একজন হুমায়ূন ফরিদী
367
বার পঠিত“চলচ্চিত্রে কিভাবে এলেন?”
“পরিচালক খোকনের সাথে।”
“না মানে এফডিসিতে কিভাবে?” metformin tablet
“বেবীটেক্সিতে করে।”
কার কথা হচ্ছে বুঝতে পারছেন তো? ওয়ান এন্ড অনলি হুমায়ূন ফরিদী। বাংলা চলচ্চিত্রে খলনায়ককে এমন এক লেভেলে নিয়ে গিয়েছিলেন তিনি যেখানে নায়ক/নায়িকাকে নয় মানুষ হলে যেতো হুমায়ূন ফরিদী’র অভিনয় দেখতে। about cialis tablets
হুমায়ূন ফরিদী’র অভিনয় জীবন শুরু হয়েছিলো মঞ্চ নাটকের মাধ্যমে। মঞ্চ নাটকের পর তিনি অভিনয় শুরু করেন টিভি নাটকেও। কান কাটা রমজান নামে এক ভিলেন পূর্ণতা পায় তার হাত ধরেই। যদিও মঞ্চ নাটক বা টিভি নাটক নয়, ফরিদীকে বর্ণনা করতে হলে চলচ্চিত্রের ভাষায় বলতে হয়, ফরিদী এবং চলচ্চিত্র ছিল দুজন দুজনার। তাঁর প্রথম ছবির নাম ছিল ‘সন্ত্রাস।’ চলচ্চিত্রে কেন এলেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, তিনি অভিনয় ছাড়া আর কিছু পারেন না। এই না পারা থেকেই চলচ্চিত্রে আগমন। বাকিটা ইতিহাস।
তাঁর খলনায়কত্ব নিয়ে নতুণ করে বলার কিছু নেই। “পালাবি কোথায়” এ এক লম্পট প্রেমিক, “ম্যাডাম ফুলি”তে তাঁর চরম ডায়লগ ‘এখানে আজ এক ঐতিহাসিক কাণ্ড হবে। এখানে মা ও মেয়ের একসাথে বিবাহ হবে।’ কখনও কপালে চন্দনের ফোঁটা, সাথে হাত দুটো অদ্ভূতভাবে দুলিয়ে বলা ‘অ্যাঁই অ্যাঁই ও।’
সালমান শাহর সাথে কোন এক সিনেমায়, ‘সাইজটা বুঝে নাই।’ কোনটা ছেড়ে কোনটার কথা বলি?
শেষ করার আগে নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। অনেক ছোটবেলায় ঢাকায় এসেছিলাম বেড়াতে আব্বু- আম্মুর সাথে। চিড়িয়াখানায় ঘুরছি। হঠাৎ শুনি হইচই। কি ব্যাপার? সিনেমার শুটিং হচ্ছে। সিনেমার নাম ঘাতক। হুমায়ূন ফরিদী’র গলায় জুতার মালা।
হুমায়ূন ফরিদী’র সাথে সেটাই আমার প্রথম এবং শেষ দেখা।
আজ বাংলা ১৪২১ সালের পহেলা ফাল্গুন তাঁর ৩য় মৃত্যুবার্ষিকী। zovirax vs. valtrex vs. famvir
অপার্থিব বলছেনঃ
অসাধারন প্রতিভাবান একজন অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদী। মনে হয় না তার প্রতিভা এ দেশে পূর্ণ ভাবে বিচ্ছুরিত হয়েছে। আজ যে তার মৃত্যু বার্ষিকী এটা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। অসাধারন এই অভিনয় শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা…
দুরন্ত জয় বলছেনঃ
হ্যা তার অভিনয় দেখেছি… সেই একক্ষান ভিলেন ছিল… কত গালি যে দিয়েছি। তার প্রতি শ্রদ্ধা রইলো
তারিক লিংকন বলছেনঃ
এই লোকটিকে আমরা যথার্থ সম্মান জানাতে পারি নি। এইদিকে পরিচালনার মেধার অভাবে তাঁর মেধাও ব্যবহার করতে পারে নি বাংলা চলচ্চিত্র! অনেক অনেক শ্রদ্ধা তাঁর প্রতি… acne doxycycline dosage
দুরন্ত জয় বলছেনঃ
বেচে থাকতে যে বেচারা কত গালি খেয়েছে। আহ!! puedo quedar embarazada despues de un aborto con cytotec