ধর্ষিতা গৃহ
176
বার পঠিতগর্জনে স্বপ্ন ভেঙে যায়, ঘুম ভেঙে যায়।
স্বপ্নের জগৎ থেকে বাস্তবেও ভাঙন লাগে।
শরীর কাঁপছে থরথর। বিছানা কাঁপছে।
নাহ; শারীরিক মৈথুন নয়। যন্ত্রের ধর্ষণ। viagra vision issues
ভাঙন ধরে ঘরের কুমারিত্বে। posologia clomid
দেয়াল ভাঙে, ছাদ ভাঙে, মেঝেও রক্ষা পায় না।
ধর্ষিতা গৃহের রক্তক্ষরণে মৃত্যু ঘটে।
রূপালি ছাদ হারিয়ে এখন বৃহৎ নীল ছাদ।
দেয়াল এখন স্বচ্ছ বাতাস।
মার্ক্সবাদের তত্ত্ব কপচানো ‘সাম্যবাদী’ মানুষেরা উপভোগ করে ধর্ষণ।
তোমাদের পুঁথিগত সাম্যবাদে থুহ।
-মিনহাজ উদ্দিন শিবলী
২২/০৩/২০১৫ prednisolone 5mg soluble tablets children
viagra pills at gas stations
কিরন শেখর বলছেনঃ
আমি কবিতা ভাল বুঝি না। তবে এটুকু বলব ভাল লেগেছে। তবে শেষের দুই লাইনে প্রথমের সাথে মিল টা ঠিক বুঝলাম না।
মিনহাজ শিবলী বলছেনঃ
তথা কথিত সাম্যবাদীরা মূলত বুলি আউড়ে যায়, সাম্যবাদের প্রয়োগে তাদের দেখা পাওয়া যায় না
দুরন্ত জয় বলছেনঃ
বুঝি নাই! ভাই ও ভাই বুঝায় দেন না! comprar cialis generico 10mg
মিনহাজ শিবলী বলছেনঃ
বাসার পাশে বস্তি ভাঙছিল। পাশের বাসার একজন মার্ক্সবাদী ‘ভদ্দরলোক’ তাতে যারপরনাই আনন্দিত। তার ভাষ্যমতে এখন আর গালাগাল শুনতে হবে না বস্তি থেকে।