বিনির্মানের পথে আগামীর সভ্য- ফেব্রুয়ারি ২০১৫
427
বার পঠিত“সভ্যতা ব্লগ” শুরু হয়েছিল “বিনির্মানে আগামীর পথে” স্লোগান নিয়ে। সেই আগামীর পথ বিনির্মানের লক্ষে সভ্যতা ব্লগের যাত্রা চলছে প্রায় এক বছরকাল থেকে।
যুক্তরাজ্যের সাবেক প্রেসিডেন্ট Franklin D. Roosevelt এর ভাষায় “It is common sense to take a method and try it. If it fails, admit it frankly and try another. But above all, try something.” সেই কোন কিছু চেষ্টা করার আশাতেই সভ্যতা ব্লগ। সভ্যতা ব্লগ বিশ্বাস করে চেষ্টায়, অগ্রগতিতে, অনুপ্রেরনায়। যা আমাদের দেশকে, জাতিকে, বিশ্বকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে।
সভ্যতা ব্লগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, প্রতি মাসে সভ্যতা ব্লগের সভ্যদের মাঝ থেকে সেরা সভ্য নির্বাচন করা হবে। মাস শেষে ব্লগে অবদান, পাণ্ডুলিপির মান এবং অন্যান্য পাণ্ডুলিপিতে প্রতিক্রিয়ার ভিত্তিতে সেরা ব্লগারদের পুরষ্কার দেয়া হবে। মোট তিনটি বিভাগে এই পুরষ্কার দেয়া হবে।
→ সেরা সভ্য
→ সর্বোচ্চ মন্তব্যকারী
→ সেরা মন্তব্যকারী prednisolone for cats diarrhea
প্রিয় সভ্য, scary movie 4 viagra izle
ফেব্রুয়ারি ২০১৫ এর পর্যালোচনার পর আমরা এই তিন বিভাগের জন্য তিনজন সভ্যের সন্ধান পেয়েছি। আইরিশ নাট্যকার George Bernard Shaw এর কথায় ” Life isn’t about finding yourself. Life is about creating yourself “. সভ্যতা ব্লগ তার সভ্যদের এই সুযোগ দানে দৃঢ়প্রত্যয়ী।
ফেব্রুয়ারি মাসে ব্লগিং এ বিশেষ অবদান, সেরা মন্তব্য এবং সর্বোচ্চ মন্তব্যকারী তিনজনকে সভ্যতা ব্লগ পরিবারের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের পূর্ণ নাম এবং ঠিকানা ( মেইলিং এড্রেস) “আদি সভ্য” র ফেসবুক আইডিতে মেসেজ করে দেয়ার অনুরোধ জানানো হচ্ছে।
ফেব্রুয়ারি ২০১৫ এর-
→ সেরা সভ্য : লাল সবুজের ফেরিওয়ালা
→ সেরা মন্তব্যকারী এবং ব্লগিং এ বিশেষ অবদান : ফাতেমা জোহরা
→ সর্বোচ্চ মন্তব্যকারী : দুরন্ত জয়
সুস্থ থাকুন। সভ্যতার সাথেই থাকুন। বিনির্মানে আগামীর পথে।
get viagra now
অংকুর বলছেনঃ
পুরস্কারটা আমিই পাইতাম,একটুর জন্য হইল না। বাই দা ওয়ে,কংগ্রাচুলেশনস জয়। নেক্সট টাইম কিন্তু আমি। বাকি দুইজনকেও কংগ্রাচুলেশনস
ফাতেমা জোহরা বলছেনঃ
নোপ !! নেক্সট টাইম আমি !!
দুরন্ত জয় বলছেনঃ otc viagra uk
দেখা যাবে
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
অংকুর ভাই আমরা আমরাই তো
তারিক লিংকন বলছেনঃ
তাই? পুরষ্কার পেলে সবাই এমনটিই বলে!! অভিনন্দন ভাই funny viagra stories
দুরন্ত জয় বলছেনঃ
জেলাস নাকি??
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
ধন্যবাদ ভাই
ফাতেমা জোহরা বলছেনঃ
আমিইইইইইইই
এত খুশি লাগছে, বলার মতো না!! ধন্যবাদ সভ্যতাকে…
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
আমারো
দুরন্ত জয় বলছেনঃ cara menggugurkan kandungan 2 bulan dengan cytotec
ইয়েস ইয়েস আমিই
তবে পরিসংখ্যান দিলে ভাল হত কে কতটা মন্তব্য করেছে। প্রথম পাঁচ জনের তাহলে প্রতিযোগীরা নিজের অবস্থান বুঝতে পারত! metformin slow release vs regular
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
articles on kamagra poloধন্যবাদ সভ্যতা
তারিক লিংকন বলছেনঃ
পুরষ্কার প্রাপ্তদের অভিনন্দন…
কবে আমরা পাব?
দুরন্ত জয় বলছেনঃ
জন কার্টার বলছেনঃ
অভিনন্দন সকল বিজয়ী কে … diflucan one time dose yeast infection
অংকুর বলছেনঃ
আমি কবে পাব!