মজার ছড়া
164
বার পঠিতখোকন মাকে প্রশ্ন করে-
বলতে পারো মাম্, levitra online drugstore
তোমার কাছে আমার আছে
কত্তো টাকা দাম! viagra pill for sale
হেসে কেঁদে বলেন মা তার-
জানিস নে তা বোকা, viagra vs cialis vs levitra 2012
তুই তো আমার গচ্ছিত ধন,
সোনামাণিক খোকা।
খোকন বলে- যেইখানে সেই
গচ্ছিত ধন রাখা-
কুলপি খাবো, সেখান থেকেই
দাও না দু’টো টাকা।
নিকৃষ্ট মানুষ বলছেনঃ
খোকন বলে- যেইখানে সেই
গচ্ছিত ধন রাখা-
কুলপি খাবো, সেখান থেকেই
দাও না দু’টো টাকা।
ভাল লেগেছে
দুরন্ত জয় বলছেনঃ
আগেও দিয়েছিলেন হয়তো!