“বাংলাদেশ’’ বনাম “জুন্মুল্যান্ড”
313 metformin tablet
বার পঠিতবাংলাদেশ এর দক্ষিণ-পূর্বে রাঙ্গামাটি , বান্দরবান,খাগ্রাছরি, কক্সবাজার এ অনেক আদিবাসি বা নিতান্ত ক্ষুদ্রও নৃ-গোষ্ঠি বহুকাল যাবত বসবাস করছে।এদের কোনো কোনো গোষ্ঠি যেমন আমাদের দেশের নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছে,আমাদের দেশের সম্পদ ব্যাবহার করছে , সুযোগ সুবিধা গ্রহণ করছে । তার বিপরীতে কিছু কিছু গোষ্ঠি আমদের সম্পদ ,আমদের দেওয়া সুযোগ সুবিধা ব্যাবহার করে আমাদের দেশের সাথেই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ৭০ কিংবা ৮০ দশক থেকে শুরু,৯০ এর দশকে তো সশস্ত্র সংগ্রাম করাই এরা শুরু করে(এখানে বলে রাখা ভাল যে আমাদেরে স্বাধীনতা যুদ্ধে যেমন কিছু আদিবাসী যোদ্ধা নিহত হয়েছে তেমনি কথিত আছে এদের অনেক গোষ্ঠি আমাদের বিরোধিতাও করেছে।)৯৭ এ শান্তি বাহিনীর সাথে শান্তি চুক্তি হয়ার পর অবসান হয় পার্বত্য অঞ্চলের সাথে আমাদের দুরুত্তের। কিন্তু তাদের মদ্ধেও ২টা গ্রুপ তৈরি হয় । একটি হল জে.এস.এস । আরেক টি হল ইউ.পি.ডি.এফ । জে.এস.এস আমাদের পক্ষে সঙ্গে আদিবাসী দের পক্ষে কাজ করছে ।তারা সামনের দিকে তাকানো শিখেছে। অপর দিকে ইউ পি ডি এফ , আমদের বিপক্ষে সেই আগের চিন্তা ধারা এবং মনভাব নিয়ে ষড়যন্ত্র করেই চলেছে। আমদের দেশের ইয়াবা , হেরোইন এর মত মাদক দ্রব্য পাচার এদের হাত আছে বলে মনে হয় ।
কিন্তু এতদিন তাদের নিয়ে কোন মাথা বেথার দরকার ছিল না। কিন্তু এখন দরকার আছে ।কারন এর আমাদের দেশ এর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে ।আর ভাল করে বললে আমাদের দেশ ভাগের চেষ্টা করছে । আর এক্ষেত্রে তারা বিদেশি শক্তির সহায়তা এবং পার্বত্য অঞ্চলের মানুষের কুসংস্কারকে ব্যাবহার করছে । synthroid drug interactions calcium
৭০,৮০ বা ৯০ দশকে তারা বাঙালিদের অপহরণ করত।তাদের অঞ্ল এ প্রবেশ করতে দিত না, আবার বাংলাদেশ আর্মির সাথে ও সরকার এর সাথে বিরোধিতা করত। বর্তমানে তাদের অপরাধের পরিধি বেড়েছে। তারা সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশ এর দক্ষিণ-পূর্বের রাঙ্গামাটি , বান্দরবান,খাগ্রাছরি, কক্সবাজার নিয়ে জুন্মুল্যান্ড নামক দেশ তৈরি করতে উদগ্রীব ।আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা কে কাজে লাগিয়ে নিজেদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করছে । আমরা যখন ব্লগ, ফেইসবুক , টুইটার এ নিজেদের বা রাজনৈতিক অস্থিরতা নিয়ে লেখা নিয়ে ব্যস্ত তখন তারা পরিকল্পনা করছে কিভাবে তাদের জুন্মুল্যান্ড প্রতিস্ঠা করা যাই।দুঃখের বিষয় আমাদের অতি পরিচিত সুশীল সমাজ এর কেও কেও প্রকাশে এদের পক্ষে কথা বলছে ।দেশের বিভিন্ন ডিফেন্স পেইজ বা ফেইসবুক এর পেইজ এ এদের আসল চাহারা দেখতে পাওয়া যাই । capital coast resort and spa hotel cipro
পরবর্তীতে এদের সামরিক কাঠামো, অস্ত্রের জোগানগান দাতা , এদের পরিকল্পনা, এদের দ্বারা তৈরি বিশেষ ওয়েস্টার্ণ সিটি , আমাদের সেনাবাহিনীর প্রস্তুতি সমন্ধে লিখব ।
(চলবে…)
দুরন্ত জয় বলছেনঃ
খুবই ছোট পোস্ট কোন কিছুই উঠে আসে নি বললেই চলে।
ভূমিকাতেই শেষ!
যাই হোক ব্যপারটা ভাববার মতই বিষয়। বিস্তারিত চাই, আর তথ্যসূত্র উল্ল্যেখ করলে ভাল হয়… acne doxycycline dosage
অপার্থিব বলছেনঃ
পুরোপুরি একপেশে দৃষ্টিভঙ্গির লেখা । পাহাড়ীরা আলাদা ভাষা, আলাদা নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীর মানুষ । বাংলাদেশের উচিত তাদেরকে মূল ধারার বাংলাদেশের সাথে সম্পৃক্ত করা, তারা যাতে নিজেদের বঞ্চিত না ভাবে । কিন্ত তা না করে তাদের যদি রাজনৈতিক , সামাজিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে বঞ্ছনার শিকার হতে হয় তাহলে তো তাদের কিছু মানুষের মধ্যে স্বাধীকারের চেতনা আসবেই । মনে রাখতে হবে স্বাধীনতা মানুষের জন্ম গত অধিকার। কিন্ত আমরা দেখেছি যে দেশ স্বাধীনের পর থেকে সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে বাংঙ্গালীদের পাহাড়ে পুনর্বাসন করা হচ্ছে। কাপ্তাই বাধ তৈরির সময় যে সব পাহাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও ঠিকমত পুনর্বাসন করা হয় নি। নানা ক্ষেত্রেই তারা এখনো অবহেলার শিকার। ফলে দিন কে দিন তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আর অপহরণ শুধু পাহাড়িরাই করে না , অতীতে সেখানে থাকা বাঙ্গালীরাও পাহাড়িদের বাড়িঘরে হামলা চালিয়েছে ,দাঙ্গা বাঁধিয়েছে । কল্পনা চাকমার মত পাহাড়ি মেয়েদের অপহরনের পর ধর্ষণেরও রেকর্ড আছে সেখানকার বাঙ্গালীদের ।
দুরন্ত জয় বলছেনঃ
kamagra pastillasসহমত…
এইমলেস ভেনাম বলছেনঃ half a viagra didnt work
সঠিক বলেছেন । পরবর্তী পোস্ট এ বিস্তারিত কিছু জিনিস লিখব । levitra 20mg nebenwirkungen
কিরন শেখর বলছেনঃ
আরেকটু গুছিয়ে লিখবেন আশাকরি। আর পোস্টের নামের সাথে সংগতি থাকলেও নাম দেখে বিষয়টার গুরত্ব বোঝা যায়নি। তবে ধনওযবাদ এমন বিষয় নিয়ে লেখার জন্য।