আমি লিখব
345
বার পঠিত pastilla generica del viagraআমি লিখব,
আমার কলমের গলা টিপে হত্যা করতে পারবি না। metformin er max daily dose
ধর্মের নামে ধান্দাবাজি আর করবি সন্ত্রাস।
ফেলবি নাহয় আরও একটা দুটা বেশি লাশ।
ওরে বোকার দল-
যত চেষ্টাই করিস তোরা, পাপ থেকে পার পাবি না। cialis 20 mg prix pharmacie
আমি লিখব,
আমার কলমের গলা টিপে হত্যা করতে পারবি না। sildenafil 50 mg dosage
মস্তিষ্ক ধোলাই করে ফলন করছে মিথ্যার বীজের।
চিন্তা-চেতনা-বিবেক-বুদ্ধি তোর কিছুই নাই নিজের।
ওরে মুনাফিকের দল-
প্রকৃত ধর্মের সৌন্দর্যের মর্ম কভু অনুভব করবি না।
আমি লিখব,
আমার কলমের গলা টিপে হত্যা করতে পারবি না।
যে ধর্মের দোহাই দিয়ে তোরা করে যাস অন্যায়,
সে ধর্ম তোর মত পাপীরে নিবে না স্বর্গের দরজায়।
তোরাই নাস্তিকের দল-
মিথ্যা ধর্মের চশমা চোখে ধর্মের আলো দেখবি না। kan metformin krossas
আমি লিখব,
আমার কলমের গলা টিপে হত্যা করতে পারবি না।
-মিনহাজ উদ্দিন শিবলী
২৭/০২/২০১৫ acquistare viagra online consigli
দুরন্ত জয় বলছেনঃ
cd 17 clomid no ovulationতোরাই নাস্তিকের দল-মিথ্যা ধর্মের চশমা চোখে ধর্মের আলো দেখবি না।
অংকুর বলছেনঃ
এইসব ভন্ড নিয়ে আসলে চলাও মুশকিল। সম্মুখযুদ্ধ হইলে এদের কবে শেষ করে দিতাম। কিন্তু এরা পলিটিক্স করে। ধর্ম নিয়ে পলিটিক্স। মানুষকে ভুল বুঝায়। এইটার প্রতিরোধ করার একটাই উপায়। লিখে যেতে হবে
মিনহাজ শিবলী বলছেনঃ sito sicuro per comprare cialis generico
লিখতে গিয়েই অভিজিৎ, থাবা বাবারা মৃত্যু বরণ করে। লিখলেও মারে। বললেও মারে। তবে কি চুপ থাকব?অবশ্যই না। সত্য বলে মরে যাওয়াও ভাল। সৃষ্টিকর্তা দেখবেন কে সত্য কে মিথ্যা; সে বিচারের ভার তাঁর হাতে। আর যারা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী তারা তাদের বিবেক দিয়ে বিচার করবে কে ভুল আর কে ঠিক।
ঘুমন্ত বলছেনঃ
ঠিক বলেছেন। কত জনকে মারবে এরা? লিখেই যেতে হবে। আমাদের কথাগুলো সবাইকে জানাতে হবে। ধর্ম নিয়ে পলিটিক্স আর না
অংকুর বলছেনঃ
কলম চলবে