স্বাধীনতা – এক উপলব্ধি
299
বার পঠিত“The great revolution in the history of man, past, present and future, is the revolution
of those determined to be free.”
- John F. Kennedy
বাঙালীর শোষিত হওয়ার ইতিহাস বহুদিনের। দিনের বললে ভুল হবে,বহু শতাব্দীর। শুধু বৃটিশ না,আফগান, মোঘল আরো অনেক জাতির কাছে শোষিত হয়েছে বাঙালী। শোষিত হতে হতে নিজের যে আলাদা একটা স্বত্ত্বা আছে, সংস্কৃতি আছে,ঐতিহ্য আছে তা কারো মনেই ছিল না। ১৯৪৭ এ বৃটিশদের শোষণ থেকে মুক্তি পেলেও বাঙালীর জন্য সেই মুক্তি ছিল নামেমাত্র। শোষণের বিন্দুমাত্রও কমেনি। বরং বেড়েছে। বাঙালীর টনক নড়ল যখন প্রথমবারের মত মুখের ভাষার উপর আঘাত হানা হলো। বাঙালীর ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব বায়ান্নোর “ভাষা আন্দোলন”।
“Freedom cannot be bestowed — it must be achieved.”
Elbert Hubbard (American writer, publisher and artist)
বাঙালী স্বাধীনতা অর্জন করেছে। কারো কাছ থেকে পায় নি। কেউ দয়া করে দেয়নি। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এই স্বাধীনতার জন্য। অনেক প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। শুধু একাত্তরে নয়। স্বাধীনতার জন্য এখন পর্যন্ত জীবন দিতে হচ্ছে। এই স্বাধীনতা আমাদের। এটাকে রক্ষা আমাদেরই করতে হবে।
“Freedom is nothing but a chance to be better.”
-Albert Camus (French author, journalist and philosopher)
“সভ্যতা ব্লগ” সেইসব বীর শহীদদের শ্রদ্ধা জানায় যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য জীবন দিয়েছেন,জীবন দিয়ে যাচ্ছেন। যারা দেশের জন্য যেকোন কিছু করতে প্রস্তুত তাদেরকে সভ্যতা ব্লগ শুধু অনুপ্রেরনাই দেয়না,সুযোগ তৈরী করে দেয়। সভ্যতা ব্লগের বিস্তৃত উঠানে দেশের আনাচে কানাচে সকল প্রকার অন্যায় অবিচার,দূর্নীতি, উদ্যোগ সব মিলিয়ে সকল বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করা যায়। সভ্যতা ব্লগ বিশ্বাস করে বাক স্বাধীনতায়। সভ্যতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘটনাগুলো সবার সামনে তুলে ধরতে দৃঢ়প্রত্যয়ী সভ্যতা ব্লগ। সভ্যতা ব্লগ চেষ্টা করছে এমন একটি তথ্যভান্ডার গড়ে তোলার যেখানে দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করা মানুষদের হারিয়ে যাওয়া গল্প সংরক্ষিত থাকবে। সভ্যতা ব্লগ এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।
স্বাধীনতার ৪৩ বছরে যেসব বীররা দেশের জন্য কাজ করে গেছেন, বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন তাদের প্রতি সভ্যতা ব্লগ শ্রদ্ধা প্রদর্শন করছে।
সাথেই থাকুন সভ্যতার।
সভ্যতা ব্লগ টিম
বিনির্মানে আগামীর পথে।
অংকুর বলছেনঃ
সভ্যতার সাথেই আছি। আশা করি দেশের জন্য কিছু করার সুযোগ পাব
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
metformin tabletসভ্যতার সাথেই থাকতে চাই
দুরন্ত জয় বলছেনঃ
সভ্যতার সাথেই আছি… আর সহযাত্রীর অপেক্ষায়।
মুক্তিযুদ্ধ বিষয়ক এত পোস্ট অন্য কোথাও দেখি নি!
ঘুমন্ত বলছেনঃ
হুম ঠিক বলেছেন। এই সভ্যতা ব্লগটা মনে হয় মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক। একাত্তরে আগ্রহীদের জন্য জানার অনেক কিছুই আছে
দুরন্ত জয় বলছেনঃ
আমি অনেক কিছু জেনেছি এখান থেকে…
ঘুমন্ত বলছেনঃ
হুম। নাম না জানা সেসব মানুষের কাহিনী যাতে তাদের সাথেই হারিয়ে না যায় সেই।চেষ্টা করতে চাই
জন কার্টার বলছেনঃ
“বিনির্মাণে আগামীর পথে” -সাথেই আছি প্রিয় সভ্যতা! চলুক সভ্যতার অগ্রযাত্রা … wirkung viagra oder cialis
একরাশ শুভ কামনা ….