“আপ উর্দু নেহি জান্তা !”
492
বার পঠিতঘটনার প্রাক্কাল ২০১২ সালের প্রথম দিকের। বুকের ভিতর অনেক বড় স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছি ইতালির উদ্দেশ্যে । ক্লাশে গিয়ে নিজেকে কিছুটা এলিয়েন লাগত। একদিকে প্রফেসরের লেকচার মাথার ১০ হাত উপর দিয়ে যাইত, অন্যদিকে আমার লাহান কালো চামড়ার পাবলিক আমি একাই। যাই হউক একটু ইন্ট্রোভারট হওয়ায় কিছুটা নিজের মত থাকতাম। একদিন ক্লাশে গিয়ে দেখি আমার লাহান কালো কিন্তু অতটা না একটা ছেলে বসে খুব মনোযোগ দিয়ে ক্লাশ লেকচার শুনছে। ভাব গতি এমন যে প্রফেসর এর বলার আগে বুঝে ফেলায়। মনে মনে খুব পুলকিত হলাম, বাহ বেশ তো ! তার অবকাঠামোয় আমাকে নিশ্চিত করেছিল, এই মাল আমগোর এলাকার। মনে মনে বললাম, যাক এলিয়েন আমি একা নই ; জুটে গেছে আর একটা । যাইহউক, ক্লাশ শেষ করে ব্যাগ গোছাচ্ছি এমন সময় ,
- আসসালামুওয়ালাইকুম , ভাইছাব।
- ওয়ালাইকুম আসসালাম।
- আপ কিধারছে আই হু?
- সরি? amoxil side effects rash
- ভাইছাব, আপ কিধার ছে আয়ি হু? হোয়ার আর ইউ ফ্রম?
- ওহ! সরি ব্রাদার, আই অ্যাম ফ্রম বাংলাদেশ। ইউ?
- আপ বাংলাদেশী , মাগার উর্দু নেহি জান্তা!! স্ট্রেইঞ্জ!
একটা হাসি দিয়ে বললাম, ব্রাদার, আই অ্যাম এক্সট্রেইম্লি সরি ফর দিস। আই ডোন্ট নো হাও টু স্পিক ইন উর্দু। এমন উত্তরে ভাইছাব আমার কিছুটা নারাজ যে হয়েছিল সেটা বুঝেছিলাম। যাই হউক আমি নরম্যাল কথা বার্তা চালিয়ে গেলাম ইংলিশে। জানলাম, ভাইছাব পিএইচডি করতে আসছে। কিছুটা রেস্পেক্ট তার প্রাপ্য। কিন্তু বিধি বাম, হঠাৎ
- ভাইছাব , ছুনিয়ে ধ্যান ছে, হোয়েন উই টক, ওই ইউজ উর্দু অকে?
- বাট হোয়াই? doxycycline dosage canine lyme disease
- কাম অন ব্রাদার, ইউ সুড নো উর্দু।
- এক্সকিউজমি!
- ডোন্ট ওরি, আই ওইল টিচ ইউ , হাও টু স্পিক ইন উর্দু।
অনেক কষ্টে ভদ্রতার সাথে কথাগুলো শুনছিলাম, সে আমাকে উর্দু শেখাবে এহেন ইগুয়েটিক প্রস্তাবে মাথার ভিতর বেশ কিছুদিন আগে স্টাডি করা বিদ্যা খেলে গেল।
- আচ্ছা , যদি তুমি কিছু মনে না কর একটা কথা বলতে পারি?
- শিউর । dosis metformin xr
- আচ্ছা তুমি যে ইগুয়েটিক ভাবে আমাকে উর্দু শেখাতে চাচ্ছ, তুমি কি আদৌ উর্দুতে কথা বলতে পারো?
আমার এমন প্রশ্নে কিছুটা অট্টহাসিতে গড়াগড়ি খেয়ে ফেলল ,
- নাইছ জোক ব্রাদার।
- এক্সকিউজমি, আই অ্যাম ড্যাম্ন সিরিয়াস দিস মোমেন্ট!
এমন উত্তরে কিছুটা বিচলিত হয়ে গেল,
- আই অ্যাম ফ্রম পাকিস্তান ম্যান, নট বাংলাদেশ। viagra levitra or cialis which is better
- তুমি পাকিস্তানি বলেই কথা গুলো বলছি। এবং আমি ড্যামন শিউর যে তুমি পারফেক্টলি উর্দু জানো না!
এমন কথায় মুহূর্তে রেগে অগ্নিমূর্তি ধারন করল পিএইচডি ভাইছাপ।
- উর্দু নিয়ে এমন অফেন্সিভ কথা বলার সাহস তোমাকে কি দিয়েছে?
- আমি উর্দু নিয়ে বাজে কথা বলি নাই, তোমরা পাকিস্তানিরা দাবি কর যে তোমরা উর্দু জানো, অবশ্য উর্দু জানো এই কথাটা বলার পিছনে যথেষ্ট যুক্তি তোমাদের আছে। কেননা , উর্দু তোমাদের মাতৃভাষা!
- সেই কথায় তো আমি বলছি , একটা দেশের মাতৃভাষা যেখানে উর্দু, আর সেই দেশের মানুষকে তুমি বলছ, মাতৃভাষা জানেনা, হাও ফানি! side effects of doxycycline in kittens
- গুরু, কাগজ কলম আর বাস্তবিক প্রেক্ষাপট এক নয়।
- যেমন?
- শোন, তোমরা দাবি কর, উর্দু তোমাদের মাতৃভাষা, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য এই যে তোমার দেশের মাত্র ৫ % মানুষ উর্দু জানে, সেটাও এখন প্রশ্ন সাপেক্ষ। এখন আমাকে তুমি বল, যে দেশের আনুমানিক ৫% মানুষ মোটামুটি উর্দু জানে, সে দেশের মাতৃভাষা উর্দু কিভাবে হয়? বাট প্লিজ এটা বলোনা যে তুমি ঐ ৫% এর মধ্যে পড়।
আমার এমন ব্যাখ্যা শুনে স্তম্ভিত হয়ে কিছুটা রেগে , annual return cipro south africa
- এইসব আজেবাজে স্টাটিস্টিক কই থেকে পাইছ? পাকিস্তানে তুমি কি কখনো পাকিস্তানে গিয়েছো? না গেলেও যেহেতু বলেছ, ইউ হ্যাভ টু প্রুফ। তুমি সমগ্র পাকিস্তানি জাতির প্রেস্টিজে হাত দিছো একজন বাংলাদেশী হয়ে ! প্রুফ ইট নাও ।
- শোনো , আবার তুমি একিই ভুল করলা। তোমার এই বাজে ইগোর জন্যই আমি এত কথা বলতে হোল।
- এত কথা বলে লাভ নাই। প্রুফ ইট নাও। prednisone tapering schedule 60 mg
- ওকে, ইউজ গুগল অর ওয়িকিপিডিয়া। ইউ উইল গেট ইওর ডিজাইরেবল অ্যান্সার। levitra schmelztabletten teilen
তখন সে নিজেই “language of Pakistan ” লিখে গুগলে সার্চ দিল। এবং খুতিয়ে খুতিয়ে কয়েকটি সাইট ও দেখল। কিন্তু আশাহত হয়ে বলল,
- এখানে কিছু একটা ভুল আছে।
- শোনো এখানে কিছুই ভুল নাই। তোমরা যে ল্যাংগুয়েজ টা ইউজ কর ওটা আসলে হিন্দি , পাঞ্জাবি আর পাস্তুনের একটা জগা খিচুড়ি। এটা নিয়ে প্লিজ বড়াই কইরো না..। 1952 বা 1971 নিয়ে তোমাদের মধ্যে এক ধরনের আত্ম অহমিকা কাজ করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই দুই সময়ে তোমরা লুজার ছিলা আর এই বাংলাদেশীরা বরাবরই জিতে এসেছি!
- কথাগুলো একচেটিয়া হয়ে যাচ্ছেনা ব্রাদার?
- অবশ্যই একচেটিয়া, এবং এই সুযোগ তোমার নন্সেন্স ইগোয় আমাকে বলতে বাধ্য করেছে। যাইহোক লাস্ট একটা ইনফরমেশন তোমাকে জানিয়ে দেই, 1952 এ যখন তোমাদের মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিল যে “উর্দুই হবে দুই পাকিস্তানের রাস্ট্রভাষা ” তখন দুর্ভাগ্যজনক ভাবে তোমাদের এই মহান নেতাই উর্দু জানত না … এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না। সুতরাং প্লিজ আল্লাহর দোহাই লাগে, এই ভুল দ্বিতীয়বার কইরো না। এটা পাকিস্তান নাহ যে সবাইকে তোমাদের এই তথাকথিত উর্দু বলতে হবে। এটা ইটালি ম্যান, হয় ইটালিয়ান নয় ইংলিশ …..
ওকে, সব কিছুর জন্য আমি দুঃখিত। আর আমি হিন্দি জানি কিছুটা সুতরাং তোমাদের অধিকাংশ কথায় বুঝি। এখন যেহেতু এক সাথে পড়ি সুতরাং তোমার ইংলিশ এ সমস্যা হলে উর্দুই বইলো
ভাইছাব আর কখনোই আমার সাথে তাদের এই সো কল্ড উর্দু ফলাইতে আসে নাই…
দুরন্ত জয় বলছেনঃ
কিন্তু কথা হইল যে আপনি আর সে দুজনেই বাংলাতেও কথা বলেছেন। কি করে??
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
উনি হয়তো ওই পাকিস্তানির ইংরেজি কথাগুলো বাংলায় লিখেছেন…
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
এই যাত্রায় বাচাঁনোর জন্য ডন সাহেব কে ধনেপাতা 100 টাকার
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
metformin hcl in pregnancyতুমি যে উর্দু জানো সেটা আমি জানতামনা. ….
দুরন্ত জয় বলছেনঃ
সম্ভবত।
মিনহাজ শিবলী বলছেনঃ
একদম জায়গামত ধরায় দিছেন
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
ওদের ফাক ফোকড়ের অভাব নাই, যত নখ্রামি বাঙ্গালি পাইলে তাদের উপর ফলায়… চান্সে পাইয়া মজা লইয়া নিলাম
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
ভাল লাগছে
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
ধন্যবাদ
dapoxetine and cialis together
অপার্থিব বলছেনঃ
get viagra onlineপাকিস্তান যে একটা কৃত্তিম রাষ্ট্র এ ঘটনাই তার প্রমান । তাদের রাষ্ট্র ভাষা সহ গোটা রাষ্ট্র কাঠামোই কৃত্তিমতার উপর দাড়ানো।
বি এম বেনজীর আহম্মেদ বলছেনঃ
গোটা রাস্ট্র কৃত্রিম কিনা সেটা ঠিক বলতে পারবোনা কিন্তুু এখানে অনেক কেই পেয়েছি যারা 52 বা 71 এর জন্য লজ্জিত।
Nayon বলছেনঃ
অল্প বিদ্যা ভয়ংকারি। জানে কিছু আবার আরেক জনকে শেখাবে।