গ্লোবাল খেয়ে লোকাল ভাবনা, প্রসঙ্গঃ নারীর পর্দা প্রথা
586 will i gain or lose weight on zoloft
বার পঠিতচা, কফি সফট ড্রিংক্স, জুস, কিংবা এনার্জি ড্রিংক্স; এইসব কি বঙ্গীয় খাবার নাকি লাচ্ছি, মাঠা কিংবা লাবাং? পাশাপাশি সব কিছু খেতে কোন সমস্যা হচ্ছে আপনার? কিংবা আমার? আমাদের? হচ্ছে না একটুও খুব সহজেই আমরা সব মানায় নিয়েছি, গ্রহণ করেছি সত্যকে সহজে।
আপেল, কমলা অথবা ব্ল্যাকবেরী কি আমাদের ফল কিংবা হালের স্ট্রবেরী? নাকি বরই, পেয়ারা, আতাফল আর ঢেউয়া -লটকন এইসব আমাদের ঐতিহ্যবাহী ফল? কই সবই তো নির্দ্বিধায় খাচ্ছি একসাথে! ভালকে সত্যকে গ্রহণ করতে কোন সমস্যা হয় নি বাঙালী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর।
ফ্রেন্স ফ্রাই আর ফ্রাইড চিকেন কিংবা চাইনিজ আর থাই ফুড এই তল্লাটের ভোজন রীতির অংশ? আমি জানতাম খিচুড়ি, তেহেরি কিংবা ভর্তা আর ইলিশ পান্তা কিংবা মাছ-ভাত-ডাল এইসবই আমাদের খাবার রীতি। তাহলে সবই তো খাচ্ছি দুনিয়ার যেখানের যেটা ভাল বা পছন্দ হয় সেটাই তো গ্রহণ করেছি।
ক্রিকেট খেলা বা ফুটবল কি বাঙালী খেলা, কিংবা গলফ আর হকি বা অন্য যে কোন জনপ্রিয় খেলা? হাডূডু, কাবাডি, ডাঙগুলি কিংবা দারিয়াবান্দা, কানামাছি ভোঁ ভোঁ তাহলে কাদের খেলা; আমাদের জাতীয় খেলা তো এইসবও। তাহলে বাইরের খেলা আমাদের সব দখল করে নিল কীভাবে?
সাইকেল, মোটর সাইকেল অথবা বাস, প্রাইভেট কার কি আমাদের অথবা জাহাজ কিংবা স্পীড বোট? গরুর গাড়ি, টম টম, কিংবা নৌকা আর ঠ্যালা গাড়ি, রিকশা এইসবই তো আমাদের যানবাহন ছিল। তাহলে আধুনিকতা আর গতির জন্যে সবাই তো ঠিকই পশ্চিমা যানবাহনের পেছনে ছুটল।
আচ্ছা টিভি কিংবা রেডিও কি আমাদের সংস্কৃতির অংশ অথবা চলচ্চিত্র আর নাটক? যাত্রাপালা, পথনটক কিংবা বায়োস্কোপ দিয়েই কি পরিপূর্ণ বিনোদন হবে গ্লোবাল মানুষের? ইউটিউব ইন্টারনেট দুনিয়া জোড়া উন্মুক্ত বিনোদনের বিশ্ব দুয়ার। রক, ব্যান্ড কিংবা হিপহপ সবই গ্রহণ করেছি আমরা স্বকৌশলে।
পুরুষের জিন্স টি শার্ট, থ্রি কোয়ার্টার কি বাঙালীয়ানা পোশাক, কিংবা স্যুট-টাই, শার্ট-প্যান্ট? লুঙ্গি, ফতুয়া, কোর্তা, পায়জামা এইসবই তো বাঙালীর হাজার বছরের পোশাক। কই আধুনিক, সুন্দর, আরামদায়ক আর সুবিধাজনক এই পোশাককে স্বাগত জানাতেও আমরা বাঙালীরা ত্রুটি করি নি।
আর কতো লিখবো? থ্যাঙ্কু, ধন্যবাদ থেকে শুরু করে হ্যালো, গুগুল কর, মেইল, ফেবু করা, টুইট করা সবই মেনে নিয়েছে দরকারে, প্রয়োজনে। লোকাল বাঙালী গ্লোবাল সব কিছুই গ্রহণ করেছে নিজ প্রয়োজনে, কিন্তু একটা যায়গায় তারা কোন ছাড় দিবে না। খুব কঠোর হতে হয় এই যায়গায়। ভাবখানা এমন এই যায়গায় ছাড় দিলে আমাদের নৃতাত্ত্বিক স্বকীয়তা সবই হারিয়ে যায়, যদিও তা নৃতাত্ত্বিক ঐতিহ্যকে রক্ষার জন্যে না করা হচ্ছে “আফিমের” নেশায়।
নারীদের গর্ব করা উচিৎ বাঙালী মুসলমান পুরুষেরা মনে করে আমাদের সকল নৃতাত্ত্বিক ঐতিহ্য নারীর দেহকে ঘিরে অর্থাৎ নারীর পোশাকে। যেভাবে হোক নারীর গ্লোবাল কাপড় চোপড় লোকালি পড়া যাবে না; দুনিয়ার আর সব কিছুই গ্রহণ করব খালি এইটা বাদে। বরং মধ্য প্রাচ্য থেকে খাঁচা মাচা কিছু আমদানি করে আরও বন্ধী করা হবে; কিন্তু বাকী সব মানা গেলেও এইটা মানা যাবে না। সিনেফ্লেক্সে যামু ব্লকব্লাস্টারও বাদ দিমু না কিন্তু মেয়েকে বোরকা পড়তে হবে, হিজাব করতে হবে!!
“ইংরেজি” শিখে “স্প্যানিশ” বলতে অবশ্য কোন মানুষকে আমি দেখি নি, ইংরেজি শিখা মানুষকে ইংরেজি বলতেই দেখি। কিন্তু আমাদের এক শ্রেণীর আফিমাক্রান্তরা গ্লোবালী বসবাস করে মধ্যযুগীয় আচরণ করতে চাই, সেলুকাস।
আসল সমস্যা মধ্যযুগে কিংবা অন্ধকার যুগে আমাদের সংস্কৃতিতে ডুকে পরে আরেক অর্বাচীন পশ্চাৎপদ বর্বর সংস্কৃতি। যে সংস্কৃতির মুলই হচ্ছে নারীকে বন্ধী করে ঘর সাজানো পণ্য বানানোর এক কঠোরতম নির্মম সংস্কৃতি। আর সেই অর্বাচীন সংস্কৃতি ডোপিং এর প্রতিক্রিয়া এখন আমাদের সংস্কৃতিতে।
যে খাপ খাওয়াতে পারবে না সে ঝরে পড়বেই, কিন্তু সমাজে এর দূষণ বেশী হলে ক্ষয়ক্ষতি একটু বেশীই হবে বোধকরি! বলির পাঁঠা বরাবরের মত সেই সভ্যতার জননী ‘নারী’। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের মত করে বলতে হয় ‘“সকল নারীর কাছে আমরা ক্ষমাপ্রার্থী। এ ঘটনা আবার স্মরণ করিয়ে দিচ্ছে- কী হিংস্রতা ও নগ্নতা আমাদের মনের গহীনে বাসা বেঁধেছে। কী ঘৃণ্য মানসিকতা আমাদের পেয়ে বসেছে।” মাঝে মাঝে মনে হয় ৮-৯’শ বছরের ক্যান্সার বাসা বেঁধেছে সমাজে ক্যামো থ্যারাপিতে রোগীর অবস্থা কাহিল হবেই!!
If you live globally think & behave globally…
এইমলেস ভেনাম বলছেনঃ synthroid drug interactions calcium
লেখাটা অসাধারণ লাগলো। বর্তমানের বেসির ভাআগ মানুষ ধর্মকে ধারণ করেনা। ধর্মকে ব্যাবহার করে। সেটা ইসলাম ধর্ম হোক কিংবা খ্রিস্টান ধর্ম। এই যেমন পহেলা বৈশাখ এর ঘটনা ঘটল এর জন্য দায়ীদের দোষারোপ না করে উল্টা ধর্ম বা এর রীতিকে বিকৃত করে ব্যাবহার করা হচ্ছে নারীদের দোষারোপ করার জন্য। এর মাধ্যমে মুল আসামিকেই আরাল করা হচ্ছে।
তারিক লিংকন বলছেনঃ tome cytotec y solo sangro cuando orino
walgreens pharmacy technician application onlineReligion is opium – বলেছিলেন কার্ল মার্ক্স!! কোন ভুল বলেন নি। আপনাকে ধন্যবাদ…
আমার কথাও তাই বিষবৃক্ষকে কেউ আড়াল করে ঢাল পালা ছেঁটে সাময়িক সবাইকে বোকা বানাতে চাইবে এইটাই স্বাভাবিক। কিন্তু এরা বুঝতে পারে না আজকের দুনিয়ায় এইসব করে টিকে থাকা সম্ভব না, অথবা এইটা বুঝতে পেরেই এখন সর্বগ্রাসী সর্বনাশ করতে চাচ্ছে আমাদের। যেভাবে বুদ্ধিজীবীদের মেরে প্রতিশোধ নিয়েছিল একাত্তরে।
এইমলেস ভেনাম বলছেনঃ
আপনার মন্তব্য সম্পূর্ণ বুজতে পারলাম না। আপনি যদি ধর্মকে বিষবৃক্ষ বলে থাকেন,তাহলে আমি এর সাথে একমত হতে পারলাম না। কারণ বিশৃঙ্খলতা বেশির ভাগ ধর্মই সাপোর্ট করে না। এখন অনুসারীরা যদি ধর্মের দোহাই দিয়ে অপকর্ম করে তার জন্য তো ধর্মকে দোষ দেওয়া ঠিক হবে না।
তারিক লিংকন বলছেনঃ
ধর্মের দোহাই দিয়ে অপকর্ম করতেছে নাকি অপকর্ম ঢাকার জন্যে ধর্ম আসছে সেটা গবেষণার বিষয়!! কারণ বলে দিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন;
” আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন। এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যাবস্থা ভিন্ন আর কিছুই নহে “
দুরন্ত জয় বলছেনঃ
ধর্মের দোহায় দিয়ে অপকর্ম করছে, আপনারা এত জ্ঞানী মানুষেরা সবই বুঝেন শুধু এটাই বুঝেন না!
অপকর্ম কারীর দোষ দিচ্ছেন ধর্মের উপর্। যখন ধর্ম বিশ্বাসী ভাল কাজ করে তখন কেন ধর্মের কথা আনেন না মশাই? তখন কেন বলেন কাজটা ব্যক্তির…
এইমলেস ভেনাম বলছেনঃ
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কে চিনি না। কিন্তু উনি যা বলেছে তার সঙ্গে একমত হতে পারলাম না। হ্যাঁ, এক এক ধর্মে নারীপুরুষ দের এক এক রকম নীতি- রীতি তে চলার নিয়ম বেধে দিয়েছে।কিন্তু, নারীদের প্রতি (উদাহরন হিসাবে পহেলা বৈশাখ এর ঘটনা ধরে নিন) অন্যায় করার অধিকার দেই নাই বা করার অনুমতি দেইনি। মানুষ অপরাধ ধাকার জন্য ধর্মের অপ ব্যাখ্যা দেয়।
দুরন্ত জয় বলছেনঃ
এইমলেস এর সাথে সহমত…
এইমলেস ভেনাম বলছেনঃ all possible side effects of prednisone
ধন্যবাদ জয় ভাই ।
তারিক লিংকন বলছেনঃ
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কে আপনি চেনেন না?
মজা লন নাকি?
এইমলেস ভেনাম বলছেনঃ
nolvadex and clomid pricesও !!!!!
বেগম রকেয়া !
হ্যাঁ চিনি
দুরন্ত জয় বলছেনঃ
আমিও তো তাই বলি!!!
মিনহাজ শিবলী বলছেনঃ
যতই আধুনিক হোক, ওই পশু এবং তাদের সমর্থক গোষ্ঠীর মানসিকতা মধ্যযুগীয় হয়েই থাকবে। সব যৌন হয়রানির ঘটনায় তারা
টান দিবে তারা ধর্ম আর নারীর পোশাককে।
তারিক লিংকন বলছেনঃ
কিন্তু কে শিকার, কে শিকারি আর কি অস্ত্র তা আমরা আজও বুঝতে না পারলে সমাধান সুদূরপরাহত থেকে যাবে…
কিরন শেখর বলছেনঃ
বাঙ্গালির সব ঠিক আছে কিন্তু ঐ যে তালগাছ আমার। নিজে সারাদিন ফেসবুকে বসে আড্ডা মারবে। আর সব দোষ নারীর ।
তারিক লিংকন বলছেনঃ will metformin help me lose weight fast
irbesartan hydrochlorothiazide 150 mgসেটাই!! গ্লোবালি সকল সুযোগ নিবে পুরুষ আর নারী একটু মুক্ত হতে চাইলেই লাগাম টেনে ধরা ফরজ হয়ে যায়…
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
শিরোনামটা ব্যাপক।
তারিক লিংকন বলছেনঃ
আর বাকিটা? এমন ফেবু টাইপ মন্তব্য করলে ব্লগ পোস্ট হবে কিভাবে?
শ্রাবনের রক্তজবা বলছেনঃ
cialis new c 100হাহাহাহা।
দুঃখিত।
বাকিটাও ভাল হয়েছে। যেসব যুক্তি দিয়েছেন তা তো মানতে বাধ্য। তবে পুরুষ সমাজ শুধু ওইটুকুই মানতে রাজি যেটুকু তাদের স্বার্থে যায়।
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
ইয়ে, আমারও শিরোনামটা ব্যাপক লেগেছে।
মন্তব্যগুলো পড়লাম। আমি অন্তত আপনার কথার সাথে একমত।
তারিক লিংকন বলছেনঃ
ধন্যবাদ
মাশিয়াত খান বলছেনঃ acne doxycycline dosage
আমার লেখাটা ভালো লাগেনি। ফেবু টাইপ লেখাই মনে হল। অর্ধেক পোস্ট শুধু এক বিষয়ে উদাহরণ দিয়েছেন। বাকিটা সেই বিষয়টাকে টানতে। একটা কনসেপ্ট। ছোট করে বললে, ফেবুতে যদি একটা উদাহরণ আর দুই আইনে সারমর্ম দিতেন তাইলে আর এতক্ষণ ধরে পড়া লাগত না। কনসেপ্ট ও বুঝতাম। স্যালুটও দিতাম। এক আঙ্গুলের স্যালুট। আপনি বড় করে লেখা ভুলে গেছেন নাকি???
দুরন্ত জয় বলছেনঃ can you tan after accutane
সহমত…
তারিক লিংকন বলছেনঃ
আমি দুঃখিত! পাঠকই লেখকের সবচে বড় সম্পদ, আপনার মন্তব্য মনে থাকবে…
দুরন্ত জয় বলছেনঃ
আপনি পাঠক হিসেবে আপনার আগের পোস্ট এবং এটি পড়ে নিজেই বিচার করুন…
কমু টাইপ শব্দের ব্যবহার আর এমন ফেসবুকীয় পোস্ট আপনাকে মানায় না…
আর যতটুকু লিখেছেন তা নিয়ে বলি বাঙ্গালি বিদেশি সংস্কৃতির অগ্রাসন না চাইলেও আরবীয় সংস্কৃতি ঠিকই চায়…
আর আরেক দল নিজের সংস্কৃতিকে ভারতীয় সংস্কৃতি বলতে আগ্রহী বেশি… metformin tablet
তারিক লিংকন বলছেনঃ acquistare viagra in internet
শেকড়ের সন্ধানে কে বা একাগ্র? যাহোক আপনার মন্তব্য মনে থাকবে শিগ্রই স্বরূপে ফেরার চেষ্টা করবো। ক্রিকেটে ল অব এভারেজ বলে একটা কথা আছে। কি জানি আমার লিখনির ক্ষেত্রে সেটা ঘটেছে কিনা…
এইমলেস ভেনাম বলছেনঃ
ল অব এভারেজ কি?
দুরন্ত জয় বলছেনঃ
ল অব এভারেজ কি?
তারিক লিংকন বলছেনঃ
এইটা হচ্ছে এমন যে টেন্ডুলকারেরও কিছু শুন্য থাকে। মাইকেল জ্যাকসনের সবকটি গানই একই মানের হয় না…
ইকবাল মাহমুদ অনিক বলছেনঃ
ভালো লাগল
তারিক লিংকন বলছেনঃ
ধন্যবাদ…
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
লেখাটি ভাল কিন্তু আরেকটু তথ্যবহুল হলে ভাল হত।
তারিক লিংকন বলছেনঃ
আরও ভাল করার চেষ্টা থাকবে ভবিষ্যতে