তোমায় চাওয়ার কাব্য
307
বার পঠিতআমি বৃষ্টি ছুঁতে পারি নি
ছুঁয়েছি তোমার চোখের জল ,
আমি চাঁদে যেতে পারি নি
করেছি তোমার হাসিতে ভ্রমণ ।
চড়ি নি আমি মেঘের ভেলায়
ভেসেছি তোমার চুলের স্রোতে ,
নেই নি আমি গোলাপের সুবাস
হারিয়েছি তোমার রাঙা ঠোঁটে ।
অনুভব করেছি আকাশের বিশালতা
দেখে তোমার মায়াবী দুচোখ ,
লাগে নি ভালো রূপকথার পরী
কেড়েছে ঘুম তোমার দুধে আলতা রঙ । metformin synthesis wikipedia
আগে জীবন ছিলো সাধারণ
যখন দেখি নি আমি এই তোমায় ,
ক্ষণিকের জন্য এসেছিলে
দিন কাটছে তাই অস্থিরতায় ।
এখন শুধু চাই তোমার দুহাত
সারাজীবনের জন্যে ধরবো বলে ,
ভালোবাসায় রাঙিয়ে তোমার জীবন
হারাবো দুজনে সুখের ভূবনে ।
দুরন্ত জয় বলছেনঃ
প্রেমময় কবিতা! প্রেম প্রেম প্রেম!!!!
:’( :’( ভাল লেগেছে + খারাপ লেগেছে।
(খারাপ লেগেছে কারণ -কী করলাম জীবনে!!)
ফাতেমা জোহরা বলছেনঃ
আহারে আহারে…
সাধু ফ্রাঙ্কেনস্তাইন বলছেনঃ
আহারে ! tome cytotec y solo sangro cuando orino
সাধু ফ্রাঙ্কেনস্তাইন বলছেনঃ
nolvadex and clomid pricesজীবন কি শেষ হয়ে গেছে ভাই ?
ফাতেমা জোহরা বলছেনঃ
zithromax azithromycin 250 mgকাব্য ভালো লেগেছে…
সাধু ফ্রাঙ্কেনস্তাইন বলছেনঃ
ধন্যবাদ আপু !
মিনহাজ শিবলী বলছেনঃ
“এখন শুধু চাই তোমার দুহাত
সারাজীবনের জন্যে ধরবো বলে, ” venta de cialis en lima peru
এ দুটো লাইন আমার প্রিয়তমার জন্য নিতে চাই। অনুমতি দান করে বাধিত করবেন।
সাধু ফ্রাঙ্কেনস্তাইন বলছেনঃ
অনুমতি দেওয়া হলো ।
all possible side effects of prednisone
মিনহাজ শিবলী বলছেনঃ side effects of quitting prednisone cold turkey