কলঙ্কের সৌন্দর্য
380
বার পঠিতসৌন্দর্য কি হয় কখনও নিষ্কলঙ্ক?
নাকি কলঙ্কের মাঝেই সুন্দর লুকায়?
চাঁদের গায়েও আছে কাল রেখার অঙ্ক।
সৌন্দর্য-কলঙ্কের তিল ঠোঁটের কোণায়।
হোক সে কালি চাঁদের বুকে।
ছোট্ট সে তিল তোমার মুখে।
অসুন্দর ছাড়া সুন্দরের কোন অর্থ নাই।
অসুন্দরকে করছ কেন তবে অবহেলা?
কলঙ্কের দিকেই বারে বারে ফিরে তাকাই।
সৌন্দর্য মানে নিষ্কলঙ্ক আর কালির খেলা।
কাজলের টিপ কপাল কোনে-
কলঙ্ক শিশুর মঙ্গল আনে। acheter cialis 20mg pas cher
ফর্সা গায়ে উল্কির কালি, সেও লাগে ভাল-
মেলছে প্রশস্ত ডানা বিশাল পেগাসাস।
ছায়া ছাড়া অসহ্য চোখ ধাঁধানো আলো।
শরীরে চাই অবিশুদ্ধ অক্সিজেন নিঃশ্বাস।
কলঙ্কের মাঝেই সৌন্দর্য লুপ্ত।
সৌন্দর্যের মাঝেই কলঙ্ক সুপ্ত।
-মিনহাজ উদ্দিন শিবলী
১৭/০২/২০১৫
উৎসর্গঃ সাফিনা আহমেদ তরী
(যাকে দেখে এই লেখার ধারণা মাথায় আসে)
অংকুর বলছেনঃ free sample of generic viagra
আসলেই, সত্যি কথা। অসুন্দর না থাকলে সুন্দরের কোন অর্থ থাকত না। ভালো লাগল ভাই
দুরন্ত জয় বলছেনঃ
বাহ!
ভাল ছিল মিনহাজ ভাই…
তারিক লিংকন বলছেনঃ
চমৎকার!!
কলঙ্কের সৌন্দর্য এবং সৌন্দর্যের কলঙ্ক ভাল বিষয় viagra lowest price
মিনহাজ শিবলী বলছেনঃ
ধন্যবাদ
prednisone 10mg dose pack poison ivy
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
ভাল লাগলো
মিনহাজ শিবলী বলছেনঃ