বর্ণমালার মায়া
260 a randomized double-blind placebo-controlled dose-ranging study of oral sildenafil
বার পঠিতডুব দিয়ে ভেসে উঠেছি কার জন্য?
‘অ,আ,ম,ক’ দিয়ে শুরু কোন মায়ার জন্য।
মায়া জড়ানো ফ্যাকাশে শিশুর চোখের ইশারায়!
মায়ায় ভোলানো এই মৃতপ্রায় পথটার জন্য!
বৃষ্টির জলে কাকভেজা গাংচিলটার জন্য,
রোদপিপাসু স্বরবর্ণের নীলহাসের জন্য।
কষ্টে ডুব দিয়েছিলাম!
অনেক রংঙ্গের কষ্ট নষ্ট রাজনীতিতে ডুবিয়ে দিল!
এক সমুদ্র অমাবস্যায় ডুবেই প্রায় গিয়েছিলাম!
হিংস্রতার ট্রেনিংটাও শেষের পথে ছিল,
রক্তের চিহ্ন চিনতে শুরু করেছি সবে!
হঠাৎ অনেক ওপর থেকে আলোটা ডুব সাতার দিল!
‘অ,আ,ক,ম’ এর মায়ার সাথে আমাকে বেঁধে দিল!
একটু একটু করে সুস্থ হতে শুরু করেছি,
ডুবে থাকার ময়লাগুলো শুকিয়েছে ‘অ,আ,ক,ম’
সবটুকু ক্ষত শুকিয়ে গেলো মায়াতে!
ডুব দিয়েও ফিরেছি চেনা ছায়াতে।
মিনহাজ শিবলী বলছেনঃ
ভাল লাগল
মুদ্রা আতিক বলছেনঃ
ধন্যবাদ ভাই।
এইমলেস ভেনাম বলছেনঃ canadian pharmacy that sells viagra
গভীর । পড়ে ভাল লাগলো ।
মুদ্রা আতিক বলছেনঃ
got pregnant second round of clomidভালো লাগার জন্য কৃতজ্ঞতা।
এইমলেস ভেনাম বলছেনঃ