অগ্নিপুরুষ
222
বার পঠিততাঁর সাথে কেটেছে আমার কৈশোর। গ্রীষ্মের তপ্ত দুপুরে, বৃষ্টিভেজা রাতে মোমবাতির আলোয়, কুয়াশাভরা শীতের রাতে লেপের নিচে আমি তাঁর সাথে হেঁটে বেড়িয়েছি কাশ্মীর, বার্লিন, মাদ্রিদ, নেপলস, প্যারিসের অলিগলি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি বারবার। তবুও হাঁটা থামে নি আমার।
কত বন্ধু পেলাম তাঁর কারণে। স্বর্ণহৃদয় রডরিক আর ল্যাম্পনি, ক্যান্সারাক্রান্ত মেজর ফজল মাহমুদ, অসহ্য মাইকেল সেভারস, মোচওয়ালা ক্যাপ্টেন মিশ্রী খান, লেফটেন্যান্ট আতাসী, ছোট বোনের মত লুবনা আভান্তি, হাতকাটা সোহেল আহমেদ, ফ্রেঞ্চকাট দাঁড়ির ভিনসেন্ট গগল, ‘লড়েচ কি মরেচ’ গিলটি মিয়া এবং অতি অবশ্যই কাঁচাপাকা ভুরুর সেই বুড়ো যার নাম রাহাত খান।
প্রেয়সীও কি কম জুটলো? প্রথম প্রেম রাফেলা বার্ড যার আসল নাম আর জানা হয়নি কখনোই। চিরকালীন প্রেমিকা সোহানা চৌধুরী। সুলতা রায়, মিত্রা সেন, অনীতা গিলবার্ট, লুইসা পিয়েত্রো, সবিতা। রেবেকা সাউলের কথা বাদ দিলাম কেন? বাঁধনে না জড়ানো মানুষটিকে তো এই মেয়েটা তো বেঁধেই ফেলেছিল প্রায়।
কত দুর্ধর্ষ শত্রু। প্রতিভাবান বিজ্ঞানী কবির চৌধুরী, মায়ানমারের উ-সেন, ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসের চীফ জটিলেশ্বর রায়, একচোখ নষ্ট গোলাম হায়দার, জার্মান ধনকুবের রুডলফ গুন্থার, সবসময়ের শত্রু মোসাদ। সিআইএ আর কেজিবি? ও দুটো তো……
বিচিত্র সব ছদ্মবেশ। ডেনিশ ধর্মযাজক প্যাস্টর পার বেনসন। ক্ষ্যাপা রেসিং কার চালক মরিস রেনার। ইসরায়েলি পাইলট পিটি ডাভ। মার্সেনারি ইমরুল হাসান। ঢাকার কুখ্যাত গুন্ডা ডিউক।
অদ্ভুত সব মিশন। পাকিস্তানে গিয়ে ধরতে হবে স্বর্ণমৃগকে। কাশ্মীরের শ্রীনগরে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা। দ্বারকা’র সেই দুর্গম দুর্গ। ইটালির মাফিয়াদের শিকড় ধরে টান দেওয়া সেই অগ্নিপুরুষ।
ব্যাকব্রাশ করা কালো চুল তাঁর। চোখ দুটো তাঁর অদ্ভুত মায়াময়। টানে সবাইকে, বাঁধনে জড়ায় না। viagra sildenafil generic
আজ সেই চিরনবীন মাসুদ রানার জন্মদিন।
শুভ জন্মদিন, অগ্নিপুরুষ।
কিরন শেখর বলছেনঃ
মাসুদ রানার জন্মদিন ৯ তারিখ জানা ছিল না।
ইমতিয়াজ আজাদ বলছেনঃ funny viagra stories
buy viagra blue pillনীল আতঙ্ক বই অনুযায়ী মাসুদ রানার জন্ম ১৯৩৬ সালের ৯ই এপ্রিল।
এইমলেস ভেনাম বলছেনঃ
ভালো লাগলো।
ইমতিয়াজ আজাদ বলছেনঃ pharmacy tech practice test online free
ধন্যবাদ।
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
বাহ! প্রথমে ধরতে পারিনি। সুন্দর উপস্থাপন acheter viagra pharmacie en france
ইমতিয়াজ আজাদ বলছেনঃ
ধন্যবাদ।