বাংলা নববর্ষের শুভেচ্ছা; সৃষ্টি সুখের উল্লাসে বিনির্মাণে আগামীর পথে…
192
বার পঠিত para que sirve el amoxil pediatricoবিনির্মাণে আগামীর পথে সভ্যতা ব্লগের যাত্রার প্রারম্ভেই এই ব্লগ সচেষ্ট ছিলো একটি মানসম্মত মুক্ত ব্লগছাউনি তৈরীতে যেখানে সভ্যতার প্রাচীর বেয়ে উঠে আসা সাহসী সম্প্রদায় এসে বসবে, আলোচনা করবে, শুধু সমালোচনায় আঁটকে না থেকে সমাধানের পথ আবিষ্কারে সচেষ্ট হবে। বিচিত্র মতাবলম্বীদের সচিত্র দর্শনে আমরা সচেষ্ট থেকেছি ভিন্নধারার ছাউনি নির্মানে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে বাঙলা বর্ণমালার মাধ্যমে প্রকাশ করা যদি একটি ব্লগের সার্থকতা হয়, তবে আমরা সেই সার্থকতা অর্জনের পথেই আছি বলে বিশ্বাস রাখি। সভ্যতা ব্লগ অনুসরণ করেনি কারো পদাঙ্ক, বরং প্রথম থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলো বাংলাব্লগ সাম্রাজ্যে অদ্বিতীয় ঔপনিবেশ স্থাপন করা। সেই সার্থকতার অমসৃণ পথ বেয়ে আমরা এই মুহুর্তে পৌঁছেছি বাঙালী জাতির এক সাংস্কৃতিক দিনযজ্ঞে, বাংলা নববর্ষে। বাংলা পঞ্জিকার আরেকটি বছর উল্টে আমরা সভ্যতার পথে এগিয়েছি আরেকধাপ, ফেলে এসেছি আমাদের বাংলা সভ্যতার এক বছরের লেখচিত্র। এই বিমূর্ত লেখচিত্রে জড়িয়ে আছে বাংলা সভ্যতার এবং বাঙালি জাতির চালচিত্রের উত্থান পতনের সুদীর্ঘ আত্মকথা, কিছু হাহাকার, কিছু গৌরব অহংকার, কিছু স্বপ্ন এবং সবকিছু মিলিয়ে উৎসবের রঙ।
এই রঙ আমরা ভাগাভাগি করে নিচ্ছি আমাদের সম্মানিত সভ্যদের মাঝে যারা অক্লান্ত চিন্তাধারায় এই অমসৃণ সময়ের পথেও বিশ্বাস রেখেছেন বিনির্মাণে; বিশ্বাস রেখেছেন আগামীর পথে। যারা একটি সুন্দর সমাজ গঠনের অদৃশ্য চুক্তিপত্রে সাক্ষর করে আজ সভ্যতার ছাউনিতে চর্চা করছেন মুক্তজ্ঞানের- মুক্তিগানের। সেই সাথে আজকের এই অবিসংবাদিত আনন্দের যজ্ঞের অংশীদার আমাদের সভ্যতার পর্যটকরা, যারা সভ্যদের পান্ডুলিপি সমূহ পাঠের মাধ্যমে সমৃদ্ধ করতে সচেষ্ট হয়েছেন নিজেদের কিংবা আগ্রহের সাথে ঘুরে গেছেন এই ভিন্নধারার ব্লগছাউনি। সবার সমস্ত ভালোলাগা ভালোবাসার অমূল্য উপহারে আমরা আনন্দিত, আমরা আলোড়িত আগামীর স্বপ্নে। বিনির্মাণে আগামীর পথে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলা দিনপঞ্জিকার এই নতুন যাত্রাপথে পুরোনো না-পাওয়া পুড়ে যাক আগামীর স্বপ্নে, সম্ভাবনায়। বাঙালি জাতির এই ঐতিহ্য দৃশ্যপট, এই বিশাল আনন্দযজ্ঞ, নতুন দিনের আগমনী গানের এই অনুপ্রেরণা ছুঁয়ে যাক ছাপ্পান্ন হাজার বর্গমাইলের পথে প্রান্তরে। নিজস্ব ঐতিহ্যের এই প্রেমময় লালনে বাঙলা সভ্যতা প্রতিষ্ঠিত হোক সমস্ত বিশ্বে, আঁচড় কেটে যাক যাবতীয় মহাবিশ্বে…
চৈত্রসংক্রান্তির এই দিনে সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা… আস্থা রাখি ঐতিহ্যে, আস্থা রাখি সভ্যতায়… বিশ্বাস রাখি বিনির্মাণে আগামীর পথে……
এইমলেস ভেনাম বলছেনঃ
walgreens pharmacy technician application onlineআপ্নাকেও
দুরন্ত জয় বলছেনঃ
সকল সভ্যকে নববর্ষের শুভেচ্ছা
মিস্টার ৪২০ বলছেনঃ
side effects of drinking alcohol on accutaneবাংলা নববর্ষের শুভেচ্ছা সকল কে …