ক্ষমাপত্র
229
বার পঠিতলজ্জা করেনা তোদের পৌরুষত্বে?
তোরা কি পুরুষ না সেও সব মিথ্যে?
নারীর সম্ভ্রমে তোদের লোলুপ দৃষ্টি,
নারী কি তোর পণ্য হিসেবে সৃষ্টি?
বরং তোর জন্মই তো নারী থেকে,
লাঞ্ছিত করলি সে জন্মদাত্রী মাতাকে?
তোর জন্ম, তোর অস্তিত্ব হোক মিথ্যে
আমার সন্দেহ হয় তোদের পৌরুষত্বে। can your doctor prescribe accutane
এত সামান্যেই উত্থিত হয় তোর শিশ্ন?
পরিণত হয়ে অসুরে, ভাবিস তুই কৃষ্ণ? renal scan mag3 with lasix
পুরুষের রূপে পশু তুই, তুই অসভ্য।
জানোয়ারের মত শাস্তি তোর লভ্য।
ক্ষমা করে দিও স্ত্রী, প্রেমিকা, মা, বোন।
সব পুরুষ নয় কো ওই পশুদের মতন।
তবুও পুং জাতির হয়ে চাইছি ক্ষমা,
হারিয়েছে মনুষ্যত্ব, তোমার সম্ভ্রম না। viagra vs viagra plus
তুমি এখনও আছ দেবীর মত পবিত্র।
তোমার চরণে অর্পিলাম আমার ক্ষমাপত্র।
-মিনহাজ উদ্দিন শিবলী
২০/০৪/২০১৫
zovirax vs. valtrex vs. famvir
দুরন্ত জয় বলছেনঃ
///তবুও পুং জাতির হয়ে চাইছি ক্ষমা,
হারিয়েছে মনুষ্যত্ব, তোমার সম্ভ্রম///
মিনহাজ শিবলী বলছেনঃ
zithromax azithromycin 250 mgহারিয়েছে মনুষ্যত্ব, তোমার সম্ভ্রম না* walgreens pharmacy technician application online
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
ক্ষমা চাইছি। শপথ নিচ্ছি…
এইমলেস ভেনাম বলছেনঃ
সুন্দর হয়েছে !