বর্ণমালার মায়া
260
বার পঠিতডুব দিয়ে ভেসে উঠেছি কার জন্য?
‘অ,আ,ম,ক’ দিয়ে শুরু কোন মায়ার জন্য।
মায়া জড়ানো ফ্যাকাশে শিশুর চোখের ইশারায়!
মায়ায় ভোলানো এই মৃতপ্রায় পথটার জন্য!
বৃষ্টির জলে কাকভেজা গাংচিলটার জন্য,
রোদপিপাসু স্বরবর্ণের নীলহাসের জন্য।
কষ্টে ডুব দিয়েছিলাম!
অনেক রংঙ্গের কষ্ট নষ্ট রাজনীতিতে ডুবিয়ে দিল!
এক সমুদ্র অমাবস্যায় ডুবেই প্রায় গিয়েছিলাম!
হিংস্রতার ট্রেনিংটাও শেষের পথে ছিল,
রক্তের চিহ্ন চিনতে শুরু করেছি সবে!
হঠাৎ অনেক ওপর থেকে আলোটা ডুব সাতার দিল!
‘অ,আ,ক,ম’ এর মায়ার সাথে আমাকে বেঁধে দিল!
একটু একটু করে সুস্থ হতে শুরু করেছি,
ডুবে থাকার ময়লাগুলো শুকিয়েছে ‘অ,আ,ক,ম’
সবটুকু ক্ষত শুকিয়ে গেলো মায়াতে!
ডুব দিয়েও ফিরেছি চেনা ছায়াতে।
মিনহাজ শিবলী বলছেনঃ price difference between cialis and viagra
ভাল লাগল
মুদ্রা আতিক বলছেনঃ
acquistare viagra in internetধন্যবাদ ভাই। viagra grupa 2015
এইমলেস ভেনাম বলছেনঃ
গভীর । পড়ে ভাল লাগলো ।
মুদ্রা আতিক বলছেনঃ prednisone 60 mg daily
bula do fluoxetine 20 mgভালো লাগার জন্য কৃতজ্ঞতা। wieso ist viagra verschreibungspflichtig
এইমলেস ভেনাম বলছেনঃ
cialis 20mg generika kaufen