প্রজন্ম চত্বর,শাহবাগ,ঢাকা-১০০০(নিজস্ব স্মৃতি কথা)
354
বার পঠিতবাবার বুকে করলো গুলি কে মাগো? করলো গুলি কে?
—————রাজাকার
তোমার মনে জ্বালালো আগুন কে? মাগো জ্বালালো আগুন কে?
—————-রাজাকার
আমার বোনের মান কেড়েছে কে মাগো? মান কেড়েছে কে?
————–রাজাকার para que sirve el amoxil pediatrico
আমার বাড়ি লুট করেছে কে মাগো? লুট করেছে কে?
————–রাজাকার
ধর্ম আমার সদাই বেঁচে কে মাগো?ধর্ম বেঁচে কে?
————– রাজাকার
স্বাধীনতার শত্রু বলো কে মাগো?শুত্রু বলো কে?
————–রাজাকার
মুখোশ পরে যাচ্ছে হেঁটে কে মাগো?যাচ্ছে হেঁটে কে?
————রাজাকার
তবে বসে আছো কেন হানো আঘাত হানো।
ছোট বেলায় শহীদুল ইসলামের এই কবিতাটা শিখেছিলো আব্বু।হাতে ধরিয়ে দিয়েছিলো মুক্তিযুদ্ধের বইগুলো সেই তখন থেকেই এভাবে বেঁড়ে উঠছি।রাজাকার নিয়ে যখন কেউ কথা বলতো না তখনো আমি আব্বুর কাছে বসে বসে শুনতাম রাজাকারদের সেই গল্প গুলা।রাজাকার নিয়ে যখন রাজনীতির মাঠ গরম হয়ে উঠে নাই তখন থেকেই মনের কোন একটা গোপন ইচ্ছা ছিলো তাদের শেষ করে দেবার।কিন্তু মুখে বুলি চাপড়ানো ছাড়া কিছুই করতে পারিনি কোনদিন। তারপর অনেক বেলা গড়িয়ে একদিন এলো ২০১৩ এর ৫ ফেব্রুয়ারি।
<photo id=”1″ />
ঘুম ভাঙার পরে দেখি বাসায় সবাই মনমরা।জানতে চাইলাম রায় কি কেউ কিছু বললো না,ছোট বোনের মন বেশি খারাপ।আমাকে দেখেই জানান দিলো এই দেশের আদালতে আমি প্র্যাকটিস করবো না যেখানে জগন্য অপরাধের বিচার হয়না সেখানে আমি নাই।কিছুই বলার ছিলো না শুধু মন খারাপ করে চুপ করে বসে ছিলাম।কসাইটার ফাসির রায় হয় নাই এরপর আর কিইবা বলার থাকে। নিজের মত করে বিজি হয়ে গেলাম ১ মাস ২৫দিন পরে এইচএসসি,প্রতিদিন মডেল টেস্ট থাকে আগে থেকে তেমন কিছুই পড়া হয় নাই তাই এই মডেল টেস্টই আমার পড়া গোছানোর সময়।পরের দিনের কি কি করবো ভাবতে ভাবতেই দিন কেটে গেলো নিজের মত করেই।
সকাল বেলা ঘুম থেকে ঊঠালো বোন সেই প্রথম আন্দোলনের খবরটা পেলাম।প্রথমে বললাম এই রকম ২ একটা আন্দোলন প্রতিদিন হয় কিছুই হবে না।দুপুরে পরীক্ষা দিতে গেলাম জিল্লুর স্যার এর বাসায় বের হতে হতে বিকাল কাছেই শাহবাগ একবার ঘুরে আসি বলে সেই যে গিয়ে বসলাম তার পর দেখতে দেখতে কত বেলা যে হয়ে গেলো বুঝতে পারিনি।১দিন না ২ দিন টানা ১৭ দিন কি রাত কি দিন ঠিকানা একটাই ছিলো শাহবাগের মোহনা।পরীক্ষার কথা ভুলেই গেছিলাম বাসা থেকেও বাঁধা দেয় নাই একটি বারের জন্য শুধু আম্মুর অভিযোগ ছিলো তোরা যে সবগুলা চলে যাস আমাকে একা বাসায় রেখে আমি যাবো না একদিনও।১ম মহাসমাবেশ,তিন মিনিটের মৌনতা,শহীদের কাছে চিঠি,মোমবাতি প্রজ্জলন,স্লোগান দিতে দিতে গলা ভেঙে যাওয়া এখন শুধুই স্মৃতির পাতার পুরানো গল্প।যেদিন মোমবাতি প্রজ্জলন এর কথা ছিলো সেদিন মোম হাতে নিয়ে পাশে ফিরে দেখি আমার কলেজের সবথেকে কাছের বন্ধুতাও আমার পাশে দাড়ানো,পাশ ফিরে তাকাতেই দেখতে পেয়েছিলাম আমার শিক্ষক কে যে কিনা সব সময় আমার পড়ার জন্য বকা দিতেন সে দিন তিনি ও কিছুই বলে নাই।এক হয়ে গিয়েছিলাম সবাই হাতে হাতে রেখে ,কণ্ঠে কণ্ঠ মিলেয়ে দিয়েছিলাম শ্লোগান”দাবী একটাই ফাঁসি”।
বুঝতে শিখার পর সেদিনই জেনেছিলাম আন্দোলন কাকে বলে,এক হবার সংজ্ঞা কি।কেউ কেউ কে চিনতাম না কিন্তু কেন যেন তারপর ও সবাইকে খুব আপন মনে হতো।এক আপুর সাথে পরিচয় হয়েছিলো যিনি তার ১ মাস বয়সের ছেলেকে নিয়ে এসেছিলো নাম দিয়েছিলো স্লোগান,এক খালামনির সাথে পরিচয় হয়ে ছিলো যার প্রধান কাজ ছিলো রাত ৩টায় আমাকে জিঙ্গেস করা বাবা তোমার কি ঘুম পাচ্ছে,কখন যে আসে পাশের মানুষ গুলা বন্ধু হয়ে গিয়েছিলো বলতে পারবো না। walgreens pharmacy technician application online
১৭ দিন পরে ফিরে এসেছিলাম কিন্তু মন পড়েছিলো সেই শাহবাগে।বন্ধুরা কেউ খুব একটা পছন্দ করত না( যারা একটা কে রাজনীতি ভাবত,ভাবে)খুব ক্ষেপাতো নাম দিয়েছিলো শাহবাগী,এলাকায় ফোনের দোকানদার নাস্তিক বলে সম্বোধন করেছিলো তারপরও ফিরে আসিনি আমি।৭১ এর কথা গুলো খুঁজতে শিখিয়েছিলো আমাকে এই শাহবাগ। তারপর হঠাৎ কি হলো কেমন করে যেন কি হয়ে গেলো সব হারিয়ে গেলো হারিয়ে গেলো গলা মিলিয়ে দেয়া সেই সব স্লোগান গুলো,ভেঙে গেলাম সবাই। levitra 20mg nebenwirkungen
এখন আর আগের মত কেউ স্লোগান দেয় না তারপর ও মাঝে মাঝে কানে ভেসে আসে সেই স্লোগান গুলো-
“আমাদের ধমনীতে শহীদের রক্ত
লাখো শহীদ ডাক পাঠালো সব সাথীরে খবর দে
পাকিস্তানের দালালেরা,পাকিস্তানে চলে যা
আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না” acquistare viagra in internet
মাঝে মাঝে খুব মিস করি সেই দিনগুলো কে কেন জানি না।সেই স্মৃতি গুলো কে গুছিয়ে বলতে পারব না আমার এসব কথা আজ সবার কাছে হাস্যকর কিন্তু আমার কাছে অনেক কিছু অনেক কিছু অনেক।শেষ করলাম চমক হাসান এর অসাধারণ একটা গানের কথা দিয়ে zoloft birth defects 2013
“অনেক সয়েছি লজ্জা গ্লানি আর তো সামী নাই
এই মুহূর্তে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই
যাদের দ্বারা ৭১ নেমেছি অন্ধকার
এই মাটিতে ওদের আর নেই কোন ঠাই
আমার মায়ের সেই কষ্ট গুলো আজও মেটেনি
তাই সারা পৃথিবী এক হয়ে সেই কলঙ্ক মুছতে চাই
রাজাকার আলবদরেরা নির্ভয়ে আজো ওরা
যখন দর্প ভরা বুকে সামনে হেঁটে যায়
তখন শোন পেতে কান ৩০ লক্ষ শহীদ প্রাণ
কষ্ট-দুঃখ হতাশায় ঘুমরে কাদে হায়
১নদী রক্ত তবে গেলো কি বৃথায়
তোমার চোখের ভিতর যদি বহে সে রক্তের নদী
যদি তোমার হৃদয় তলে প্রতিশোধের আগুন জ্বলে
ব্রজ কণ্ঠে হুঁকারে বলো আজ দাবী একটাই
এই মুহূর্তে সেই নর-পশুদের ফাঁসি চাই “
অন্তিম গোধুলী বলছেনঃ
অনেক মায়া অনেক ভালবাসা দেশটার জন্য আর গর্ব ২০১৩ এর অংশীদার হয়ে । জয় বাংলা।
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
জয় বাংলা renal scan mag3 with lasix
অপার্থিব বলছেনঃ
শাহবাগের সেই দিনগুলোকে খুব মিস করি … যদিও নুতুন চাকরীর ব্যস্ততার কারনে খুব বেশি দিন যেতে পারিনি…
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
ছিলাম ঠিকই কিন্তু এখনো শাহবাগকে খুব মিস করি
তারিক লিংকন বলছেনঃ
সেই শাহবাগ ভুলবার না। আজ থেকে ২০/২৫ বছর পরে যারা রাস্তা বন্ধ নিয়ে কথা বলেছিল তারাও বলবে আমরাও গিয়েছিলাম ২০১৩ এর শাহবাগে। চমৎকার স্মৃতিকথন, ধন্যবাদ শেয়ার করার জন্য… glyburide metformin 2.5 500mg tabs
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ metformin synthesis wikipedia
ধন্যবাদ ভাই পড়ার জন্য
ডন মাইকেল কর্লিওনি বলছেনঃ can your doctor prescribe accutane
চমৎকার বলেছেন ভাই…
ইকবাল মাহমুদ অনিক বলছেনঃ
half a viagra didnt workগর্জে উঠুক শাহাবাগ
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
সেই অপেক্ষা কবে শেষ হবে
Iqbal Mahmud Anik বলছেনঃ puedo quedar embarazada despues de un aborto con cytotec
accutane pricesআপনি আমি আমরা সবাই আবার যাই শাহাবাহ।৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অবস্থান কর্মসুচি।আমরাই পারি আবার শাহাবাগের জাগরন সৃষ্টি করতে।