নিষ্পাপের চিৎকার
251 zovirax vs. valtrex vs. famvir
বার পঠিত wirkung viagra oder cialisনিষ্পাপের চিৎকার আমার কানে বড় লাগে। তবুও কান চেপে যাই শুনে।
অভ্যস্ত অ্যাপ্রোনধারী, আমারো গা সওয়া হয়ে যাবে এসব- এসে দিন দুই-তিনে।
নবপ্রাণের বিদায় দেখেছি। নবপ্রাণের দেখেছি পার্থিব জগতে আগমন।
পাথরের হৃদয়, আবেগের উপসর্গ কাড়ে ব্যস্ততা, এসব কখন ছুয়ে যাবে মন? will i gain or lose weight on zoloft
বাস্তবতা কঠোর। টাকা ত্রিশেক, একটি সাদা কাগজ, একটি প্যাঁচানো স্বাক্ষর।
দুশ্চিন্তার ঘোরে পিতা; পুত্র তার শক্তির আধার গিলে ক্রমশ শক্তিহীন নিথর।
এখানে এলেই ঈশ্বরের প্রতি জাগে ক্ষোভ, অবুঝেরে কী পাপে দিয়ে যায় শাস্তি?
এত আর্তনাদ পৌঁছে তোমার কাছে। নিষ্পাপের ভোগান্তিতে পাও কি স্বস্তি?
ক্ষুদ্র জ্ঞানের বড় প্রশ্ন বোধহয় আটকে যায় আকাশ পথের কোন শূন্য মোড়ে।
আমার বিবেক আমার মনেই চিৎকার করে। নীরব চিৎকার করি তারস্বরে।
-মিনহাজ উদ্দিন শিবলী
১১/০২/২০১৫ glyburide metformin 2.5 500mg tabs
জন কার্টার বলছেনঃ
ভালো লিখেছন!
শুভ কামনা….
দুরন্ত জয় বলছেনঃ
অর্থটা বুঝিয়ে দিবেন?
মিনহাজ শিবলী বলছেনঃ
অবশ্যই বুঝিয়ে দেব। শিশু হাসপাতাল গিয়েছিলাম। সেখানে নিষ্পাপ শিশুর আর্তনাদে সৃষ্টিকর্তার প্রতি কিছুটা ক্ষোভ জন্মেছিল। আর যে পিতার কথা বলেছি তার ছেলে ব্যাটারি গিলে ফেলেছিল। এসবই কবিতায় প্রকাশের চেষ্টা।