সিম্পল কথা
327
বার পঠিতএকটা নিউজ পোর্টালে দেখলাম-
পাকিস্তান নাকি আমাদের ফতুল্লা স্টেডিয়ামকে “নিরপেক্ষ ভেন্যু” হিসেবে ইউজ করতে চায় ! metformin gliclazide sitagliptin
এবং তারা নাকি ওয়ার্ল্ড কাপের পর আসন্ন সিরিজে লাভের ভাগ দাবি করেছে !!
এক বন্ধুর বিখ্যাত ডায়ালগটা বলতে ইচ্ছে করছে। পুরোটা বলা যাবে না। সেন্সর ইস্যু।
দ্য ডায়ালগ ইজ- “চো*?”
নিজের দেশে কোন কিছু আয়োজন করতে না পেরে এখন আমার দেশে কাহিনী মারানোর ইচ্ছা? কেন? আমাদের ক্রিকেট ইন্ডাস্ট্রি কি পচে গেছে? নাকি টাকার জন্য হাহাকার করছে সবাই? cialis new c 100
যদি না খেয়ে মরতেও হয়, তবুও তো ওদের এই চান্স দেয়া উচিৎ না !
বার বার বিভিন্ন ছুতোয় আমাদেরকে ডমিনেট করার চেষ্টা করাটা ওদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এটার পরিবর্তন চাই।
অত সব শর্ত দুচানোর টাইম নাই। আসলে আসবে, নাইলে নাই। দুনিয়ায় আরও অনেক টিম ক্রিকেট খেলে।
ওয়ান্স এ পিস অভ শিট, অলওয়েজ এ পিস অভ শিট
অপার্থিব বলছেনঃ
side effects of quitting prednisone cold turkeyবাংলাদেশে ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশই পাকিস্তানের সমর্থক। এদের অনেকেই আবার পাকিস্তানের পতাকা নিয়ে স্টেডিয়ামে গিয়ে নির্লজ্জ ভাবে নাচানাচি করে। “ম্যারি মি আফ্রিদি” প্ল্যাকার্ড ধারী রমণীদেরও অভাব হয় না এ বংঙ্গ দেশে।বাংলাদেশে পাকিস্তানের এরকম একটা উন্মাদ সমর্থক গোষ্ঠী থাকায় এধরনের অন্যায় নির্লজ্জ দাবী জানানোর তারা সাহস পায়। সবচেয়ে অবাক ব্যাপার হল আমাদের বিসিবি প্রধান স্বীকার করেছেন যে অতীতে নাকি পাকিস্তানকে সিরিজের থেকে আয়ের কিছু অংশ নাকি দেয়া হয়েছে। কাজেই পাকিস্তানকে এই ধরনের বারগেইনিংয়ের সুযোগ করে দেওয়ায় ধিক্কার সেই সব অযোগ্য কর্মকর্তাদেরও প্রাপ্য। বিসিবির উচিত হবে না কোন ক্রমেই পাকিস্তানের সঙ্গে সিরিজ আয়ের কোন অংশই শেয়ার করা। এই দৃষ্টান্ত তৈরী হলে ভবিষ্যতে ভারত কিংবা অস্ট্রেলিয়াও সিরিজ থেকে আয়ের ৮০-৯০ শতাংশ দাবী করবে কারন তাদের ভাষায় তারা অনেক বেশি ” সেলেবল”
ব্ল্যাকহার্ট বলছেনঃ
কথা সত্য। বছরের পর বছর ধরে এসব ব্যাপার চলে আসছে।
এর শেষ হওয়া উচিৎ… missed several doses of synthroid
লাল সবুজের ফেরিওয়ালা বলছেনঃ
ওগো সাথে খেলার জন্য আমাদের ঠেক্যা পড়ছে নাকি ।দরকার হইলে খেলুম না
ব্ল্যাকহার্ট বলছেনঃ
can your doctor prescribe accutaneঠিক…