হুজুরদের কি মন বলে কিছু নেই?
298
বার পঠিতপ্রায় দুই বৎসর আগের কথা। আমার এক দুঃসম্পর্কের মামা আছে। মামার একটি হালকা পাতলা মাল্টি মিডিয়ার দোকানও আছে। সেই দোকানে শুধু কম্পিউটারের মাদ্ধমে মোবাইল ফোনে গান লোড দেওয়া হয়। মামার দোকানে খুব একটা কাস্টমার আসতো না। শুধু গান লোড এর জন্য খুব বেশি কাস্টমার আসেও না।
তাই সারাদিন আমরা বন্ধুরা মামার দোকানে বসে কম্পিউটারে ‘এইজ অব এম্পায়ার’ গেম খেলতাম।
তখন রমজান মাস। ঈদ এর আর মাত্র সপ্তাহের মত দিন বাকি। আমি বিকাল বেলা দোকানে একাই বসে বসে গেম খেলায় ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী এলাকার এক হুজুর দরজায় দাড়িয়ে।
হুজুর দরজা থেকেই আমাকে জিগায় যে এই দোকানের যে মালিক সে কোথায়। আমি বললাম, মামা আমকে বসিয়ে বাইরে গেছে, আসতে দেরি হবে। আপনার সময় থাকলে বসে অপেক্ষা করতে পারেন।
অনেক ঘৃণা এবং অসস্থি নিয়া সে দোকানে বসলো। বসার পর হুজুর আমায় জিজ্ঞেস করলো, দোকানদার তোমার কেমন মামা? আমি বললাম পরিচিত, বয়সে অনেক বড় তাই মামা ডাকি, তবে খুব ভালো সম্পর্ক।
একটা কাশি দিয়ে পরিস্থিতি আর একটু স্বাভাবিক করে হুজুর আমাকে দ্বিতীয় প্রশ্নটি করলো- এই দোকানে কি কি ধরনের গান পাওয়া যায়, এইখানে কি হামদ, নাথ গযল, কেরাত এইসব পাওয়া যায়? আমি বললাম জি পাওয়া যায়। আমার কথা শুনে তখন সে আমাকে এমন একটা অপরিচিত হামদ তার মোবাইলে লোড দেওয়ার কথা বলল, যেই হামদ টা আমি কখনো শুনি নাই। তবু কিছুক্ষন গরু খুঁজে খুঁজে না পেয়ে বললাম, নাই!
এইবার সে আমারে বলল হামদ যেহেতু নাই তাহলে আমারে একটা ওয়াজ দেও। এইবারও আমি ফেইল মারলাম! কারন কম্পিউটারে অনেক জনপ্রিয় ওয়াজ থাকা সত্ত্বেও তার চাওয়া আমি পুরন করতে পারলাম না! মানে সে যে ওয়াজ চাচ্ছে সেটাও খুঁজে পেলাম না। হুজুরের এহেন উদ্ভট সব ওয়াজ, হামদ এর চাহিদা দেখে খুব রাগ হচ্ছিল। কিন্তু হুজুর বলে কিছু বলতে পারছিলাম না। হুজুর তখন আমারে কয় তোমাদের দোকানে তো ভালো কিছুই রাখো না। হুজুরের এইরকম মন্তব্যে আমার মেজাজ আরও খারাপ হইলো। কারন তার উদ্ভট চাহিদা এবং আমার গেম খেলায় বিঘ্ন ঘটতাছে। আমি বললাম আমরা এইসব খুব বেশি রাখিনা, এইসব বেশি চলেনা।
এরপর হুজুর আবার পালটা প্রশ্ন করে বসে। বলে, তাইলে তোমরা কি রাখো? আমি বললাম নানা রকম সিনামার গান, হিন্দি গান, বাংলা আধুনিক গান, ইত্যাদি। তখন হুজুর বলে পুরাতন বাংলা ছবির সামাজিক গান আছে?
আমি মনে মনে কই শালার বেটা হুজুর কয় কি? তাইতো বলি তার চাহিদা আমি কেন মিটাইতে পারিনা!
তখন আমি হুজুর কে একটু সাহস নিয়া কইলাম, এই কথা আগে কইলেই পারতেন। সময় টা নষ্ট হইত না। এইখানে তো সরমের কিছু নাই!
কিন্তু হায়! একি ব্যাপার! আমি এইবারও তার চাহিদা মিটাইতে চরম ভাবে ব্যর্থ! কারন সে যে গান চায় তা আমি কস্মিন কালেও শুনি নাই! তখন আমার মেজাজ চরমে। তাই বললাম, হুজুর কিছু মনে কইরেন্না। আপনি কি সত্যিই গান লোড করতে আসছেন নাকি ফাইজলামি করতে আসছেন? আপনি এই গান কই শুনছেন? এই গান এখনো পয়দা হয়নাই। আপনি কি চান বলুন তো? আপনি কি কুনো কাজে এসেছেন, নাকি অন্য কিছু চান?
তখন হুজুর আর একটু আউগাইয়া বসে আমাকে বলে, রাগ কর কেন? আমি বললাম রাগ করতাছিনা। আপনার আর কিছু বলার থাকলে বলেন আর না থাকলে মামা আসলে পড়ে আসেন।
তখন সে আর একটু ক্লোজ হইয়া মাথার টুপি টা পকেটে ঢুকাইয়া আমারে ফিস ফিস কইরা বলে তোমার কম্পিউটারে কি এক্স আছে।
আমিতো শুইনা অবাক! হুজুর কয় কি! আমি না বুঝার ভান করে আবার জিগাইলাম, কি বললেন হুজুর? হুজুর এইবার আমতা আমতা করে আবার বলে, ইয়ে মানে তোমার কম্পিউটারে কি এক্স আছে? এইবার আমি মুচকি হেসে এক বাক্যে বলে দিলাম, নাই। আর মনে মনে বললাম, এতো প্যাঁচানোর দরকার ছিলোনা। আগে ভাগে বলে দিলেই আমার গেম খেলার বেঘাদ হইত না!
(সংগৃহীত)
অংকুর বলছেনঃ missed several doses of synthroid
acne doxycycline dosageলুল। আমিও এই ধরনের হুজুর দেখছি। আগে সাইবার ক্যাফেতে বসতাম। ওইখানে দেখছি
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
অংকুর বলছেনঃ
para que sirve el amoxil pediatricoমিনহাজ শিবলী বলছেনঃ kamagra pastillas
এইসব ভণ্ড হুজুরদের কাছেই এসব বেশি থাকে
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
ঘুমন্ত বলছেনঃ
লুল রে লুল। পর্ন দেখে আর গিটার বাজাতে বাজাতে বলে আসতাগফিরুল্লাহ। এইসব কি অশ্লীল কাজ করে! মানুষজন।কোন পথে যাচ্ছে।
অংকুর বলছেনঃ
বাপরে! এক্কেরে ডাইরেক্ট হিট।
কৃষ্ণ গহ্বর বলছেনঃ
তারিক লিংকন বলছেনঃ nolvadex and clomid prices
হুজুরের হুজুর আছে না! কি আর করবে…
১৬/১৯ টার অনুমোদন তো পাই নাই এই মৌলবাদী হুজুরের হুজুর দমাতে ৪ টা কি যথেষ্ট!! দিয়ে দিতেন কিছু!! সব হারামির উত্তরপুরুষ zoloft birth defects 2013