়ে চলে গেল..।।
তরল লাল।
আমার হাতের মুঠোয় এই যে লেগে আছে। বৃষ্টিকে মুছে নিতে দেইনি।
আজ তুমিও আমার মত লালে লালে আবৃত।
তোমারটা তরল লাল।
তোমার কাছে এখন আমিও অবশ্য নেই।
তুমি এক পাশে আমি অন্য পাশে। অনেকখানি দূর।।।
৭।
রাস্তাটা তুমি পার হতে গেলে কেন? আমিই পার হতাম।
রাস্তা পার হতে যেয়ে দূরত্বটা যে অনেক খানি বেড়ে গেল!!!!!
তোমার লাল রঙ সব মুছে যাচ্ছে বৃষ্টিতে…।
সেই বৃষ্টির একপাশে তুমি আরেক পাশে আমি। মাঝখানে অনেকখানি দূরত্ব…।
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
সুন্দর হয়েছে
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
হাহাহাহা।
দুঃখিত।
বাকিটাও ভাল হয়েছে। যেসব যুক্তি দিয়েছেন তা তো মানতে বাধ্য। তবে পুরুষ সমাজ শুধু ওইটুকুই মানতে রাজি যেটুকু তাদের স্বার্থে যায়।
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
ধন্যবাদ
সবসময়ই কি তাই?
হয়তোবা পুরুষেরাও ঠিক একই কথা মনে করে নারীদের ক্ষেত্রে!
আসলে নারী-পুরুষ নির্বিশেষে মানুষের সহজাত প্রবৃত্তিই এরকম…
উন্মাদ সন্ন্যাসী বলছেনঃ
… ভালো হয়েছে!
আগামীর বিনির্মাণে সভ্যতায় স্বাগতম! আশা করছি আপনাদের পদচারণায় সভ্যতার উঠান মুখোরিত হয়ে উঠবে ..
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ viagra in india medical stores
missed several doses of synthroidধন্যবাদ…।
চেষ্টা থাকবে প্রবল।
তারিক লিংকন বলছেনঃ
অংকুর বলছেনঃ
থিমটা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। যার যা ইচ্ছা ভেবে নিতে পারবে। কারো কাছে হয়ত প্রেমম কাহিনী,কারো কাছে বন্ধুত্ব। ঝাপসা ঝাপসসা একটা ভাব আছে সেটা ভালো লেগেছে। আর ছেলেরা কি পছন্দ করে সেটা আসলে চাপা রাখতে পছন্দ করে। যেমন ধরুন প্রিয় মানুষটাকে অনেক সুন্দর লাগছে,কিন্তু বলবেনা। আসলে এটাকে লজ্জাও বলা ঠিক হবেনা। স্বভাব বলতে পারেন।
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
আমি অবশ্য জানতাম, মেয়েরাই শুধু চাপা রাখতে পছন্দ করে…
যাই হোক, ধন্যবাদ।
তারিক লিংকন বলছেনঃ
synthroid drug interactions calciumদুরন্ত জয় বলছেনঃ
আমার মতে তাই…
দুরন্ত জয় বলছেনঃ
আমার মতে উল্টো…
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
আমি এমন মেয়ে দেখেছি যে চাপা স্বভাবের, আবার এমন মেয়েও দেখেছি যে চটপটে স্বভাবের। ছেলেদের ক্ষেত্রেও তাই। ঢালাওভাবে আসলে এক কাতারে ফেলা যায় না।
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
দুরন্ত জয়, আপনার মতে কোনটা ‘তাই’?
দুরন্ত জয় বলছেনঃ
মেয়েরাই শুধু চাপা রাখতে
পছন্দ করে…
আপনার এই বানী খানা…
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
হ্যাঁ!
আমার মত বিচ্ছু হলে অবশ্য আলাদা কথা…
বড়োই কষ্টের কাজ তখন তা…!
তারিক লিংকন বলছেনঃ
লিখনি শৈলীতে একটা কোমল ভাব আছে আর আপনার আইডি’তে নাম বিচ্ছু, কিচ্ছু বুঝলাম না। আবার শেষের দিকে কাব্যের ঢঙে শেষ করলেন। যদিও আমার কাছে কিছুটা স্মৃতিচারণ মূলক মনে হল …
বিচ্ছু পাবলিক থেকে কোমল লেখা ক্যামনে কি?
যাহোক, সভ্যতায় স্বাগতম…
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
স্মৃতিচারণমূলক না হলেও কল্পনাশ্রয়ী বটে…
বিচ্ছুর ধর্মই তো বৈচিত্র্য!
যা হোক, ধন্যবাদ।
অপার্থিব বলছেনঃ
হুমায়ুন আজাদ বলেছিলেন ” প্রতিটি স্বার্থক প্রেমের কবিতা বলতে বুঝায় যে কবি তার প্রেমিকাকে পায় নি আর প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বলতে বুঝায় যে কবি তার প্রেমিকাকে বিয়ে করেছে।”
মনে হয় কথাটি গল্পের ক্ষেত্রেও প্রযোজ্য । যাই হোক শেষের এই মর্মান্তিকতার কারনে গল্পটি ভাল লাগলো…ইনফ্যাক্ট বেশ ভাল…
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
স্বার্থক হয়েছে কিনা জানি না তবে চেষ্টা থাকবে।
অসংখ্য ধন্যবাদ।
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
আমার তো শেষের কবিতা মনে পড়লো……
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
all possible side effects of prednisoneআয়হায়!
কবিগুরু তো এবার আত্মহত্যাকারী করবেন…
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ zoloft birth defects 2013
আত্মহত্যা করার মত সাহস কবিগুরু হবে বলে মনে করিনে…
পারভেজ এম রবিন বলছেনঃ
সবচেয়ে বেশি চোখে লাগলো উপস্থাপনাটাই। দারুণ! কাব্যিক ঢঙে বর্ণনার ধরণটা অবশ্যই প্রশংসার দাবীদার। ক্রমশ শৈল্পিক একটা সূচনা দিয়ে এগিয়ে ক্রমশ গভীরে প্রবেশ এবং একই সাথে খানিকটা কৌতুহল দিয়ে পাঠককে টেনে রাখার দ্বৈত কাজে সফলতার দাবী অবশ্যই করতে পারেন।
শুভ কামনা রইল সভ্য পদচারণায়! levitra 20mg nebenwirkungen
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ venta de cialis en lima peru
চমৎকার একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, রবিন ভাই।
চেষ্টা থাকবে সামনেও…
দুরন্ত জয় বলছেনঃ
আমি কবে এমন লিখব!

ভাল লেগেছে, আরে লেখিকাকে নয় লেখাকে
আপনার নাম বিচ্ছু… দেখা যাবে কে কতটুকু বিচ্ছু
সত্যি বর্ননা দেয়ার ভঙ্গিটা অসাধারণ…
পারভেজ এম রবিন বলছেনঃ
পাগলা জয় ভার্সেস বিচ্ছু ঐশি!
লেট দ্য ব্যাটল বিগিন।
দুরন্ত জয় বলছেনঃ
বহু দিন পর
ু
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
রবিন ভাই,
যুদ্ধটা লাগিয়েই দিলো!
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
আমার মত লেখার দরকার নেই, দুরন্ত জয়, নিজের মতোই লিখুন
আর আপনার নাম দুরন্ত, দেখা যাবে কতটুকু দুরন্ত
এবং ধন্যবাদ অসংখ্য
দুরন্ত জয় বলছেনঃ
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
“জল ছড়াল আমার হাতের কাগজে। রং ছড়াল চারিদিকে। বৃষ্টির কবল থেকে প্রোট্রেটটা বাঁচানোর নিরন্তর ছেলেমানুষি প্রচেষ্টায় তুমি হাত বাড়ালে না।”
আমার সাথে এই ঘটনা একবার ঘটেছিলো, তখন সে হাত না বাড়িয়ে বকা দিয়েছিলো।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
দুঃখজনক
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
দার্শনিক সাহেব বোধ করি বুঝতে পারেন নি!
ওই বকাটুকুকেই যে যে হাত বাড়ানো বলে… nolvadex and clomid prices
দুরন্ত জয় বলছেনঃ
অভিজ্ঞ বিশেষজ্ঞের মতামত ফেলে দেয়া যায় না !!
তারিক লিংকন বলছেনঃ
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ para que sirve el amoxil pediatrico
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
ইয়ে মানে, সেই বকারও তো একটা ভাষা মাধুর্যতা থাকে……
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
মধু চেনাতে হয় অম্লের প্রয়োজন… :’)
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ইয়ে মানে, এইটা কি বিচ্ছুর লেখা? পড়ে তো বিশ্বাস হচ্ছে না… মানে বলতে চাইছি, বিচ্ছুমিতে পিএইচডি ডিগ্রি নেওয়া একজন সফল বিচ্ছু যে মনের গহীনে এহেন কোমল অনুভূতি লালন করেন, সেটা আসলেই প্রথমে বোঝাই যায়নি… অসম্ভব সুন্দর এক গল্প… অসম্ভব সুন্দর…
লেখা যেন না থামে ম্যাডাম…
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
ডন সাব,
হাজার হোক, বিচ্ছুরাও মানুষ!
তারিক লিংকন বলছেনঃ
দুরন্ত জয় বলছেনঃ
/// হাজার হোক, বিচ্ছুরাও মানুষ!/// মজা পাইছি…
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
অত্যুক্তি ছিল!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
চেষ্টা চলবে…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
চেষ্টা নাকি চলছে?
এইমলেস ভেনাম বলছেনঃ
সুন্দর হয়েছে ।
ঐষী- দ্য বিচ্ছু বলছেনঃ
ধন্যবাদ…..।
ফাতেমা জোহরা বলছেনঃ
posologie prednisolone 20mg zentivaলেখাটা ভাল্লাগছে…
সভ্যতায় স্বাগতম।
সুজানা আবেদীন সোনালী বলছেনঃ
metformin gliclazide sitagliptinসুন্দর তো!