এই শহরে মেঘেরা একা – পাঠ প্রতিক্রিয়া…
240
বার পঠিতগল্প জেগে উঠে জীবন থেকেই। অযুত বছর ধরে জমে থাকা স্বপ্ন কথাই এক একটা স্বপ্নের গাঁথুনিতে সৃষ্টি করে গল্প।
অমর একুশে গ্রন্থমেলা। আমাদের প্রাণের মেলা। হাজারো হরতাল, অবরোধ,বাস পোড়ানো মানুষের বার বি কিউ এর খবর শোনা,প্রত্যক্ষ দেখার পরও যখন দেখি বইমেলাটা মানুষের দ্বারা গম গম করছে তখন মনে হয়,কই? জীবনটা তো কঠিন না। কঠিন হলে তো কেউ আজ মেলায় আসত না। ঘরে বসে থাকত। জীবনটা তো কয়দিনের, কবে মরে যাই কেউ বলতে পারব না। তাই বলে বইমেলায় আসব না? হতেই পারেনা।
যাহোক পূর্বপরিচিতি সূত্রে জানতে পারি এই বছর “একুয়া রেজিয়া” মানে মাহরীন ফেরদৌস একুয়াপুর বই আসছে। বইটির নাম “এই শহরে মেঘেরা একা “। নামটা শুনেই মনে হল, আরে আসলেই তো। এই শহরে মেঘেরা তো একাই। হাজার হাজার সোডিয়ামের আলোর ভিড়ে মেঘেরা সঙ্গী পাবে কই? ou acheter du viagra en ligne
টানা তৃতীয়বারের মত “অন্যপ্রকাশ ” থেকে প্রকাশিত হল একুয়া রেজিয়ার তৃতীয় বই এবং দ্বিতীয় উপন্যাস এই শহরে মেঘেরা একা। এই বইটিতে মুক্তি নামের একটি মেয়ের ভাষায় ফুটে উঠেছে সাধারন গোত্রের কিছু মানুষের গল্প যারা জীবনে অনেক কিছুই করতে পারেনা। ১২ বছর বয়সে পাগলামি উঠে পালিয়ে যাবে। পালানোর সময় নোট লিখে যায় এরকম
“বাবা,
আমি পালিয়ে যাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হয়ে ৩৭ বছর পার করেছে। কিন্তু আমার স্বাধীনতা আমি এখনো খুঁজে পাইনি।…… ইতি আপনার মুক্তি”
বলা হয়েছে ছেলে আর মেয়ের জীবনের চিন্তাধারা অনেক অন্যরকম। ছেলেদের মস্তিষ্কে সব কিছুর জন্য একটা আলাদা বাক্স আছে। বিপরীতভাবে মেয়েদের মস্তিষ্কে আছে কেবল বা তার। এবং প্রতিটা কেবল বা তার একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। তাই একটা মেয়ে একসঙ্গে অনেক কিছু নিয়ে ভাবতে পারে।
আছে অজানা এক চিঠি। সেখানে আছে ” কোন এক গভীর রাতে তোমাকে ঘুম থেকে ডেকে যদি বকি, ভীষণ কষ্ট লাগছে। তুমি কি তাহলে ভীষণ অবাক হবে? মাঝে মাঝে সুখের সময় কোন সঙ্গী লাগেনা তবে কান্নার সময় পাশে কারও থাকা খুব জরুরী হয়ে পড়ে…”
থাক,আর বললে তো সবই বলে দেয়া হলো। এই বইটা পড়ার সুযোগ থেকে বঞ্চিত থাকবেন না। সংগ্রহ করুন। পাওয়া যাচ্ছে বইমেলায় অন্যপ্রকাশ এর স্টলে আর রকমারি ডট কমে। মূল্য ১৭৫ টাকা can i just stop taking my zoloft
donde puedo comprar viagra para mujer en mexico
তারিক লিংকন বলছেনঃ
হুম! পড়তে হবে…
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ
আগ্রহ জন্মে গেল রিভিউটা পড়ে… চমৎকার লিখেছেন অংকুর… বইমেলা গেলে অবশ্যই কিনবো। অবশ্যই