অপরাধবোধ
168
বার পঠিতঅপরাধগুলো আমার ঘাড়ে বসে চেপে-
বিবেকের দংশনে ক্ষণে ক্ষণে উঠি কেঁপে।
পরের পাপে আমাকে হতে হয় অপরাধী,
পরের ভুলের মাশুল দিতে গিয়ে আমিই কাঁদি।
এখন সান্ত্বনা ফেরি করে ঘোরা মানবেরা
বিনামূল্যে দিবে না কিছুই সান্ত্বনা ছাড়া।
তোমাদের ঐ মিছরির বুলেট বড় অর্থহীন-
বিঁধে অপরাধের হলদে রক্তে- ব্যথা চিনচিন।
অপরাধবোধের তপ্ত গলিত লাভায় দাঁড়িয়ে
শরীর ঠাণ্ডা মাথায় হৃদয়কে মারে পুড়িয়ে।
পাপের মহাবিশ্বে আমি আবার হারিয়ে যাই।
আফসোস, মনের জন্য বার্ন ইউনিট নাই। accutane prices
-মিনহাজ উদ্দিন শিবলী
১১/০৩/২০১৫
দুরন্ত জয় বলছেনঃ
puedo quedar embarazada despues de un aborto con cytotecকি সে পাপ?
নিকৃষ্ট মানুষ বলছেনঃ
কত রকমের পাপ। নিষিদ্ধ পাপ। উপেক্ষিত পাপ। স্বীকৃত পাপ। পাপের জগৎ… amiloride hydrochlorothiazide effets secondaires