লিম্বো
444
বার পঠিতআঁধার খুব গাঢ়।
আবছা আলোর রেখা বাড়িয়ে দিল তা আরো। acquistare viagra in internet
এক মানবমূর্তি
ভয়হীন মনে হাঁটছে আঁধারে মনে খুব ফুর্তি।
বিশাল উর্ণনাভ-
পথের মাঝে দাঁড়িয়ে, খাদ্য পেলেই তার লাভ।
পদসংখ্যা অষ্ট।
মানবমূর্তি দৈত্যাকার পদের সবটি করল নষ্ট।
অতিকায় মশক।
মাথার সামনে বসানো তার চেয়েও বড় চোষক।
চোষকরূপী শুঁড়-
ধরে মানবমূর্তি দিল আছাড়, মশা ভেঙে চুরচুর। metformin tablet
কে চিৎকার দিল?
আরও দুটি মানবমূর্তি এগিয়ে বল্লম হাতে নিল।
হবে কে শিকার?
ভয়হীন মানবমূর্তি ভাবে-ক্ষতি কী হবে তার।
আমিই তো আঁধার।
আমাকেই বধিবার মত ব্যাধ আছে কে আর?
ভেঙে যায় স্বপন।
লিম্বো হতে বাস্তবতায় ফেরে মানবমূর্তি তখন।
কিন্তু হায় একি!
বাস্তবতায় কল্পের চেয়ে হাজারগুণে ফাঁকি। levitra 20mg nebenwirkungen
ফিরে যায় স্বপ্নে।
মানবমূর্তি শান্তি খোঁজে অলীক লিম্বোর ভুবনে।
-মিনহাজ উদ্দিন শিবলী
১৫/০২/২০১৫ missed several doses of synthroid
দুরন্ত জয় বলছেনঃ
উর্ণনাভ , লিম্বোর
অর্থ কি?
মিনহাজ শিবলী বলছেনঃ
buy kamagra oral jelly paypal ukউর্ণনাভ- মাকড়সা
লিম্বো -Limbo (নরকের একটা অংশ, এখানে দুঃস্বপ্নের জগৎ অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে)
দুরন্ত জয় বলছেনঃ
ও!!!
অংকুর বলছেনঃ
নতুন শব্দ। আমিও মানে জানতাম না। ধন্যবাদ জয়
ঘুমন্ত বলছেনঃ
clomid over the counterবাহ ভালো লিখেছেন তো
অংকুর বলছেনঃ
অতিকায় মশক।
মাথার সামনে বসানো তার চেয়েও বড় চোষক।
মিনহাজ শিবলী বলছেনঃ