চলছে সাইবার যুদ্ধ…
1535
বার পঠিত বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ভারতীয়রা “মওকা মওকা” নামে কিছু বিজ্ঞাপন তৈরী ও প্রচার করে। ইংল্যান্ডকে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ, এবং পরবর্তীতে নিউজিল্যান্ডের কাছে হারের পর নিশ্চিত হয় কোয়াটার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এরপরই আগের দল গুলোর ক্ষেত্রে যেমন মওকা মওকা বিজ্ঞাপন তৈরী করেছিল, বাংলাদেশের বিপক্ষেও তৈরী করে মওকা মওকা বিজ্ঞাপন।
বিজ্ঞাপনে দেখানো হয় “India created Bangladesh” যা কি না সরাসরি আমাদের দেশের ত্রিশ লাখ শহীদের প্রতি অপমান করা হয়, তাদের ত্যাগকে অস্বীকার করা হয়। স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের সাহায়তা করেছে ঠিকই কিন্তু “India created Bangladesh” কথাটি সম্পূর্ণ ভুল। এ কথাটির মাধ্যমে আমাদের জাতিকে অপমান করা হচ্ছে। ভারতের সাপোর্টার দের এমন কাজের পর গত ১৬ই মার্চ, রবিবার। ইন্ডিয়ার বিপক্ষে সাইবার যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশী হ্যাকাররা। বাংলাদেশের ৬টি হ্যাকার গ্রুপ Bangladesh Black HAT Hackers , 3xp1r3 Cyber Army , Bangladesh Grey Hat Hackers , Cyber Sword , Team_CC , Bangladesh Script Kiddie Hackers এই যুদ্ধে অংশ নিচ্ছে ।
গতকাল থেকে এপর্যন্ত ভারতের কর্ণাটক বিশ্ববিদ্যালয়, মুম্বাই পুলিশের ওয়েবসাইটসহ ১২০০টির বেশি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছে। দুপুর ৩টার দিকে তারা জানিয়েছে, ভারতীয় শেয়ার বাজারের সাইট ডাউন ছিল প্রায় বিশ মিনিটের জন্য! তবে বাংলাদেশ থেকে এখনও ওই সাইটে ঢোকা যাচ্ছে না। Rise Of The Tigers এর ইভেন্ট ( https://www.facebook.com/events/415570758603052/ ) এর মাধ্যমে ও পেজ ( https://www.facebook.com/ROTTIGERS ) মাধ্যমে তারা তাদের কার্যক্রম প্রকাশ করছে তারা বলেছে ক্ষমা চাওয়া না পর্যন্ত চলবে এই সাইবার যুদ্ধ। এর আগে ফেলানী হত্যার প্রতিবাদে ২০১২ সালে ভারতের সাথেই সাইবার যুদ্ধ হয়েছিল। তখনও জয়ী হয়েছিল বাংলাদেশি হ্যাকাররা। তাদের উদ্দেশ্য কি জানতে চাইলে Rise Of Tigers এর একজন সদস্য ‘তানভিরুল ইসলাম দিপ্ত’ জানায় -”our target is going to destroy their cyber space completly if they not apolize.
Our message: Indians, The Supreme Arrogant Nation
You Taught The World How To Criticise Others In An Abominable Way.
It Is Strictly Suggested To Watch Your History Before Making Any Words Against Bangladesh Cricket. You May Manipulate The Mass Media To Downsize Tigers.
But, We Can Manipulate Your Cyber Space As Like Child Toy
Remember What We Did In 2012 & Again This Time.
Remember,
We Never Forget, We Never Forgive, We Never Give Up
Expect us!
Rising Of The Tigers
A group of Bangladeshi Hackers” প্রতিবাদের হিসেবে কেন হ্যাকিং কে বেছে নিলেন জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে হ্যাকিং কে বেছে নেয়া এবারই প্রথম নয়। ২০১২ তেও করেছেন তারা। এবারও অস্ত্র হিসেবে কীবোর্ড ধরা ছাড়া অন্য কোণ পথ রাখে নি ভারতীয়রা। যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তারা। আগামী ১৯ই মার্চ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগার রা… সময়ের অপেক্ষা। আশা করি টাইগার রও জবাব দিবে এর…
এইমলেস ভেনম বলছেনঃ
পড়ে ভালো লাগলো।
২০১২ এর পর বার দেশের হ্যাকাররা এক হয়েছে । তবে উল্লেখ্য দেশের নামকরা কিছু হ্যাকার মাঠেই নামে নাই । তারা নামলে তো…………….
ধরে দিবানি
দুরন্ত জয় বলছেনঃ
এ সম্পর্কে বেশি কিছু জানি না… viagra en uk
ইলোসিয়া মৌনিন বলছেনঃ
irbesartan hydrochlorothiazide 150 mgগুড জব। B|
দুরন্ত জয় বলছেনঃ
ইকবাল মাহমুদ অনিক বলছেনঃ
দুস্ট ছেলের দলের অসাধারন কাজ।অভিনন্দন রইল ঐ হ্যাকারদের প্রতি
অপার্থিব বলছেনঃ
ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে উত্তেজনা দিন কে উন্মাদনায় পরিণত হচ্ছে যেটা মোটেও ভাল লক্ষণ নয়। এমনকি জামাত শিবির গুলোও এই সুযোগে আজ কাল কঠিন বাংলাদেশী হয়ে গেছে। আজ দেখ লাম আনন্দ বাজার লিখেছে আগামী দশ বছরের মধ্যে ভারত- বাংলাদেশ ম্যাচ ভারত পাকিস্তানের মত মাঠের বাইরে আলাদা উন্মাদনায় রুপ নেবে। ভারতীয়দের ব্যাঙ্গ বিদ্রুপের প্রতিবাদ নানা ভাবেই করা যায় কিন্ত হ্যাকিং জিনিসটা অনৈতিক।
২০০৭ এ ভারত বাংলাদেশের কাছে হারার পরপর অনেকেই ভারতে যেয়ে কাষ্টমস কর্মকর্তাদের কাছে নানা ভাবে হয়রানীর শিকার হয়েছিল । এবারো হারলে মনে হয় এমন হতে পারে, এমনকি বর্বর বি এস এফ নুতুন করে সীমান্তে গুলি চালানোও শুরু করতে পারে।
দুরন্ত জয় বলছেনঃ
amiloride hydrochlorothiazide effets secondairesভয়ে চুপ থাকতে বলছেন??? all possible side effects of prednisone
অপার্থিব বলছেনঃ
doctorate of pharmacy onlineতা হবে কেন ? কিন্ত হ্যাকিং কাজটা অনৈতিক । এমনকি আমাদের দেশের আইনে এটা শাস্তি যোগ্য অপরাধ।
নাজমুল বলছেনঃ
can levitra and viagra be taken togethergo ahed boyes we r proud you as lioke our tiger creketer
জন কার্টার বলছেনঃ can you tan after accutane
acquistare viagra in internetঅপরাধ সব সময়ই অপরাধ, সেটা যে উদ্দেশ্যেই করা হোক না কেন!
নিন্দা জানাচ্ছি এ ধরনের অপরাধমূলক কাজের!
দুরন্ত জয় বলছেনঃ para que sirve el amoxil pediatrico
আমি এর পক্ষে। আমার দেশকে অপমান করবে আর এটা মেনে নেয়া হবে তা তো চলবে না। আমরা তো বর্বর নই। তাই আমাদের এই হ্যকার রা কীবোর্ড ধরেছে। renal scan mag3 with lasix
আর এতে যদি টনক নড়ে ওদের্।
এটা প্রয়োজন ছিল।
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
আমিও এর পক্ষে
দুরন্ত জয় বলছেনঃ
জেনে ভাল লাগলো
sfbsfg বলছেনঃ
wdqw