তবে কিসের সমানাধিকারের কথা আমরা বলি?
285 private dermatologist london accutane
বার পঠিত accutane pricesআমার কলেজের এক মেয়ে বন্ধু সেদিন বলল, সে তার স্কুলের বন্ধুদের সাথে ঘুরতে যাবে, আমি যেনো তাকে আইডিয়া দিই। আমি বললাম, কিসের আইডিয়া। ও বলল, বাসায় কেমনে ম্যানেজ করবে সেটার আইডিয়া। আমি অবাক হয়ে বললাম, তুই ঘুরতে যাবি, সেটাই সরাসরি বলে দিবি, এইখানে এতো ম্যানেজ করার কি আছে? তুই কি যুদ্ধে যাচ্ছিস নাকি??
ও বলল, ‘তোমার মত তো এত স্বাধীন না যে, ”বের হচ্ছি” বলে ঘর থেকে বের হয়ে যাবো, আমাকে কলেজ আর কোচিং ছাড়া অন্য কোথাও যেতে দেয় না’
আমার মনে প্রশ্ন জাগে, আচ্ছা, এমন কোন কলেজ পড়ুয়া ছেলে আছে নাকি, যাকে বন্ধুদের সাথে কয়েক ঘণ্টার জন্য ঘুরতে যেতে বাবা মাকে ম্যানেজ করতে হয়? কলেজ কোচিং ছাড়া অন্য কোথাও যেতে হলে বাবা মাকে কি বলবে সেটা নিয়ে ২ সপ্তাহ আগে থেকে প্ল্যান করতে হয়? আছে নাকি কেউ?
আমার ছেলে বন্ধুরা তো যখন যেখানে খুশি সেখানে চলে যেতে পারে, ঘরে ফিরতে সন্ধ্যা হয়ে গেলেও মা বাবাকে ভাবতে হয় না যে, ছেলে কোন বদ মানুষের খপ্পরে পড়ল কিনা, ছেলের কোন বিপদ হল কিনা। তবে আমার মেয়ে বন্ধুটির নিরাপত্তার জন্য কেন তার মা বাবাকে এত চিন্তা করতে হয়?
আমার অনেক মেয়ে বন্ধু আছে যাদের বাসা থেকে তাদের ফেইসবুক ইউজ করা নিষেধ, কেউ কেউ বাসায় না জানিয়ে ফেইসবুক চালায়, কেউ কেউ আবার নিজেদের ছবি দিতে ভয় পায়, ছেলেরা ছবি নিয়ে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে।
ফেবুর ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রে, ‘ফেবু চালাবো সেটা নিয়ে আবার অনুমতি নেয়ার কি আছে? ছেলেরা নির্দ্বিধায় ফেবুতে ছবি দিতে পারে, তাদের ভয়ে থাকতে হয় না মেয়েরা তাদের ছবি নিয়ে কিছু করবে কিনা, এইসব নিয়ে।
আমার ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে তেমন কোন নিষেধ নেই, (কিন্তু মাঝেমাঝে লেখাপড়া না করে সারাদিন বাইরে বাইরে ঘুরলে তখন একটু বকা দেয়) ফেবু চালানোর ক্ষেত্রে আমার তেমন কোন নিষেধ নেই ( উল্টো আমার বাবা আমার কাছ থেকে ফেইসবুক ইউজ শিখে, আমি ব্লগে,পেইজে যা কিছু লিখি সেসব বাবার অফিস থেকে প্রিন্ট করে নিয়ে আসে) যেহেতু আমার এইসব ব্যাপারে পরিবার থেকে কোন নিষেধ আসে না, তবে আমার সমবয়সী আর দশটা মেয়েকে কেনো ঘর থেকে বের হতে দিবে না, বন্ধুদের সাথে ঘুরতে দিবে না, ফেইসবুক ইউজ করতে দিবে? আমার ছেলে বন্ধুদের তো এত বাঁধা নিষেধ মেনে চলতে হয় না, তবে আমার মেয়ে বন্ধুটির জন্যই কেনো এত বাঁধা, এত বিধি নিষেধ?? এইসব প্রশ্ন আমাকে খুব ভাবায় প্রতিনিয়ত।
আমার ছেলে বন্ধুরা যারা এইসব স্বাধীনতা উপভোগ করেন তাদের কি ভাবায়, কেনো আপনি যেরকম স্বাধীন ভাবে চলতে পারেন, আপনার মেয়ে বন্ধুটি সেটা পারে না, কেনো তাকে মেনে চলতে হয় হাজারো বিধি নিষেধ, কেনো তাকে সর্বদা তার নিরাপত্তা নিয়ে ভাবতে হয়? এইসব প্রশ্ন কি কখনো আপনাদের মনে এসেছে? কিছু মুহূর্তের জন্য ও কি আপনাদের ভাবিয়েছে এইসব প্রশ্ন??? clomid over the counter
কিসের সমানাধিকারের কথা আমরা বলি? এইখানে তো মাত্র দুইটা সমানাধিকারের নমুনা দেখালাম, এমন হাজার হাজার সমানাধিকারের নমুনা আমি দেখাতে পারি। সমানাধিকার বলতে আমাদের সমাজে আসলেই কি কিছু আছে? নিজেরা একবার ভেবে দেখবেন তো……
কিরন শেখর বলছেনঃ achat viagra cialis france
যথার্তই বলেছেন। বিষয় গুলো আপনার বান্ধবীর ক্ষেত্রে যেযন হয়েছে তেমনিই ঘটে। তারপরও বলব চিন্তা ধারায় পরিবর্তন হবে আশাকরি।
ইতুর কথন বলছেনঃ
// তারপরও বলব চিন্তা ধারায় পরিবর্তন হবে আশাকরি।///// কার চিন্তা ধারার পরিবর্তন জরুরি?
কিরন শেখর বলছেনঃ
পুরুষের চিন্তা ধারার পরিবর্তনের কারণ তারাই সমাজটাকে চালাচ্ছেন। পুরুষতান্ত্রিকতার কথা বলেছি।
অপার্থিব বলছেনঃ
levitra 20mg nebenwirkungenসত্যি বলতে কি নারীর সমানাধিকার প্রতিষ্ঠা করেতে এখনো এই সমাজের অনেক পথ পাড়ি দেওয়া বাকি । দিন কে দিন প্রযুক্তি ও বিশ্বায়নের নানা প্রভাবে নারীরা সমানাধিকারের পথে একটু একটু করে এগোচ্ছে বটে কিন্ত আমাদের সমাজের সিংহ ভাগ পুরুষের মানসিকতা এখনো যেন পড়ে আছে সেই মধ্য যুগীয় যুগে। তাই এই অবস্থার পরিবর্তনের জন্য সবার আগে প্রয়োজন পুরুষের মানসিকতার পরিবর্তন। সেই সঙ্গে নারীদেরও নিজেদের মর্যাদাটুকু আরও ভাল ভাবে বুঝতে হবে। অবশ্যই বাইরে চলাফেরা সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের পুরুষের সমান স্বাধীনতা ভোগ করা উচিত। তবে সেই স্বাধীনতার ইতিবাচক ব্যবহারের উপযুক্ত শিক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের এই বর্তমান ভোগ বাদী সমাজে নারীদের এ ব্যাপারেও যথেষ্ট ঘাটতি রয়েছে।