কলমের ভয়ে ভীত
194
বার পঠিতআমার কলম এখনও শক্তিশালী,
তারা আমার কলমকে ভয় পায়।
আমার লেখা তাদের আত্মা শুকিয়ে দেয়-
তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়।
আমার কিবোর্ডের প্রতিটা বোতামের চাপ cialis 10mg or 20mg
তাদের ধারালো চাপাতির চেয়ে বেশি।
এ চাপে পিষ্ট হবে, মিশে যাবে তাদের ভ্রান্ত বিশ্বাস,
জ্ঞানকে কখনও থামাতে পারে না পেশি।
আমার যুক্তির বিরুদ্ধে নামিস, যুক্তি নিয়ে নামিস।
যুক্তির বিরুদ্ধে বেমানান তোর গালাগালি।
অযৌক্তিক তত্ত্ব দিয়ে আমি চাই না, clomid and metformin success stories 2011
তোর মত কুড়িয়ে পেতে সস্তা হাততালি।
আমার বিশ্বাস আমার অন্তরে থাকে,
তার খবর জানে শুধু বিধাতা।
আমার কলমের ভয়ে ভীত ‘ধার্মিক’রা
কট্টর আস্তিক হয় করে মানুষ হত্যা। otc viagra uk
সৃষ্টিকর্তা কার কলমের সৃষ্টিতে ভীত?
যেখানে তিনি নিজেই বেছে নিতে বলেন যুক্তি।
হত্যা, বিশৃঙ্খলা, হানাহানি করে অযৌক্তিক- articles on kamagra polo
দলের সদস্যরা তুলে ধরে ঈশ্বর ভক্তি।
আমার কলমের ভয়ে ভীত অন্ধ বিশ্বাস
আপাতদৃষ্টে লভে নিয়েছে জয়।
ভীরু কাপুরুষের দল, ভুলেও ভুলিস না
যুক্তি ও সত্যের কখনও হয় না ক্ষয়।
-মিনহাজ উদ্দিন শিবলী
০২/০৪/২০১৫
কিরন শেখর বলছেনঃ viagra generico prezzo farmacia
কলম চির ক্ষুরধার। যে কোন প্রতিক্রীয়াশীল গোষ্ঠীর কাছে কলম অত্যন্ত সাংঘাতিক অস্ত্র। আপনি যথার্থই লিখেছেন।
উন্মাদ সন্ন্যাসী বলছেনঃ
কলম কখনও হয় না নত,
যতোদিন আছে সামাজের দুষ্ট ক্ষত! cialis online pharmacy forum
… কলম চলবে!
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
turisanda cataloghi ciproচমৎকার দাদা।
মিনহাজ শিবলী বলছেনঃ
does accutane cure body acneকলম আমার প্রতিবাদের ভাষা।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কলম চলবেই…