মার্চ মানেই জয় বাংলার মাস
1154
বার পঠিতআজ মার্চ মাসের ১ তারিখ।বাঙালির মুক্তির সাথে মার্চ মাস জড়িয়ে আছে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে।মার্চের প্রতিটি দিন মুক্তির সংগ্রামে এগিয়ে যাওয়ার এক একটি ধাপ হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের পাতায়।অগ্নিঝরা মার্চ বাঙালির স্বাধীনতার ডুবে যাওয়া সূর্য পুনরুদ্ধারের সংগ্রামে ঝাপিয়ে পড়ার মাস ।মার্চ মাস বাঙালির জন্য অন্য ১১টি মাস থেকে একটু আলাদা
১৯৭১ সালের এই মার্চের ২ তারিখ প্রথম উড়েছিলো বাঙালির প্রানের হলুদ মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা তৎকালীন ডাকসু ভিসি আ.স.ম আব্দুর রবের হাত ধরে কলা ভবন প্রাঙ্গণে। ১৯৪৮ সালে ২ মার্চ ফজলুল হক হলে কামরুদ্দীন আহমদের সভাপতিত্বে তমুদ্দিন মজলিস ও মুসলিম ছাত্রলীগের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। ঐদিনই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সম্প্রসারণ করে প্রথম সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৯৭১ সালের এই মার্চের ৩ তারিখে বঙ্গবন্ধুকে বাংলাদেশের সর্বাধিয়ক ঘোষনা করা হয় এবং স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়।ঐ দিনই পল্টনে প্রথম জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সালের এই মার্চের ৭ তারিখ ভেসেছিলো বাঙালির প্রাণের দাবি স্বাধীনতার প্রথম আহ্বান,সেদিনই ভেসে এসে ছিলো যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে নামার,সেদিন পিতার কণ্ঠে ভেসে এসেছিলো
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ”
১৯২০ সালের এই মার্চের ১৭ তারিখ জন্মগ্রহন করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৬৬ সালের এই মার্চের ১৮ তারিখ আওয়ামী লীগের কাউন্সিলে গৃহীত হয়েছিলো বাঙালির মুক্তির সনদ ছয় দফা।
১৯৭১ এই মার্চের ২৫ তারিখ বৃহস্পতিবার ঘুমন্ত নিরীহ বাঙালির উপর চালানো হয় ইতিহাসের সবচেয়ে জগন্য গণহত্যা অপারশন সার্চ লাইট
১৯৭১ এর এই মার্চের ২৫ তারিখ রাত ১২টার পরে মানি ২৬ তারিখ বঙ্গবন্ধু বাংলাদেশকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন এবং গ্রেফতার হন।
লিংকঃ
১৯৭১ এর এই মার্চের ২৬ তারিখ বাঙালি ঝাপিয়ে পড়েন তাদের মুক্তির সংগ্রামে। মার্চের এই মহান দিনটি আমাদের স্বাধীনতা দিবস। levitra 20mg nebenwirkungen
১৯৭১ এর এই মার্চের ২৭ তারিখ বঙ্গবন্ধুর পক্ষে কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন জিয়াউর রহমান।
লিংকঃ
১৯৭১ সালের এই মার্চের ২৭ তারিখ কালুর ঘাট থেকে স্বাধীন বাংলা বেতার ক্রেন্দ প্রথম ধাপের
কাজ শুরু করেন।
১৯৫১ সালের এই মার্চ মাসের ২৯ তারিখ জন্ম নিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গেরিলা যোদ্ধা রুমী <3
১৯৭১ এর এই মার্চের ৩০ তারিখ কালুর ঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাকিস্তানী বাহিনী
হামলা চালায়।
এছাড়াও ১৯৭২ সালের এই মার্চের ১২ তারিখ ভারতীর বাহিনী এদেশ ছেড়ে যায় আর মার্চের ২৩ তারিখ বাংলাদেশের
প্রথম গণপরিষদে অধিবেশন বসে।১৯৭২ এর এই মার্চেই চালু হয় বাংলাদেশের মুদ্রা।
২০০৪ সালের এই মার্চেই বিবিসির শ্রোতা জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উপাধি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান।
মার্চ মানেই জয় বাংলার আপন একটি মাস,মার্চ মানিই জয় বাংলার মাস।
venta de cialis en lima peru
নীহারিকা বলছেনঃ
১৯২০ সালের এই মার্চের ১৭ তারিখ জরম্ন নিয়েছিলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এখানে করেছিলেন বলা উচিত আর রুমীর জন্ম ১৯৫১ সালে ।
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ wirkung viagra oder cialis
ঠিক করে দিছি আপু
অংকুর বলছেনঃ
অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন এই পোস্টে। একটা কথা মনে হয় মিসিং। স্পষ্টভাবে বলা উচিত। ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। জয় বাংলা।
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
ঠিক করে দিছি ভাই ,জয় বাংলা
অংকুর বলছেনঃ
ধন্যবাদ
দুরন্ত জয় বলছেনঃ will i gain or lose weight on zoloft
ছোটমরিচে ঝাল বেশি, ছোট পোস্টে তথ্য বেশি। সব কিছু এক সাথে
প্রতিটা ঘটনার বিস্তারিত পোস্ট কি পেতে পারি না?
বিশেষ করে ছয় দফা, রুমি, প্রথম গণ পরিষদের অধিবেশন।
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
প্রতিটা বিষয় নিয়েই লেখবো বলেই এই ছোট পোস্টে সব এক করছিলাম কিন্তু আমি কিঞ্চিৎ বেশি অলস তাই এখনো লিখবো লিখবো করছি। আশা করি লিখে ফেলবো
অংকুর বলছেনঃ
আলসেমি না করে লিখে ফেলুন। সামনে সুদীর্ঘ পথ চলা বাকি
ঘুমন্ত বলছেনঃ
আসলেই লিখে ফেলুন
দুরন্ত জয় বলছেনঃ irbesartan hydrochlorothiazide 150 mg
ঠিক বলেছেন অংকুর ভাই
স্পীকার বলছেনঃ
amiloride hydrochlorothiazide effets secondairesহ্যা বিস্তারিত পোস্ট চাই। নাহলে পুশি চাই লুল
দুরন্ত জয় বলছেনঃ
doctorate of pharmacy onlineভাই না আপু যাই হোন ঝেড়ে কাশুন। লিখা শুরু করে দিন…
ঘুমন্ত বলছেনঃ
লুল মন্তব্য ছিল। আদি সভ্যের কাছে সেরা মন্তব্য আখ্যায়িত করার আবেদন জানাচ্ছি
দুরন্ত জয় বলছেনঃ
viagra en ukআমি কি করবাম কন! ভাই বললে যদি আপু হয়! আবার আপু বলব যদি ভাই হয়!
তাই দুইটাই!
স্পীকার বলছেনঃ
লাল সবুজের ফেরিওয়ালা, নামটা তো মনে হয় পুরুষবাচকই
অংকুর বলছেনঃ
হাহ হাহ হাহ। সহমত ঘুমন্তর সাথে
অংকুর বলছেনঃ
ভাইই তো মনে হচ্ছে! লাল সবুজের ফেরিওয়ালা, আপনি ভাই না আপু?
দুরন্ত জয় বলছেনঃ
acne doxycycline dosageভাই + আপু = ভাপু
যেটাই হোক উনি উধাও কেন!
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
আমি তো নিজেকে ভাই বলেই জানতাম
লেখা শুরু করে দিবো খুব তাড়াতাড়ি
ঘুমন্ত বলছেনঃ
অনেক গুরুত্বপূর্ণ সব তথ্য পেলাম। ধন্যবাদ ভাই
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
আপনাকে তথ্য গুলো জানাতে পেরে আমি ও খুশি হলাম ভাই viagra in india medical stores
তারিক লিংকন বলছেনঃ
দুর্দান্ত একটি সময়োপযোগী পোস্ট…
কর্তৃপক্ষকে ধন্যবাদ স্টিকি করার জন্যে!
স্পীকার বলছেনঃ
ও হ্যা,স্টিকি করা হয়েছে দেখি
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
পড়ার জন্য ধন্যবাদ ভাই
স্পীকার বলছেনঃ about cialis tablets
সময়োপযোগী তথ্যবহুল একটি পোস্ট, অনেক ধন্যবাদ ভাই
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ private dermatologist london accutane
আপনাকেও ধন্যবাদ ভাই কষ্ট করে পড়ার জন্য
শুভ্র তুহিন বলছেনঃ metformin gliclazide sitagliptin
খুবই সুন্দর এবং তথ্যবহুল একটি পোষ্ট। তবে মনে হয়- কেমন যেন একটু তাড়াহুড়ো করে লেখা!
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ all possible side effects of prednisone
ভাই আমার লেখার গতি সুবিধার না।এই ছোট পোস্ট টা লিখতেও আমার বেশ খানিকটা সময় লেগেছে
অপার্থিব বলছেনঃ
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গ বন্ধুর জন্ম ১৭ই মার্চ । এ বিষয়টি ছাড়া পড়ে গেছে। তারপরও পোস্ট টি ভাল ছিল।
অপার্থিব বলছেনঃ
উপরের মন্তব্যটি প্রযোজ্য নয় ।দুঃখিত।
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
বঙ্গ বন্ধুর জন্ম ১৭ই মার্চ লেখা আছে তো