ইচ্ছে
বার পঠিতদুষ্টুমিতে, মিষ্টি মেয়ে
তুই কি আমার মন ভরাবি?
শক্ত করে, হাতটি ধরে, চিমটি কেটে ,
আমার সনে পথ চলবি?
দুপুর বেলার তপ্ত রোদে,
রুমাল দিয়ে, ঘাম মুছে,
ক্লান্তি আমার দূর করবি?
মাঝে মধ্যে, ইচ্ছে হলে,
তুই কি আমায় পত্র দিবি?
ভালবাসতে চাইলে তোকে,
তুইও কি আমায় ভালবাসবি?
মিনহাজ শিবলী বলছেনঃ
এটা লিখে প্রেম পত্র দিয়ে ফেলেন। tadalafil citrate powder
দুরন্ত জয় বলছেনঃ effetti e controindicazioni del viagra
মেয়ে যদি বুঝতো তাহলে তো হতই!
মিনহাজ শিবলী বলছেনঃ kamagra oral jelly 50mg
আহারে, বোঝেনা সে বোঝেনা menscare cialis
দুরন্ত জয় বলছেনঃ
হুম :’( :’( what does a higher dosage of clomid do
অপার্থিব বলছেনঃ
is metformin safe during pregnancyবহুদিন পর কোন ছড়া পড়লাম …
অংকুর বলছেনঃ
এই লাইনগুলো সুন্দর।
আর আমআমরা কাউকে ভালোবাসলে সেও ভালোবাসবে এমনটা জরুরি না
এইমলেস ভেনাম বলছেনঃ eric lutes viagra ad