আংগুল
1007
বার পঠিতআঠাশ আগস্ট, উনিশ শ একাত্তর
“জুয়েল, একটা নাম বলো শুধু, একটা মাত্র জায়গা চিনিয়ে দাও| আই সুয়্যার অন আওয়ার ফ্রেন্ডশিপ ব্যাক ইন লাহোর, ইউ উইল বি ফ্রি”
কথাগুলো বলছিলেন মেজর ফারুক আফজাল| পাকিস্তান আর্মি টিমের হয়ে ওপেনিং বল করতেন তিনি, সেই সুবাদে দুবছর আগে লাহোরে দেখা হয়েছিল জুয়েলের সাথে| ইস্ট পাকিস্তান ভার্সাস আর্মি টিমের ম্যাচে বাংগালি একটা ছেলে গুনে গুনে তিনটা ছক্কা মেরেছিল তাকে, যার শেষটা স্টেডিয়াম পেরিয়ে সৈনিক ক্যান্টিনে গিয়ে পড়েছিল|
আই বাপ, ইয়ে বংগাল কা শের কৌন হ্যায় রে! ক্রীড়াসুলভ মনোভাবের অধিকারী ফারুক নিজেই গিয়ে পরিচিত হয়েছিলেন জুয়েলের সাথে| পাকিস্তান জাতীয় দলেরও অনিয়মিত সদস্য ফারুক আফজাল নিশ্চিত জানতেন, বাংগালি হোক আর যাই হোক, এই ছেলে পাকিস্তানের হয়ে ওপেন করবেই|
নিয়তির কি নির্মম পরিহাস, সেই জুয়েল আজ তার সামনে| এই শেখ মুজিব লোকটাই সব নষ্টের মূল, ইয়ং ছেলেদের মাথা খেয়ে এরকম একটা প্রতিভাকে ঠেলে দিয়েছে যুদ্ধের মুখে| গাদ্দারটাকে এ্যারেস্ট করা হয়েছে ভেবে আত্মতৃপ্তিও পেলেন তিনি|
সদারসিক জুয়েলকে সহজেই সঠিক পথে আনতে পারবেন, এরকম একটা আত্মবিশ্বাস তার ছিল, কিন্তু গত তিন দিনে তা পুরোটাই উধাও হয়ে গিয়েছে| সেনাপরিবারেই জন্ম ফারুকের, বাবাও ছিলেন পাকিস্তান আর্মির কর্নেল| তাই যত পূর্ব পরিচয় থাকুক, তথ্য আদায় করতে সব রকম কায়দাই ব্যবহার করেছেন জুয়েলের উপর|
হালকা ভয় ভীতি দিয়ে শুরু হওয়া ইন্টারোগেশন তিন দিন পার হবার পর জুয়েলের রাজপুত্রের মত চেহারাটাকে মোটামুটি কসাইয়ের দোকানের থ্যাতলানো কাবাবের মাংসের রূপ দিয়ে ফেলেছে, ফারুক নিজেও তাকাতে পারছেন না| অথচ হতভাগাটা একটা শব্দ বলছেনা!
রেগে গিয়ে জুয়েলের ভাংগা আংগুল তিনটি চেপে ধরলেন তিনি, গুলি লাগা এই আংগুল তিনটি দেখেই মুক্তি হিসেবে চেনা গিয়েছিল ওকে| doctus viagra
“মাগো!!” আর্তনাদ করে উঠল জুয়েল|
Jewel, my friend, all these can end if you cooperate. I will arrange your medical treatment,I will see so that you can play cricket again.Dont make me do this, please!
জুয়েলের কানের কাছে ফিসফিস করে বললেন কথাগুলো|
কদ্দুর কি বুঝল জুয়েল তা ফারুক বুঝতে পারলেন না, তবে ওকে কথা বলার সুযোগ দিলেন|
“মেজর , আই হ্যাভ সামথিং টু শো ইউ, রিলিজ মাই হ্যান্ডস”|
সাথে সাথে হাত খুলে দেয়া হল, সামনের টেবিলে এলাকার ম্যাপটাও এগিয়ে দিলেন ফারুক| তিনি নিশ্চিত, জুয়েল এবার অন্তত একটা আস্তানা দেখিয়ে দেবে|
কিন্তু জুয়েল খুব অদ্ভুত একটা কাজ করল, যেটা তিনি কল্পনাও করেননি| বাম হাত দিয়ে ডান হাতের কনুই ধরল সে, যে হাতের আংগুল গুলো ভাংগা সেটি|
“Some decades later, these three fingers of mine will play for my country in World Cup.For now, this is for you!
চোস্ত ইংরেজিতে কথাগুলো বলে ডান হাতের ভাংগা মধ্যমাটি মেজর ফারুকের মুখের সামনে আড়াআড়িভাবে তুলে ধরল ও, শরীরের শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে বলল, “জয় বাংলা!”
পরমুহূর্তে সেভেন পয়েন্ট সিক্সটু এমএম চায়না পিস্তলের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ল পাকিস্তানের সেরা ওপেনার শেখ হালিম চৌধুরী জুয়েলের নিথর দেহ|
তার প্রায় তিন দশক পর ১৯৯৯ বিশ্বকাপে প্রথম বারের মত পাকিস্তানের মুখোমুখি হল বাংলাদেশ| দলের হয়ে ওপেনিং বল করতে রান আপ শুরু করল আজকের গতিদানব খ্যাত খালেদ মাহমুদ সুজন| কেউ খেয়াল করলনা, যে তিন আংগুল দিয়ে সুজন বলটা ধরেছে, হাতের বাকি আংগুলের চাইতে সেগুলো বেশ খানিকটা লম্বা|
এর পরেরটুকু ইতিহাস, যেটি সবারই জানা|
বাষট্টি রানে প্রথমবারের মত বাংলাদেশের কাছ হেরে হাড়িচাচার মত মুখ করে স্টেজে উঠলেন ওয়াসিম আকরাম| স্পীচ দেবার ঠিক আগে ভয়াবহ আতংকে শিউরে উঠেছিলেন এক মুহূর্তের জন্য, কি দেখে, কাউকে বলেননি|
একী! গ্যালারির বিশাল স্ক্রীনে মাঠের বদলে শুধু একটা রক্তাক্ত মিডেল ফিংগার দেখাচ্ছে কেন!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
মাঝে মাঝে এই মানুষটার লেখা পড়ে স্তব্ধ হয়ে যাই, নির্বাক তাকিয়ে থাকি মনিটরের দিকে, কি পড়লাম এইটা? আবেগ আর দ্রোহ মিশায়ে এমন অসামান্য প্রলয়কাণ্ড কিভাবে ঘটাতে পারে একটা মানুষ? স্রেফ কয়েকটা আঙ্গুল কিবোর্ডে চেপে বুকের ভেতর এমন ধাক্কা কিভাবে দিতে পারে মানুষটা? খুব জানতে ইচ্ছে করে…
Mashroof ভাই, ক্যামনে পার? ক্যামনে?
মাসরুফ হোসেন বলছেনঃ
সবার সামনে বলতে লজ্জা নেই, আমি এর আগে আসলে নন-ফিকশন ছাড়া কিছু লেখিনি কখনো। সাহস করে ফিকশন লেখা শুরু করেছি তোর লেখাগুলো পড়ে
এই সাহসটুকু আমাকে দেয়ার জন্যে দেশে আসলে তোকে ওয়েস্টিনে চা খাওয়াবো
দুরন্ত জয় বলছেনঃ
আমিও চা খাব!
মাসরুফ হোসেন বলছেনঃ
তোরে আমি এতক্ষণ আস্তিক নাস্তিক ক্যাচালে আপনি আপনি করতেসি?!!! যা মুড়ি খা!!
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
জয় কিন্তু পুংটা আছে
মুড়ি খাইতে বললে কি না কি খাইতে বসবে কে জানে…
posologie prednisolone 20mg zentiva
দুরন্ত জয় বলছেনঃ
ডন ভাই বলেই দিল নিচে । আচ্ছা ভাই বিয়ে করেছেন? আপনার বিয়ে খাব

বহু দিন বিয়ে নিয়ে কাউকে গুতাই না!
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
জয় ভাই, হাহাহা…… মোক্ষম।
মাসরুফ হোসেন বলছেনঃ
বিয়া করছিলাম, টিকেনাই
আবার করবো এ-ন-শাল্লাহ
দুরন্ত জয় বলছেনঃ
কুনু প্রবলেম নাই কইরেন একটা না দশটা! levitra 20mg nebenwirkungen
দাওয়াত দিবেন কার্ডে লিখবেন কোন গিফট আনা যাবে না।
দেখবেন প্রতি মাসেই ইভেন্ট পাবেন মাসরুফ ভাই বিয়ে করতে চায়
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ওয়েস্টিনে চা খাইতে কুন আপত্তি নাই, কিন্তু তার আগের তিন লাইনে প্রচণ্ড আপত্তি আছে… ইনফ্যাক্ট ইহা এক আন্তর্জাতিকমানের প্রোপ্যাগান্ডা…
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
সবই মিডিয়ার সৃষ্টি
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
ওহো, সভ্যতায় উষ্ণ স্বাগতম…
অংকুর বলছেনঃ
হ্যা সুস্বাগতম
ঘুমন্ত বলছেনঃ
স্বাগতম সভ্যতায়
স্পীকার বলছেনঃ
সভ্যতায় নতুন নাকি? নতুন হয়ে এত সুন্দর একটি পোস্ট! চমৎকার!
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
মাননীয় স্পীকার হয়ে গেলেন নাকি ভাই?
ফাতেমা জোহরা বলছেনঃ
কি বল্বো বুঝতে পারছি না । কিভাবে পারেন এরকম লিখতে !! স্রেফ অসাধারণ…
ঘুমন্ত বলছেনঃ
আসলেই অসাধারণ
Anisur Rahman বলছেনঃ
অসাধারণ
অপার্থিব বলছেনঃ
লেখা ভাল লাগলো।
এখানে ছোট একটা ত্রুটি আছে । প্রথম ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয় ১৯৭৫ সালে। প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ ১৯৭১ সালে আয়োজিত হলেও সেটির কারন ছিল বৃষ্টিতে একটি টেস্ট ম্যাচের প্রথম ৩ দিন কোন খেলা না হওয়া । এর আগে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ আয়োজনের কোন ধারনাই ছিল না। কাজেই শহীদ জুয়েলের জবানীতে ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গ উল্লেখ না করে টেষ্ট ক্রিকেটের কথা উল্লেখ করলে সেটি বেশি যুক্তিযুক্ত হত। about cialis tablets
অংকুর বলছেনঃ
renal scan mag3 with lasixকথায় যুক্তি আছে
ঘুমন্ত বলছেনঃ
হুম ঠিক বলেছেন। ওয়ার্ল্ড কাপ ১৯৭৫ থেকে। Australia, England, India, New Zealand, Pakistan, West Indies and Sri Lanka & East Africa এই ৮ টি টিম খেলেছিল। ৬০ ওভারের ম্যাচ ছিল
স্পীকার বলছেনঃ
জিতেছিল কে?
দুরন্ত জয় বলছেনঃ zovirax vs. valtrex vs. famvir
আমারও জানা ছিল ভুলে গিয়েছি
মীরমদনের পুনর্জন্ম বলছেনঃ
ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুইবার
half a viagra didnt work
অংকুর বলছেনঃ
বাহ ঘুমন্ত ভাই,অনেক তথ্য দিয়ে দিলেন দেখি
দুরন্ত জয় বলছেনঃ
ঘুমন্ত ভাই ঘুমের থেকে উঠে উড়ন্ত হয়ে গেছে! amiloride hydrochlorothiazide effets secondaires
মাসরুফ হোসেন বলছেনঃ
ত্রুটি স্বীকার করছি, তাও এভাবেই থাকুক
গতিদানবকে পচাতেই গল্পটি লেখা, কিন্তু জুয়েলের উপস্থিতিতে এই দিকটা সবাই মিস করে গেছে
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আসলেই… এইটা পুরাই আজিব যে সবার গল্পটা ভালো লাগছে, কিন্তু কেউই গল্পটার অন্যতম গুরুত্বপূর্ণ একটা থিম ধরতে পারে নাই… এইটা জুয়েলের জন্য লেখা অবশ্যই, কিন্তু এইটাতে চামেচিকনে গতিদানব অ্যাডমিরাল জেনারেল স্যার খালেদ মাহমুদ সুজনকে পচানি দেওয়া হইছে…
দুরন্ত জয় বলছেনঃ
খেয়াল করেছি কিন্তু সেটা ঢাকা পড়েছে জুয়েল এর উপস্থিতিতে।
ফাতেমা জোহরা বলছেনঃ
প্রথমে খেয়াল করিনাই। এখন দেখলাম
অপার্থিব বলছেনঃ
এই লেখাটির বিভাগ স্যাটায়ার ছিল না । তাছাড়া খালেদ মাহমুদের মত একজন জুয়ারী , ষ্পট ফিক্সিং এর দায়ে অভিযুক্তকে “পচানোর” জন্য শহীদ জুয়েলকে টেনে আনার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না ।
মাসরুফ হোসেন বলছেনঃ
ভাই, শহীদ জুয়েলের আত্মা ভর না করলে গতিদানবের মত লোক কেমনে ম্যান অফ দা ম্যাচ হয়, এইটা এই গল্পটার একটা প্যারালাল থিম :/
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
accutane pricesসত্যি জুয়েল এর উপস্থিতির কারণে সুজন কে ছোট করতে পারিনি এ লেখায়।
অপার্থিব বলছেনঃ
viagra vs viagra plusEast Africa সম্পর্কে একটা কথা বলা দরকার। এই দলটি ছিল আফ্রিকার কেনিয়া ,উগান্ডা, তাঞ্জানিয়া,জাম্বিয়া কে নিয়ে গড়া একটি দল অনেকটা ওয়েস্ট ইন্ডিজের মত। এই দলটি শুধু ঐ একটি বিশ্বকাপেই অংশ গ্রহন করে। বর্তমানে এই দেশ গুলো আলাদা ভাবেই আইসিসির বিভিন্ন সহযোগী টুর্নামেন্টে অংশ নেয়।
দুরন্ত জয় বলছেনঃ
সবাই এত জানে কি করে!!
অংকুর বলছেনঃ
চমৎকার লিখেছেন ভাই, একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছি
ঘুমন্ত বলছেনঃ
ভালো লিখেছেন। হৃদয় ছুয়ে গেল
তারিক লিংকন বলছেনঃ
সভ্যতায় স্বাগতম…
হতবাক হয়ে গেলাম! দারুণ লিখেছেন synthroid drug interactions calcium
মাসরুফ হোসেন বলছেনঃ
all possible side effects of prednisoneমিয়া ভুংভাং ছাড়েন, আপনার আগে সমসাময়িক কোন ফৌজিরে এইরকম সাহসী
( মানে চিন্তাচেতনার ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে ফৌজিরা বাই ডিফল্ট সাহসী) কাউরে দেখিনাই আমি :3
দুরন্ত জয় বলছেনঃ
পুলিশ ফৌজি এক হল ম্যংগ পিপল কই যাই!
মাসরুফ হোসেন বলছেনঃ
তোরে দিতেছি খাড়া, নাস্তিক ক্যাচালে দিমু তোরে ফাজিল!
স্পীকার বলছেনঃ clomid over the counter
শহীদ জুয়েল এর প্রতি অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা। পোস্টটা অসাধারণ
অংকুর বলছেনঃ
শহীদ জুয়েলের জন্য অনেনেক ভালোবাসা
দুরন্ত জয় বলছেনঃ
দারুণ লিখেছেন! আপনি পুলিশ নাকি লেখক!
সভ্যতায় স্বাগতম।
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
কোটি টাকা দামের প্রশ্ন…
দুরন্ত জয় বলছেনঃ
আরে পুলিশের কথা ভাবলেই চোখে ভেসে ওঠে কোন দৃশ্য বলেন তো! ইয়া বড় ভুড়ি ওলা পানা চিবাচ্ছে, আর বলছে “ঐ সব সর ফাইজলামি পাইছোস”!
যুগ বদলাইছে।
মাসরুফ হোসেন বলছেনঃ
ইয়ে, আমারও ছোটখাটো ভুড়ি আছে একটা :/
দুরন্ত জয় বলছেনঃ
জাতি জানতে চায় পুলিশ হলেই কি ভুড়ি থাকতে হবে? আর ভুড়ির রহস্য কি?
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
দুরন্ত জয় বলছেনঃ
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
এসব লেখা পড়লেই আমি আবেগী হয়ে পড়ি।
দুরন্ত জয় বলছেনঃ
আপনি একা না আমরাও!
নীহারিকা বলছেনঃ
প্রথম বলেই ছক্কা !
মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলছেনঃ
তথাস্তু
মাসরুফ হোসেন বলছেনঃ
পড়বার জন্যে কৃতজ্ঞতা
দুরন্ত জয় বলছেনঃ
ছে ছে পুলিশ হইয়া ক্যচাল!!
মাসরুফ হোসেন বলছেনঃ
তোর সাহস তো কম না! ঠুল্লার লগে ক্যাচাল করোস!
দুরন্ত জয় বলছেনঃ
ঠুল্লা কি জিনিস!!