কারণ আমি মৃত্যুর জন্য থামতে অক্ষম
230
বার পঠিতমৃত্যু জন্য আমার হয়নি থেমে যাওয়া-
সে-ই আমার জন্য থামল দেখিয়ে দয়া-
আমরা চড়ি তার সে রথে-
অমরত্ব হল সঙ্গী সে পথে।
চলছি ধীরে-জানা নাই তাড়াহুড়া
রেখে দেওয়ালো সে আমার দ্বারা
অবসর আর পরিশ্রম
ভদ্রতা নেই তো কম-
পেরোলাম বিদ্যালয়, যেথায় শিশুগণ
খেলছে বৃত্তে – যখন বিরতির ক্ষণ-
পেরিয়ে যাই শস্যক্ষেত্র-
আর অস্তমিতপ্রায় মিত্র-
অথবা- সেই আমাদের পেরিয়ে গেল বরং-
কাঁপায় শিশিরে আনা স্বচ্ছ শীতলতার রং-
আমার গাউন আর চাদর-
লূতাতন্তুর মত কাপড়- missed several doses of synthroid
থেমে গেলাম বাড়ির সামনে-দেখে আপাত
মনে হয় যেন ভূমি থেকে কিছুটা জাগ্রত-
ছাদ দৃশ্যমান সামান্য-
কার্নিস ভূমিতে ডোবান- ovulate twice on clomid
তারপর থেকে আজ কাটিয়ে বছর শত
তবুও অনুভূতি যেন একটি দিনের মত
চড়ে ঘোড়াটানা রথে-
ছুটছি অনন্তকালের পথে-
(Because I Could Not Stop for Death
-Emily Dickinson
ভাবানুবাদের দুঃসাহসঃ মিনহাজ উদ্দিন শিবলী
২৪/০২/২০১৫ ) renal scan mag3 with lasix
দুরন্ত জয় বলছেনঃ
ভাল হয়েছে
মিনহাজ শিবলী বলছেনঃ
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
all possible side effects of prednisoneবাহ
তারিক লিংকন বলছেনঃ
kamagra pastillasঅনুবাদ চমৎকার হইছে!!
চালায় যান একদিন বইমেলায় আপনার বই পাবো
মিনহাজ শিবলী বলছেনঃ
নিকৃষ্ট মানুষ বলছেনঃ
thuoc viagra cho namবই বের হবে কিনা জানিনা। প্রকাশনার কোন ধারণা নাই। আর এখন কি কবিতার বই কেউ কিনে ? সেরকম পাঠক এখন কি আছে ? তার উপর নতুনদের বই…উদ্ভট ধরনের নাম দিতে হয়, উপরের ঠোঁট নিচের ঠোঁট আরও কিসব acquistare viagra in internet