স্বপ্নকথন
206
বার পঠিতসেদিন ছিলো এক অতি সাধারন দিন
ছিলাম ফেসবুকে ; চোখ পড়লো এক ছবির পাতায়
দেখলাম এক ঝলমলে উজ্জ্বল রঙীন স্বপ্ন
লাল স্বপ্ন, নীল স্বপ্ন , zoloft birth defects 2013
স্বপ্নের বাহুডোলে হারিয়ে গিয়ে ছুটে চললাম স্বপ্নের ঠিকানায় ।
চলতে চলতে হলাম পরিশ্রান্ত ,
তবু হার মানিনি ; প্রেরণা পেয়েছি অচিনপুরের বীরগাঁথা থেকে
ছুটতে ছুটতে পৌঁছে গেলাম স্বপনপুরের স্বপ্ন বিক্রেতার কাছে । private dermatologist london accutane
শুধাই তারে – কখন আসবে আমার স্বপ্ন ?
হাসি হাসি মুখ ছিলো তার
কন্ঠে ছিলো জগতের সকল মিষ্টতা
মধুর স্বরে সে আমায় প্রত্যুত্তর দিলো ,
“ আসবে , এই সামনের নভেম্বরেই ”
উৎসাহ মোর বাধ মানে না ,
আইনস্টাইনের সূত্র যেন হতে লাগলো সত্যি
ঘড়ির কাঁটা যেন স্তব্ধ হয়ে গেছে ,
ক্যালেন্ডারের পাতা যেন থমকে গেছে
মহাকালের এই বিচিত্র খেলায়।
হই হই রই রই
ক্যালেন্ডারের এসে গেছে নভেম্বরের পাতা will i gain or lose weight on zoloft
ছটে চলেছি আমি , স্বপনপুরের দিকে ।
কিন্তু একি ! কোথায় আমার স্বপ্ন ? renal scan mag3 with lasix
শুধু দেখা যায় বিক্রেতার সেই হাসি হাসি মুখ
জোর দিয়ে বললো – এইতো , ওই দেখা যায় স্বপ্নের শিপমেন্ট
শুধু আরেকটা মাস করতে হবে অপেক্ষা।
কারন কবির ভাষায় , সবুরে স্বপ্ন ফলে………
মন মানে না এই দিনের বাধন
পকেটে পড়ে রয়েছে এই কষ্টার্জিত টাকা ,
কিন্তু এ টাকা তো আমার স্বপ্নের জন্য !
স্বপ্নপূরনের জন্যই তো পরিশ্রম ……
কেটে গেলো বহুদিন , about cialis tablets
চারিদিকে দেখা যায় নতুন বছরের রব can your doctor prescribe accutane
নতুন বছর ? amiloride hydrochlorothiazide effets secondaires
তবে কি এসেছে ? এসেছে কি আমার স্বপ্ন ?
বাতাসে ভাসে উড়ো খবর , স্বপ্ন নাকি এসেছে
বিক্রেতাও ঘটা করে ঘোষনা দিলো স্বপ্ন বিক্রির।
কিন্তু তারপরে সব চুপচাপ; নেই কোন সাড়াশব্দ
বিক্রেতাকে শুধাই- ভাই , কোথায় আমার স্বপ্ন ?
ভুরু কুচকে গেলো তার
রাগান্মিত স্বরে কেপে উঠলো ঘর
জানার সীমা বৃদ্ধি পেলো
জানলাম , স্বপ্ন পেতে হলে দাড়াতে হবে লাইনে
লিখে দিতে হবে নাম ঠিকানা
মুখে থাকতে হবে হাসি……
বিক্রেতারই বহুরূপীতায় বিমুগ্ধ হয়ে
দিলাম আমার নাম ঠিকানা glyburide metformin 2.5 500mg tabs
অপেক্ষায় রইলাম একটি তারিখের
অনেক , অনেক গুরুত্বপূর্ণ সে তারিখ।
দিন যায় , রাত যায়
চলে যায় সারা মাস; কিন্তু স্বপ্নের দেখা পাইনি আমি আর
শুধাই সকলকে – কবে ? কবে আসবে আমার স্বপ্ন ?
পকেটের টাকা স্থান পেয়েছে সিন্দুকের তলদেশে
পরেছে ধুলোর পরত
মাঝে মাঝেই বারবার পাগলের মতো গুনি সে টাকা
ভাবি , সৎ থেকে কি ভুলই করলাম ?
কিসের অভাব ছিলো আমার ? টাকা ছিলো , যোগ্যতা ছিলো
তবে কেন পাইনি আমার স্বপ্নকে ? কে দেবে আমার কথার জবাব ?
ক্যালেন্ডারের পাতায় চলে গেছে আরো একটি মাস
হাটা ধরি স্বপনপুরের দিকে clomid over the counter
ধীরলয়ে , যেমন করে হাটে মৃত মানুষেরা
আমায় দেখেই একটি গালভরা হাসি দেয় স্বপ্ন বিক্রেতা
কুৎসিত , তেলতেলে সে হাসি।
জানায় আমায় , এসে পড়বে স্বপ্ন
তবে দিতে হবে কিছু সঞ্চিত ধন
“ অগ্রীম হিসেবে “ বললো সে আমায়
কবে আসবে ? নির্জীবভাবে শুধাই তাকে।
কারন মনে নেই আর কোন আশা, আর কোন উৎসাহ kamagra pastillas
আরো একটি মাস ! সজোরে চিৎকার দেয় বিক্রেতা
আমার চোখে তা ধরা দেয় শিয়ালের হুক্কাহুয়া ডাকের মতো ।
ফিরে চলি আমি নিজের পুরনো কাজে
পেছনে ফেলে চলি স্বপনপুর
আবার আসিবনা ফিরে para que sirve el amoxil pediatrico
কারন এতোদিন যা দেখেছি , তা কোন স্বপ্ন ছিলো না ,
ছিলো এ জগতের এক মরীচিকা মাত্র…………
মস্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
অগ্রীম সঞ্চিত ধন টা কোনটা?
দুরন্ত জয় বলছেনঃ
জীবনের বন্ধুর পথে চলতে চলতে আমরা খুজে ফিরি সুখ, এইতো কিছুদিন পরই সুখ আসবে…
ব্যপারটা কি এরকম?
আহমেদ স্বজন বলছেনঃ
এতো গভীরভাবে আসলে চিন্তা করিনি।
একটা কোম্পানি অনেক মানুষের স্বপ্ন নিয়ে যা করেছে , তাই লিখলাম আরকি।